নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কিছু বই আছে জীবনে অনন্ত একবার না পড়লে জীবন বৃথা

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০

১। ৫৯ সেকেন্ডস। বইটি লিখেছেন স্বনামধন্য লেখক রিচার্ড ওয়াইসম্যান। বইটি পড়লে পাঠক তার নিজের উন্নতির সাধন নিজেই করতে পারে।

২। ক্রিয়েটিভিটি। লিখেছেন মিহালি চিক্সজেন্টমিহালি। পৃথিবীর নানা প্রান্তের নানা ভাষাভাষী মানুষের মধ্যে থেকে নানা পেশার ১০০ জন ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হয়েছে এই বইটি।

৩। মাইন্ডলেস ইটিং। বইটি লিখেছেন ব্রায়ান ওয়ানসিঙ্ক। লেখক সারা পৃথিবীজুড়ে মানুষের খাদ্যাভ্যাসের ওপর ব্যাপক গবেষণা করেছেন এবং দেখিয়েছেন যে আমরা নানা কারণে খাদ্য গ্রহণ করি কিন্তু ক্ষুধা আমাদের শুধু একটি কারণেই লাগে।

৪। পাওয়ার। লিখেছেন জেফরে পেফার। আপনার অন্তর্গত ক্ষমতাকেও জাগ্রত করার কাজে আসবে এই বইটি।

৫। লিটল বিটস। বইটি লিখেছেন পিটার সিমস। ঝুঁকি নেয়া ছাড়া জীবনে সফলতা আনা একেবারেই অসম্ভব। কিন্তু সেই ঝুঁকিটাও কতটুকু হবে তারও তো একটা মাপকাঠি থাকতে হবে। কখনো জীবনে বড় কোনো আইডিয়া কাগজে কলমেই থেকে যায় শুধু ঝুঁকি নেয়ার অভাবে। আর সে বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে।


****** ************ ******** ******

"আমার বোকা শৈশব"। লেখক- আবদুল্লাহ আবু সায়ীদ। বইটি পড়ে দেখুন খুব ভালো লাগবে। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের মত মানুষ বিরল। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা নাকি মাত্র ২১! আজিব!!!!
"মা ভেবেছিলেন মিটসেফের নিচে পড়ে আমি হয়ত থেঁতলে গেছি। কিন্তু মিটসেফ সরিয়ে যখন দেখলেন যে আমি পুরোপুরি সুস্থ এবং হৃষ্টপুষ্ট তখন দুর্ঘটনায় আমার যতটুকু আহত হবার কথা ছিল তা তিনি নিজের হাতে সম্পুর্ণ করে দিলেন "। (আমার বোকা শৈশব)
স্যারের আরেকটি চমৎকার বই 'নিস্ফলা মাঠের কৃষক' পড়ুন। অবশ্যই পড়ুন।

মন্তব্য ১৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

♥কবি♥ বলেছেন: সময় করে পড়ব। ভাল থাকুন।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

মাহবু১৫৪ বলেছেন: সময় করে পড়ে দেখবো

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

রানা িসরাজুল বলেছেন: ভালো লাগল।
সময় করে পড়ে দেখবো

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪

মোঃ আবুল হোসেন (হাবিব) বলেছেন: কারও কাছে কি বইগুলোর পিডিএফ কালেকশন আছে?
না হলে বই গুলো কিভাবে যোগার করা যাবে... মানে সহজ কোন পরামর্শ যদি থাকে। আমি পড়তে খুবই আগ্রহী।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

ভিটামিন সি বলেছেন: বাংলা বই নাই?

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪

তাশমিন নূর বলেছেন: আমার বোকা শৈশব যেবার বের হয়েছিল সেবারই পড়েছি। অসাধারন। যারা পড়েনি তারা মিস করেছে।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২

আদম_ বলেছেন: প্রিয়তে থাকলো।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

সুমন কর বলেছেন: একটিও পড়িনি, পড়তে হবে ।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০

ডি মুন বলেছেন:
সুন্দর পোস্ট

++

প্রিয়তে নিয়ে রাখলাম।
বইগুলো সংগ্রহ করে পড়তে হবে।

ধন্যবাদ আপনাকে।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ভাল পোস্ট।
সংগ্রহ করে পড়তে হবে।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৭

পামাআেল বলেছেন: ইংরেজীগুলোর একটিও পড়িনি এমনকি নামও শুনিনি। বাংলা দু’টোর নাম শুনেছি। ‘নিষ্ফলা মাঠের কৃষক’ একবার পড়লে আর একবার পড়তে হবেই। এমনকি আমার মত একজন খন্ডকালীন পাঠককেও তা করতে হয়েছে। খুবই ভাল বই। পড়ার পর প্রায় সকল পরিচিত শিক্ষক বন্ধুকে উপহার দিয়েছি। অনেকজনকে ক্রয় করে পড়তে প্রভাবিত করেছি। কাউকে তিনটি বাংলা বইয়ের সুপারিশ করলে, এটি থাকবেই। লেখার জন্য ধন্যবাদ।

আবুল হোসেন ভাইকে বলছি, বইগুলো কেনার সহজ উপায় হলো অনলাইন শপ এ্যামাজন থেকে ক্রয় করা। কিন্ডল কপি ক্রয় সহজতর এবং অপেক্ষাকৃত সস্তা। তবে সেক্ষেত্রে কিন্ডল বা ই-বুক ডাউনলোডের যথাযথ ডিভাইস থাকতে হবে। হার্ডকপি বই এ্যামজন বাংলাদেশে সরবরাহ করে কি-না, জানা নেই। তবে থাকলেও সেটি করা কস্ট-ইফেকটিভ হবার কথা নয়। আজকাল অবশ্য এ্যামাজন, ই-বে সহ অনেক অনলাইন সপ সেকেন্ডহ্যান্ড কপিও বিক্রী করে থাকে।

-পামাআলে

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট ভ্রাতা +

পড়তে হবে। অনেক ধন্যবাদ ও শুভকামনা।

হ্যাপ্পি নিউ ইয়ার !:#P !:#P

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০

কসমিক- ট্রাভেলার বলেছেন:

++++++++


+

১৫| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৫

শতদ্রু একটি নদী... বলেছেন:
++++

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১:৩৬

গ্রীনলাভার বলেছেন: নুর ভাই, আপনি তো আবার কমেন্টের উত্তর দেন না। যাক ভালই হলো। ইচ্ছা মতো কিছু একটা লেখা যাক -

"আপনার জীবনটা বৃথা হয়নি বলে আমার ভাল লাগছে। কিন্তু এটা ভেবে আমার খারাপ লাগছে, বইগুলো না পড়েও কেন আমার নিজের জীবনটা বৃথা মনে হচ্ছে না..."

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.