নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যে বই গুলো

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৫

যে বই গুলো কেউই ছাপাতে রাজি ছিলেন না এ রকমই কয়েকটি বিশ্বখ্যাত বই-



১। অ্যান্ড টু থিংক দ্যাট আই স ইট অন মালবেরি স্ট্রিট (এখন পর্যন্ত বইটির বিশটির বেশি সংস্করণ প্রকাশ পেয়েছে। ২৩জন প্রকাশক পান্ডুলিপি ফিরিয়ে দিয়েছিলেন।)



২। হ্যাভেন নোজ মি. এলিসন (দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এক মার্কিন নাবিকের কাহিনী। এই অসাধারণ বইটি ছাপাতে অস্বীকৃতি জানায় প্রায় সব প্রকাশক এবং প্রায় ২০টি ব্রিটিশ প্রকাশনা।)



৩। কনটিকি (ভেলায় চেপে প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়ার দুর্দান্ত কাহিনী। প্রকাশের পর পর দুই বছর শীর্ষ দশ মননশীল বইয়ের তালিকায় ঠাঁই পায় এই বইটি। এ পর্যন্ত বিভিন্ন ভাষায় এর মুদ্রণ সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে।)



৪। লর্না ডুন (সতের শতকের ইংল্যান্ডের চিত্র তুলে ধরা হয় এই উপন্যাস। ১৮৭৪ সালে আমেরিকায় এটি ছিল সর্বাধিক বিক্রীত বই।)



৫। লাস্ট ফর লাইফ (ভিনসেন্ট ভ্যান গগকে নিয়ে লেখা। এ পর্যন্ত ৭০টি ভাষায় ২ কোটি ৪০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে।)



৬। জোনাথন লিভিংস্টোন সিগাল (দ্রুতগতিতে উড়ে চলা একটি গাঙচিলকে নিয়ে লেখা। রিচার্ড বাখের ১০ হাজার শব্দের এই কাহিনী প্রকাশকের কাছে এতটাই অলাভজনক মনে হয়েছে যে ১৮ জন প্রকাশক এটি ছাপার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।)



৭। ডাবলিনার্স (১৫টি ছোট গল্পের সংকলন। বইটি প্রত্যাখ্যাত হয় ২২ জন প্রকাশকের কাছ থেকে।)



৮। ম্যাশ (বইটির কাহিনী অবলম্বনে নির্মিত দীর্ঘদিন ধরে চলা একটি টিভি সিরিয়ালের প্রচার শুরু হয় ১৯৭২ সালে। অসাধারণ ব্যবসাসফল একটি চলচ্চিত্র হু হু করে বাড়িয়ে দেয় বইয়ের কাটতি।)



৯। ডিউন (দুর্দান্ত বিজ্ঞান কল্পকাহিনী। বইটি শুধু এক কোটির বেশি বিক্রি হয়েছে শুধু তাই নয়, এ বইটির জন্য বিজ্ঞান কল্পকাহিনীর শ্রেষ্ঠ দুটো পুরস্কার পান ফ্রাঙ্ক হার্বার্ট।)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৮

নীল জোসনা বলেছেন: কয়েকজন প্রকাশক পান্ডুলিপি ফেরত দিয়েছিলেন বলে লেখক হতাশ না হয়ে নিজের লেখার উপর আত্মবিশ্বাস রেখেছিলেন বলেই আজ পৃথিবী অসাধারন বই গুলো দেখতে পেয়েছে ।

ধন্যবাদ আপনাকে .....।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪১

মুক্তকণ্ঠ বলেছেন: এই লিস্টিতে হ্যারি পটার নাই? B:-)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: থাকা উচিত ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.