নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞ বচন

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:১১

১। “তুমি যখন দুর্বলের উপর হাত উঠাও, তখন এ কথা কেন ভুলে যাও যে, এ মানুষটিকে যিনি সৃষ্টি করেছেন, তিনি তোমার চেয়ে অনেক বেশী শক্তিশালী।”



২। "সকাল বেলা ঋণের বোঝা মাথায় নিয়ে জাগ্রত হওয়ার বিড়ম্বনার চেয়ে রাত্রিতে ক্ষধার্ত অবস্থায় শয়ন করা অনেক বেশী সুবিবেচনার কাজ।"



৩। "এক মুহূর্তের ধৈর্য দশ বছরের বিপদ হতে বাঁচিয়ে দিতে পারে।"



৪। "ইসলাম নামক বৃক্ষটির গোড়ায় পানি নয়, রক্ত ঢালতে হবে।"



৫। "যে সুন্দর করে কথা বলতে পারে, তার প্রতি মানুষের আকর্ষণ দীর্ঘস্থায়ী হয়।"



৬। "কাপুরুষ ছাড়া কেউ মিথ্যা বলে না।"



৭। "হৃদয় যখন ভুলে যায়, চোখ তখন দেখেও দেখে না।"



৮। "আমি উসমান (রা) থেকে এ উপদেশ লাভ করেছিম নিজের জীবন দিয়ে হলেও ইসলামের গৌরব রক্ষা করতে হবে।"



৯। "হযরত আয়েশা (রাঃ) থেকে এ উপদেশ লাভ করেছি যে, মিথ্যা দোষারোপের পরওয়া না করে নিজের চরিত্রকে পবিত্র রাখতে হবে।"



১০। "হযরত আলী (রাঃ) থেকে আমি এ উপদেশ লাভ করেছি- মতবিরোধ হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু মতবিরোধ বা যুদ্ধের কারণে যার যে মর্যাদা আছে, তা ক্ষুন্ন করা যাবে না।"



১১। "যে সবচেয়ে কম কাজ করে, তারই সমালোচনার ভাষা সবছেয়ে জোড়ালো।" হোমার



১২। "জীবনে কখন যে কার সাহায্যের প্রয়োজন হয়, তা বলা যায় না।" সিনকো



১৩। "একই খাচায় যদি বুলবুলি ও কাককে রাখা হয়, তাহলে কাকের উচ্চ আওয়াজে বুলবুলি বাকরুদ্ধ হলেও কাক দামী হয়ে যাবে না।"



১৪। "কমদামী পাথর যদি মহামূল্যবান স্বর্ণের পেয়ালা ভেঙ্গে ফেলে, তাহলেও পাথরের মূল্য বেড়ে যায় না। শেখ সাদী (রহঃ)"



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৮

ইলি বিডি বলেছেন: ভাললাগ্ল, ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.