নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কোরআন আর বাইবেলের পর ড্যান ব্রাউনের বই মানুষ সবচেয়ে বেশি পড়ে

২৫ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৩

দ্য লস্ট সিম্বল ২০০৯ সালে প্রকাশিত মার্কিন লেখক ড্যান ব্রাউন রচিত একটি রহস্য উপন্যাস। বইটি প্রকাশের প্রথম দিনই ১ মিলিয়ন কপি বিক্রি হয় শুধু উত্তর আমেরিকায়। দ্য দা ভিঞ্চি কোড-এর পরবর্তী সিকুয়েল দ্য লস্ট সিম্বল। লিখতে গিয়ে ব্রাউন যেন ধর্ম আর বিজ্ঞানের অভূতপূর্ব খেলায় মেতে ওঠেন। আর সেই খেলায় দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখেন শেষ মুহূর্ত পর্যন্ত। হাজার হাজার বছর ধরে একটি সিক্রেট জ্ঞান রক্ষা করে যাচ্ছে সিক্রেট সোসাইটি ফৃম্যাসন।



কাহিনী শুরু হয় যখন ল্যাংডনকে তার বিশেষ ধনাঢ্য জ্ঞানবান বন্ধু পিটার সলোমন,যিনি কিনা আবার স্মিথসোনিয়ান ইনষ্টিটিউট এর পরিচালক এবং একজন ম্যাসন,যা নিয়ে মূল কাহিনী আবর্তিত,তিনি একটি অনির্ধারিত সভায় ডেকে পাঠান বক্তৃতা দেয়ার জন্য। রবার্ট যথাসময়ে হাজির হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে।সেমিনার যেখানে হওয়ার কথা সেখানে পৌঁছেই হতভম্ব হয়ে যায় ল্যাংডন, কারণ সেখানে কোন সেমিনার হচ্ছিল না। নিশ্চয় কোথাও ভুল হয়েছে ভেবে সলোমনের নাম্বারে ফোন করে রবার্ট। ফোনটি ধরে রহস্যময় একটি কন্ঠসর।উপহার হিসাবে পায় পিটার সলোমনের কাটা কব্জি। রবার্ট বুঝতে পারে সে ফাঁদে পরে গেছে।



বইটা একবার পড়া শুরু করলে আপনি ঘটনার সাথে মিশে যাবেন,আর শেষ না করে উঠতে পারবেন না নিশ্চিত। রবার্ট ল্যাংডন ড্যান ব্রাউনের সৃষ্ট অন্যতম একটি চরিত্র। দ্য লস্ট সিম্বল উপন্যাসের কাহিনীও এই সিম্বলজিস্টকে ঘিরে। দ্য লস্ট সিম্বল’ এ সবচেয়ে আকর্ষণীয় চরিত্র ভিলেন মালাখকে। ২০০৩ সালে দ্য ডা ভিঞ্চি কোড উপন্যাসটির মধ্যে দিয়ে তিনি খ্যাতির শীর্ষে আরোহণ করেন। এক ছুটির দিনে ব্রাউন সিডনি শেলডনের উপন্যাস দ্য ডুমস ডে কন্সপাইরেসি পড়তে গিয়ে নিজের মধ্যে লেখালেখির অনুপ্রেরণা খুঁজে পান।



পরম সাফল্য অর্জনকারী এই লেখক আমেরিকার নিউ হ্যাম্পাশায়ারের ফিলিপস এক্সটার একাডেমিতে ২২ জুন, ১৯৬৪ তে জন্মগ্রহণ করেন। বাবা রিচার্ড জে ব্রাউন ঐ একাডেমির বিখ্যাত গণিত শিক্ষক। ব্রাউন লেখালেখিতে মনোনিবেশ করার জন্য শিক্ষকতার পেশা ছেড়ে দিয়েছিলেন। বিয়ের একবছর পর লেখেন ডিজিটাল ফোট্রেস নামক একটি থ্রিলারধর্মী বই। ২০০৫ সালে টাইম ম্যাগাজিনে বিশ্বের এক শ’জন প্রভাবশালীর তালিকায় ড্যান ব্রাউন স্থান পায়। সেই বছরই ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটির তালিকায় ড্যান ব্রাউনের স্থান হয় ১২তম।



সালমান রুশদী ব্রাউনের সমালোচনা করে বলেন, ‘দ্য ভিঞ্চি কোড বইটি খুবই নিম্ন মানের কিন্তু একে ভালভাবে উপস্থাপন করা হয়েছে।’ আমেরিকার গ্রামারিয়ান মার্ক লিবারমেন ব্রাউনকে ‘সাহিত্যের ইতিহাসে খারাপ স্টাইলিস্টদের অন্যতম’ বলে অভিহিত করেন। এছাড়া ক্যাথলিকরা ব্রাউনকে ব্লাসফেমির দায়ে অভিযুক্ত করেন। তাদের অভিযোগ, ব্রাউন তাদের বিশ্বাসকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ‘দ্য ডা ভিঞ্চি কোড’ প্রকাশিত হওয়ার পর ভ্যাটিকান সিটি তাঁকে তিরস্কার করেছিল। বর্তমানে ব্রাউনের লিখা উপন্যাস ৪০ টিরও অধিক ভাষায় অনুদিত হয়েছে।



দ্য ভিঞ্চি কোড ও এ্যাঞ্জেল এন্ড ডেমনস উপন্যাস নিয়ে উপন্যাসের নামে দুইটি সিনেমা হয়েছে। সিনেমায় রবার্ট ল্যাঙ্গডনের ভূমিকায় অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৭

কাজী রায়হান বলেছেন: সবগুলো পরেছি । অসাধারন লেখা

২| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৮

আহসানের ব্লগ বলেছেন: পড়তে হবে তাহলে o.O

৩| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ একজন লেখক।

উনার লেখা পড়ে ভাবি কিভাবে লেখেন এত অসাধারন লেখা।


পোস্টে+++

৪| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:১৬

ধুম্রজ্বাল বলেছেন: সব গুলি পড়েছি।
তবে আমার প্রিয় লেখক ফ্রেডেরিক ফরসাইথ

৫| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৪

ভ্যাগাবন্ড সামুরাই বলেছেন: উনার একটা বই পরছিলাম, অসাধারন কাহিনী বিন্যাস

৬| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:৫২

মুদ্‌দাকির বলেছেন: বই পড়া আর হয় না :( :( :( :(

৭| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৮

আমি দিহান বলেছেন: ভাইয়া পিডিএফ ডাউনলোড লিনক টা দিন প্লিজ।

৮| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ২:১৩

মুক্তমনা প্রভাত বলেছেন: :-)

৯| ২৫ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৪

লুজার ম্যান বলেছেন: বাংলায় অনুবাদ করা কপি থাকলে ডাউনলোড লিঙ্ক দেন

১০| ২৫ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একজন অসাধারণ লেখক।
ধন্যবাদ, রাজীব নূর।

১১| ২৫ শে জুন, ২০১৪ রাত ৯:৪৬

পাজল্‌ড ডক বলেছেন: ড্যান ব্রাউনের লিখায় অনেক ইনফরমেশন থাকে,ইতিহাস,ধর্ম,সংখ্যা এগুলা নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করেন।
সিডনী শেলডন থ্রীল আর সাসপেন্সের রাজা। তার একেকটা উপন্যাসকে একেকটা সিনামার স্ক্রীপ্ট মনে হয়।

১২| ২৫ শে জুন, ২০১৪ রাত ১১:১১

বিক্ষুদ্ধ বলেছেন: এই যে ভাই থামেন!!! আপনে কি বলতে চাচ্ছেন যে হ্যারি পটার এর চেয়ে ড্যান ব্রাউন এর লেখা আর বেশি পঠিত??? :P :P :P

১৩| ২৫ শে জুন, ২০১৪ রাত ১১:২১

মদন বলেছেন: একরাতের বা একদিনের একটি কাহিনী ঢাউস বইয়ে জায়গা দেয়া শুধু ব্রাউনের পক্ষই সম্ভব। আঠার মতো ধরে রাখতে তার বইয়ের মতো অন্য কোনো বইতে আমি পাইনি। একেকটি বই, একেকটি সুপার গ্লু এর ডিব্বা।

১৪| ২৬ শে জুন, ২০১৪ রাত ১২:২২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ওনার গল্পগুলো আসলেই অসাধারণ।

১৫| ২৬ শে জুন, ২০১৪ রাত ২:১৩

নাহিদ রুদ্রনীল বলেছেন: পড়ার ইচ্ছে জাগছে। পড়তে হবে দেখছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৬| ২৬ শে জুন, ২০১৪ সকাল ৯:০২

সিস্টেম অ্যাডমিন বলেছেন: ছবি দুটো দেখেছি , বইটা পড়া হয় নি ।

তবে আপনি হেডিং এ লিখেছেন
"কোরআন আর বাইবেলের পর ড্যান ব্রাউনের বই মানুষ সবচেয়ে বেশি পড়ে "
একমত নই ! বাইবেল এর পর যে সকল লেখকদের বই সবচেয়ে বেশী সেল হয়েছে তাঁরা হলেন ,
Mao Tse-tung, J. K. Rowling, J. R. R. Tolkien, Paulo Coelho তারপর ড্যান ব্রাউন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.