নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। অলংকারের সাহায্য নিজের সৌন্দর্য্য বৃদ্ধি করার অর্থ হচ্ছে, নিজের প্রকৃত সৌন্দর্য্য লুকিয়ে রাখা। ------এডিলামরগ্যান
২। অন্যদের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। .............বার্নাডশ
৩। কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে।
......... রবার্ট লুই স্টিভেন্স
৪। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।
............... আইনস্টাইন
৫। একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ।
............ জর্জ লিললো
৬। “এই খেদ আমার মনে মনে।
ভালবেসে মিটল না আঁশ- কুলাল না এ জীবনে।
হায়, জীবন এত ছোট কেনে?
এ ভুবনে?”
৭। "গিন্নী আমাকে বললেন, আমার ড্রিংক করা দেখে নাকি ছেলেরা এসব শিখবে। আমি তখন তাঁকে বললাম, কেন আমি যে বাইশটা ভাষা জানি সেখান থেকে দু'চারটে ভাষা ওরা শিখুক না?"----- সৈয়দ মুজতবা আলী
তাই তো প্রমথ চৌধুরী বলেছেন, "ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নহে।"
৮। আর্নেস্ট হেমিংওয়ে বলেছেন- “আমি শুনতে ভালোবাসি, শুনতে শুনতে অনেক কিছু অর্জন করেছি। কিন্তু অধিকাংশ মানুষই শুনতে আগ্রহী নন।”
২| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:২৮
কসমিক- ট্রাভেলার বলেছেন:
ভালো লাগলো।
৩| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:৪৪
নীল জোসনা বলেছেন: ১ বাদে বাকি গুলা পছন্দ হইছে ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৪ রাত ১০:২২
একজন ঘূণপোকা বলেছেন:
অনেক জ্ঞানগর্ভ কথা।
মেনে চললে অনেক উপকার পাওয়া যাবে।
লেখকে ধন্যবাদ