নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের বেশির ভাগ মানুষই বদমাইশ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

মন্টুঃ ঐ যে সামনের টেবিলে বসে আছে তার সাথে আমার শত্রুতা আছে।

বল্টুঃ কিন্তু টেবিলে তো চারজন লোক বসে আছে।

মন্টুঃ যার মুখে গোঁফ আছে সে।

বল্টুঃ গোঁফ তো সবার মুখেই আছে।

মন্টুঃ আরে যে সাদা শার্ট পড়ে আছে।

বল্টুঃ কিন্তু সাদা শার্ট তো সবাই পড়া।

মন্টুঃ (রেগে গিয়ে পিস্তল বের করে তিনজনকে গুলি মেরে দিয়ে বলল)

"যেইটা বাকি আছে সেইটা। ওই বেটারে আমি ছাড়মু না।"



অভিজ্ঞতা থেকে জানলাম- বাংলাদেশের বেশির ভাগ মানুষই বদমাইশ।



১। কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামে ১৫০ শতাংশ জমিতে লাগানো আমন ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

২। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামে গভীর রাতে জমির ৫০০ লাউগাছ কেটে নষ্ট করেছে।

৩। বরগুনার তালতলী উপজেলার ছাতনপাড়া গ্রামে দুর্বৃত্তরা মাছের খামারে ছয়টি পুকুরে বিষ প্রয়োগ করেছে। ২৮ লাখ বিভিন্ন জাতের মাছের পোনা মারা গেছে।

৪। লক্ষ্মীপুরে চাচার ওপর হামলা করতে ব্যর্থ হয়ে বাগানের অর্ধশতাধিক বিভিন্ন ফলজ ও বনজ চারা গাছ কাটলো ভাতিজা।

৫। সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামে রহমান পোল্ট্রি ফার্মের ভিতরে কৌশলে প্রবেশ করে প্রায় তিনশ মুরগী পা দিয়ে চেপে চেপে মেরে ফেলে।

৬। রাতের অন্ধকারে মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামে কলাবাগানের ১০০টি কলাগাছের কাঁধি কেটে ফেলা হয়েছে।

৭। টিয়াখালী ইউনিয়নের মধ্য বাদুড়তলী বাঁধসংলগ্ন এলাকায় অর্ধলাখ টাকার খিরাই ও কুমড়া ক্ষেত শত্রুতা করে নষ্ট করা হয়েছে।

৮। খাগড়াছড়িতে ব্যক্তি মালিকানাধীন তিনটি সেগুন ও ফলজ বাগান প্রায় ১০ হাজারের অধিক সেগুন ও ফলজ গাছ কেটে ফেলেছে।

৯। রাজশাহীর তানোরে রাতের আঁধারে দুর্বৃত্তরা বন বিভাগের রাস্তার আম ধরে থাকা ১৫টি গাছ কেটে ফেলেছে।

১০। নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে করে তিন থেকে সাড়ে তিনশত বেগুন গাছ নিধন করা হয়েছে।

১১। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট নারায়ণপুর গ্রামে একটি নার্সারীর বিভিন্ন জাতের প্রায় তিন শাতাধিক আম গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।



গাছপালা, পশুপাখি, মাছের সঙ্গে কি মানুষের শত্রুতা থাকতে পারে? একশ্রেণীর মানুষ আছে যারা প্রকাশ্যে তাদের শত্রুদের কোনো ক্ষতি করতে না পারলেও তার বাগানের গাছপালা কেটে ও বিষ ঢেলে পুকুরের মাছ নষ্ট করে শত্রুতা প্রকাশ করে থাকে।



মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

বটবৃক্ষ~ বলেছেন: জোক টা পড়ে খুব হাসি পেল! কিনতু রিয়েল নিউজ গুলো যারা ঘটিয়েছে এরা মানুষ না /:) /:) X((

সিক পাবলিক এরা!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তার মানেই কিন্তু বাংলাদেশের বেশির ভাগ মানুষ বদমাইশ, এটা মেনে নিতে পারছি না। দুঃখিত।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: হিসাব করে দেখুন।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো ও মন্দ সব জাতির মধ্যেই আছে। আমি আবুহেনা ভাইয়ের সাথে একমত।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৮

সচেতনহ্যাপী বলেছেন: একশ্রেণীর মানুষ আছে যারা প্রকাশ্যে তাদের শত্রুদের কোনো ক্ষতি করতে না পারলেও তার বাগানের গাছপালা কেটে ও বিষ ঢেলে পুকুরের মাছ নষ্ট করে শত্রুতা প্রকাশ করে থাকে-এবং এভাবেই আমরা আমাদের প্রতিহিংসা চরিতার্থ করি। বাস্তব,কঠিন বাস্তব। বড়ভাইকে না পেয়ে ছোটভাইকে গুলি করে মারার মতই।।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৭

ইমরান আশফাক বলেছেন: জাতীগতভাবেই আমরা পরশ্রীকাতর, পরচর্চা আমাদের মজ্জাগত, দুরদর্শীতা অনুপস্থিত, ক্বতঘ্ন, কর্মবিমূখ, আড্ডাবাজ, একাগ্রহতার অভাব, হুজুগে দৌড়াই, সল্পসময়ে ও পূজিতে প্রচুর আয় করতে চাই, ঝুঁকি নিতে অনীহা, ব্যাবসার ক্ষেত্রে সব ডিম এক ঝুড়িতে রাখা বা দুই পা একসংগে ডুবিয়ে নদীর গভীরতা মাপতে (রুপক অর্থে) অভ্যস্হ।

সংক্ষেপে এই হচ্ছে আমাদের বাংগালী চরিত্র, যদিও ইদানিং অনেক বদভ্যাস থেকে আমরা ক্রমান্বয়ে বেরিয়ে আসছি। ভালো কিছু আমি এই পোস্টে উল্লেখ করলাম না।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২০

পরিবেশ বন্ধু বলেছেন: এরা বদমাইশ B:-/ :-&

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

যমুনার চোরাবালি বলেছেন: আমরা বাঙ্গালিরা হিংসা পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: রাস্তায় বের হলেই মানূষ গুলো অমানুষে পরিনত হয়।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো খারাপ সব দেশেই আছে ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

জানা বলেছেন:


তাই বলে বাংলাদেশের মানুষকে গড়ে এইভাবে 'বদমাশ' বলা ঠিক হলো? সংশোধন করে নিন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: আমিয আ বলেছি চারপাশ দেখেই বলেছি।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

ইয়াশফিশামসইকবাল বলেছেন: জানা বলেছেন:


তাই বলে বাংলাদেশের মানুষকে গড়ে এইভাবে 'বদমাশ' বলা ঠিক হলো? সংশোধন করে নিন। B-)) B-))

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: হুম।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশের পত্রিকার হেডিং এমন হলে মন্দ হতো না ।
আপনার পোস্টের ব্যাপারগুলো দিয়ে এক একটি পত্রিকা সাজানো হয়ে থাকে ।

;)
স্রষ্টা কিন্তু বলেছেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সুরতে সৃষ্টি করেছি কর্মদোষে তারা সর্বনিকৃষ্ট হয়ে যায় ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

নতুন বলেছেন: ১১. ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৬০
সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশের পত্রিকার হেডিং এমন হলে মন্দ হতো না ।
আপনার পোস্টের ব্যাপারগুলো দিয়ে এক একটি পত্রিকা সাজানো হয়ে থাকে ।
;) স্রষ্টা কিন্তু বলেছেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সুরতে সৃষ্টি করেছি কর্মদোষে তারা সর্বনিকৃষ্ট হয়ে যায় ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২২০
লেখক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।


হুম আসলেই বাংলাদেশে মানুষেরা ভালো না। মানুষ ভালো হইলে ৫ বছর আগেই কমেন্টের জবাব দিতো। :#)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: তখন ব্যস্ত ছিলাম।

তাছাড়া কবি বলেছেন, দেরী হোক, যায়নি সময়।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৯

নতুন বলেছেন: ঠিক আছে বাংলাদেশের মানুষ এখন ভালো হইয়া যাইতেছে.... ;)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ভালো হওয়ার কোনো লক্ষন তো দেখি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.