নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দেশের মানুষের ওপর ফরমালিনের অপব্যবহার বন্ধ করুন

২২ শে জুন, ২০১৪ দুপুর ১:২০

ফরমালিনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সংক্রমিত হতে না দেয়া। অধিকাংশ ব্যাকটেরিয়া এবং ছত্রাককে মেরে ফেলতে পারে। ফর্মালিন সাধারনত টেক্সটাইল, প্লাষ্টিক, পেপার, রং, কনস্ট্রাকশন ও মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রে-ই বছরে ৮.২ বিলিয়ন পাউন্ড এর অধিক ফরমালিন তৈরি হয় এবং বিশ্বব্যাপী এর বার্ষিক উৎপাদন ১৬ বিলিয়ন পাউন্ড এরও বেশি। ফরমালিনের খুব কাছাকাছি আর একটি জিনিস আছে নাম ফরমিক এসিড যা পিঁপড়ার কামড়ে থাকে। এক কেজি মাছে যে পরিমাণ ফরমালিন দেওয়া হয় সেটা যদি সবচেয়ে কম করেও ধরি, তাহলে তা প্রায় কয়েক শত কোটি বড় লাল পিঁপড়ার কামড়ের ফরমিক এসিড থেকে অনেক বেশী। তাই, একবার ভাবুন, একটা বড় লাল পিঁপড়া কামড় দিলে শরীরের কি অবস্থা হয়!



ফরমালিন মানব স্বাস্থ্যের জন্যে অত্যন্ত ক্ষতিকারক পদার্থ হিসেবে বিবেচিত হয়েছে। প্রতিটি কীটনাশকের ক্রিয়া একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত থাকে। ফরমালিন ১৮৯৯ সাল হতে মৃত মানবদেহ সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। তবে মৃত দেহ সংরক্ষণে ফরমালিনের ব্যবহার ১ শতাংশেরও অনেক কম। ল্যাবরেটরীতে প্রিজারভেটিভ হিসেবে ফরমালিন ব্যবহৃত হয়। পৃথিবীর সমস্ত রাসায়নিক দ্রব্য নিয়ন্ত্রণকারী এজেন্সি ফরমালিনকে কারসিনোজেনিক হিসাবে শ্রেনীভূক্ত করেছে। ফরমালিন সাধারণত জীববিজ্ঞানে নানান জাতীয় স্পেসিম্যান সংরক্ষণের জন্য ব্যবহার হয়। মনে রাখা দরকার, ফরমালিন জীবন রক্ষা করে না। ফরমালিন জীবনহীন বস্তুকে কিছুটা সময় তাজা রাখে।



ফরমালিনের ক্ষতিকর দিক-

মানুষ অন্ধ হয়ে যেতে পারে, পেটের পীড়া, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, বদহজম, ডায়রিয়া, আলসার, চর্মরোগসহ বিভিন্ন রোগ হয়ে থাকে, হার্টকে দুর্বল করে দেয়, স্মৃতিশক্তি কমে যায়, পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালিতে ক্যান্সার হতে পারে, ব্লাড ক্যান্সারও হতে পারে, ফরমালিন সব বয়সী মানুষের জন্যই ঝুঁকিপূর্ণ, কিডনি, লিভার ও বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট, বিকলাঙ্গতা, সন্তান প্রসবের সময় জটিলতা, বাচ্চার জন্মগত দোষত্রুটি ইত্যাদি দেখা দিতে পারে, প্রতিবন্ধী শিশুর জন্ম হতে পারে।



কিভাবে ফল ও সবজি থেকে ফর্মালিনের দূর করবেন- খাওয়ার আগে এক ঘণ্টা বা তার চেয়ে একটু বেশী সময় ফলগুলো পানিতে ডুবিয়ে রাখতে হবে, সবজি রান্না করার আগে গরম পানিতে লবণ মিশিয়ে ১০ মিনিট ডুবিয়ে রাখুন, ১ ঘন্টা মাছ ভিজিয়ে রাখলে ফর্মালিনের মাত্রা শতকরা ৬১ ভাগ কমে যায়,



গত এক সপ্তাহে ৩২ লাখ ৩১ হাজার ৪৬০ মণ ফল ধ্বংস করেছে পুলিশ। ব্যবসায়ীদের দাবি, ফলমূলে প্রাকৃতিকভাবেই ফরমালিন থাকে। বিজ্ঞান গবেষণাগার, খেলনা, আসবাবশিল্প, ট্যানারি ও মেডিকেল প্রভৃতি খাতে ব্যবহারের জন্য মোট ফরমালিনের চাহিদা ১০০ টন৷ অথচ এ দেশে মোট আমদানি করা হয় ৫০০ টন ফরমালিন৷ বাকি ৪০০ টন ফরমালিন কেন আমদানি করা হয়? সেগুলো কী কাজে ব্যবহার করা হয়? ফরমালিন মেশানোর পর শত শত টন আম জব্দ করে ধ্বংস করার মধ্যে কোনো বাহাদুরি নেই; আমে কিংবা যেকোনো খাদ্যদ্রব্যে মেশানোর জন্য ফরমালিন যেন কেউ কোনোভাবেই সংগ্রহ করতে না পারে, সেটা নিশ্চিত করাই এই মুহূর্তের সবচেয়ে জরুরি কাজ।



দেশের মানুষের ওপর ফরমালিনের অপব্যবহার বন্ধ করুন। নিজেরা ভালো থাকুন। দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১:৩০

ঢাকাবাসী বলেছেন: কাকে বলছেন? সরকার এটা আমদানী বন্ধ করবেনা কারন তাতে ঘুষ কমে যাবে!

১৬ ই মে, ২০২১ রাত ৩:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকুন। সুস্থ থাকুন।

২| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সরকার ফরমালীন আমদানি বন্ধ করবে তাই ফরমালিন দেয়া আমই খেতে হবে।

১৬ ই মে, ২০২১ রাত ৩:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকুন। সুস্থ থাকুন।

৩| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:০৯

হাসান বিন নজরুল বলেছেন: জাতির লজ্জাও ফরমালিনে আবদ্ধ। তাই কারোরই লজ্জা করেনা নয়ত এসব এত বলার কিছুই না সরকার চাইলেই পারে ।

১৬ ই মে, ২০২১ রাত ৩:৩০

রাজীব নুর বলেছেন: এত রোগ কেন আমাদের/ এই ফরমালিনের জন্য।

৪| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:১৭

সোহানী বলেছেন: ফরমালিন যেন কেউ কোনোভাবেই সংগ্রহ করতে না পারে, সেটা নিশ্চিত করাই এই মুহূর্তের সবচেয়ে জরুরি কাজ....... সহমত

১৬ ই মে, ২০২১ রাত ৩:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকুন। সুস্থ থাকুন।

৫| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:২৭

শেরজা তপন বলেছেন: কিছু মানুষ মনে করেন ফরমালিন আমদানি নিষিদ্ধ করলেই ব্যাস সব সমস্যার সমাধান!
আসলেই কি তাই? খাদ্য পণ্য ব্যাবসায়ীরা তখন কি করবেন?
যেহেতু আমদানী নিষিদ্ধ তাই তারা বাধ্য হয়েই সব ধরনের ফল মুল সব্জি দুধে এই সব মরনঘাতি রাসায়নিক ব্যবহার বন্ধ করে মনের আনন্দে ব্যবসা করতে থাকবেন নাক?
ফেন্সডিল আমদানী কি সিদ্ধ? কত লক্ষ বোতল ফেন্সিডিল প্রতিদিন সীমান্ত পার হয়ে এদেশে ঢোকে ভাই?
কত ধরনের নিষিদ্ধ কেমিক্যাল কত ভিন্ন নামে -ভিন্ন এইচ এস কোডে এই দেশে আমদানী হয় তার খবর ক'জন রাখেন বলুনতো।
আমদানি নিষিদ্ধ নয়- পরিবর্তন দরকার আমাদের ভয়ংকর মানসিকতার,কু-রুচির, অতি মুনাফার মনোবৃত্তির, অসততার।

১৬ ই মে, ২০২১ রাত ৩:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকুন। সুস্থ থাকুন।

৬| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৮

হাফিজ হিমালয় বলেছেন: খুব সুন্দর উপকারী পোস্ট। তবে এত সতর্কতার চেয়ে পরিমিত মাত্রায় উতপাদন ও আমদানির উপর জোর দিতে হবে

১৬ ই মে, ২০২১ রাত ৩:৩২

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৭| ২৩ শে জুন, ২০১৪ রাত ১:৩৭

আহসানের ব্লগ বলেছেন: শেরাজ তপন ভাইয়ার সাথে সহমত ।

১৬ ই মে, ২০২১ রাত ৩:৩২

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.