নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

লিখতে হলে পড়তে হবে- প্রচুর পড়তে হবে

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

একজন লেখকের লেখার মধ্যে অবশ্যই সাহিত্যিক গুণাবলী থাকতে হবে। একজন লেখকের পেশা হবে শুধু লেখালেখি। হুমায়ূন আহমেদ লেখক হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরী ছেড়ে দিয়ে শুধু লেখালেখি নিয়ে ছিলেন। একজন ভালো লেখকের লেখা সমাজে প্রভাব বিস্তার করে। যারা ব্লগে লিখেন তারাও লেখক। ইদানিং অনেক ব্লগার তাদের ব্লগের লেখা গুলো একসাথে করে বইমেলাতে বের করছে নানান প্রকাশনি থেকে। একজন লেখন হবেন সবার থেকে আলাদা। তাদের কোনো কিছুতেই লোভ থাকবে না। লেখকদের হতে হয় অনেক উদার। ‘লেখক’ শব্দের শাব্দিক অর্থ যিনি লেখেন। একজন লেখক কখনই পেটের দায়ে লেখক হয়ে ওঠেন না বরং মনের ক্ষুধা মেটানোর তাগিদায় তিনি লেখক হয়ে ওঠেন নিজের অজান্তেই। একজন লেখকেরও উচিত পাঠকের আসনে বসে নিজের লেখার যথাযথ মূল্যায়ন করা।

একজন ভালো লেখক হওয়ার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। প্রখর কল্পনাশক্তি থাকতে হবে। সর্বদা হাস্যমুখি থাকতে হবে। মন থেকে হিংসা সম্পূর্ণ দূর করতে হবে। দেশ এবং দেশের মানুষের প্রতি এক আকাশ ভালোভাসা থাকতে হবে। কৃপণতা ধুয়ে ফেলে দিতে হবে জীবন থেকে। সমালোচকদের গালাগালি করা যাবে না। নিয়মিত পাঠকদের সাথে যোগাযোগ রাখতে হবে। সন্তানের প্রতি মায়ের যেমন টান সাহিত্যের প্রতি ঠিক তেমন টান থাকতে হবে। একজন লেখকে সব সময় বন্ধুসুলভ আচরণ করতে হবে। লেখকের কাছে ধর্ম কোনো ব্যাপার না। লেখকের ধর্ম হবে মানবধর্ম। বাংলা একাডেমীর একজন বললেন, শেখ হাসিনা একজন বিশিষ্ট লেখক হিসাবে বই-মেলা উদ্বোধন করছেন; তখনও গা কাঁপে, অন্য কারণে। তখন আমরা গা দুলিয়ে হাসি, নইলে হাসিটা ঠিক জমে না।

ইদানিং দেখা যায় ব্লগে এবং ফেসবুকে একজন আরেকজনকে কবি বলে ডাকছেন। তখন খুব হাসি পায় এবং রাগ লাগে আমার। আরে ভাই আমি তো প্রায় হাজার খানিক কবিতা লিখেছি- তাই বলে আমি কি কবি হয়ে গেলাম? বেশ কয়েকটা বইয়ে আমার বেশ কিছু কবিতাও ছাপা হয়েছে। যদু-মধু একজন কবি আবার নির্মলেন্দু গুন বা মহাদেব সাহাও কবি। কই যদু-মধু আর কই নির্মলেন্দু গুন আর মহাদেব সাহা। সস্তা দশ/বিশ কবিতার বই বের হলেও সহজে কবি হওয়া যায় না রে পাগলা। সত্যিকারের কবি এবং কবিতা অন্য জিনিস।

বাংলা একাডেমি নিয়ে আমি কিছু বলতে চাই না। শুধু একটা কথা বলি- আমের ভেতর থেকে একটা পোকা বের হয়ে বলছে ভাই ভাই- আম দেখতে কেমন। বাংলা একাডেমি নিয়ে সবারই কম বেশি ধারনা আছে। বাংলা একাডেমি'র সব কর্মকর্তাদের উপর আমার অনেক অভিযোগ। বাংলা একাডেমির লোকজন ইচ্ছা করলে মানে তাদের স্বচ্ছতা এবং মেধা দিয়ে তারা অনেক ভালো ভালো কাজ করতে পারেন। বাংলা একাডেমি হতে পারে লেখক এবং পাঠক বানাবার কারিগর।

আইসল্যান্ড দেশটিতে প্রত্যেক ১০জন লোকের মধ্যে একজনকে পাওয়া যাবেই যিনি বই প্রকাশ করেছেন। দেশটিতে লোকসংখ্যা মোটে ৩ লাখ। পৃথিবীতে কবি হচ্ছে একমাত্র অবিনাশী সত্তা—রাজা, সম্রাট তাঁর কাছে কিছু নয়। তাই কবি বা লেখক হতে গেলে যেমন পড়াশোনা জরুরি, তেমনি দরকার লেখকের স্বাধীন সত্তা। কারও পরামর্শ নিয়ে কেউ কোনো দিন কবি হতে পারে না। ন্যূনতম মান বজায় রেখে বই প্রকাশ করা উচিত।

কিছু লিখতে হলে শিখতে হবে। আর শিখতে গেলে অবশ্যই পড়তে হবে। তুমি কিছু একটা লিখতে চাও, তাহলে লিখে ফেল। কি ভাবছ? যদি ভুল হয়! হোকনা ভুল। আমাদের জীবনে কত ভুল হচ্ছে আমরা কি তা ঠিক শুধরে নিচ্ছি না? ভুল হোক ভুরি ভুরি। আগে লেখাটা লেখ, তারপর কেটেছেটে শুধরে নেবে। প্রয়োজনে লাইনে লাইনে পরিমার্জন করবে। দেখবে সেই ভুল লেখাটাও ঠিক হয়ে গেছে। মনে রাখবেন প্রথম লেখার সময় সব লেখকেরই বিস্তর কাটাকাটি হয়, পরে এক সময় তা বশে চলে আসে। রবীন্দ্রনাথ আজ বিশ্ব কবি, তিনি প্রথম যে কবিতাটি লিখেছিলেন তার মধ্যেও বিস্তর কাটাকাটি হয়েছিল।

আজকাল লেখক হওয়াটা কোন বিষয়ই নয়। অধ্যবসায়ের কোন প্রয়োজন নেই, পড়াশোনার প্রয়োজন নেই, প্রয়োজন নেই চিন্তা-ভাবনার। লেখক হবার মূলশক্তি এখন অর্থবিত্ত। আমলার বউ, মন্ত্রীর ড্রাইভার আর এমপির মেয়েরা এখন লেখকের তালিকার শীর্ষে। এসব মৌসুমী লেখকদের জন্য প্রস্তুত থাকে মৌসুমী প্রকাশকরা। সামনের মাসে শুরু হচ্ছে একুশে বইমেলা। গত বছর বইমেলাতে দেখলাম- দুইজন বয়স্ক ভদ্রলোক একজন আরেকজনকে বলছে- এবছর আমার চারটা বই বের হয়েছে। আপনার কয়টা বের হয়েছে? আরেকজন মুচকি হাসি দিয়ে বললেন আমার সাতটা।

আদিম কাল হতেই মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য, মনের আকুতি মানুষের কাছে জানানোর জন্য কখনো পাহাড়ের গুহায়, পাহাড়ের চূড়ায়, ভূর্জপত্র, কাঠ, গাছের চামড়া, ভেলাম, কডেক্স, প্যাপিরাস, তালপাতা, কাঁদামাটির ফলকসহ আরো নানাবিধ উপকরণে লিখে রাখতো। যার অন্যতম উদ্দেশ্য ছিলো তার পরবর্তী প্রজন্মকে তা জানানো। এভাবে লেখক তাঁর লেখার মাধ্যমে মানুষকে জানাতো। লেখার মাধ্যমে লেখক অন্য একজন মানুষকে বুঝানো, শেখানো সত্যিই কষ্টের ব্যাপার।

নিজের লেখা হোক বা অন্যের লেখা হোক বার বার পড়লে তার ভুলত্রুটি ও অসঙ্গতি ধরা পড়বে। লেখায় কোনো ভুল-ত্রুটি থাকলে তা বার বার সংশোধন করুন, পরিবর্তন করুন, পরিমার্জন করুন। এতে কোনো দোষের নেই। বার বার ভালো করার চেষ্টা করলে ভালো না হয়ে উপায় নেই। এভাবে লেখার কাজ চালিয়ে যাবেন। লিখতে লিখতেই আপনি লেখার কৌশল পেয়ে যাবেন। একটা নিয়মের ফ্রেমের ভেতর দিয়ে আপনার কলম এগোবে। এছাড়াও লেখালেখি নিয়ে সিনিয়র লেখকদের সাথে পরামর্শ করবেন।

একজন ভালো পাঠক সব সময় ভালো লেখকে পরিণত হয় তাতে কোনো সন্দেহ নেই। লেখকের মৃত্যু নেই, লেখক অমর। লেখক হওয়ার আরেকটি অন্যতম উপায় হলো দেশ ভ্রমণ। দেশ ভ্রমণের মাধ্যমে মানুষ চাক্ষুষ বা বাস্তব অভিজ্ঞতা লাভ করে। তার এই লব্ধ অভিজ্ঞা লেখালেখিতে উপস্থাপনের মাধ্যমে লেখালেখিকে আরো সহজে প্রাণবন্ত করতে পারে। সুতরাং লেখালেখির জন্য দেশ ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২০

নিলু বলেছেন: লিখে যান

১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ভাল লিখেছেন।

১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: কথা সত্য ভাই.....

১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

মাহমুদ০০৭ বলেছেন: রাজিব নূর। ব্লগের ওয়ালে লেখা বুইঝা লন। বুঝতে গিয়ে যা যা দেখলাম -
তিনি ভাল পোস্ট দেন । তিনি মন্তব্যের উত্তর দেন না।কখন থেকে ?
২০০০৯ সালে তার প্রথম পোষ্ট হতে। একজনকে দিয়েছেন।একজনকে দেননি। একদম যে দিতেন না তা না।
যেমন -০৫ ই জানুয়ারি, ২০১০ সালের পোষ্টে চারজনের মন্তব্যের উত্তর একসাথে দিলেন -
ধন্যবাদ আপনাদের সবাই কে...। এভাবে কখনো একসাথে দিতেন,কখনো বা সবাইকে দিতেন , কখনো কাউকে বাদ দিয়ে কাউকে দিতেন।
২০১১ সাল হতে নজর নেওয়াজ বন্ধ। এভাবেই চলছে।
আপনাকে ধন্যবাদ - কমেন্ট অপশন বন্ধ থাকলে আপনাকে মুনি ঋষি ভাবতাম।তবে ভাবতে চাই।বলতে চাই।
আপনার বর্তমান মহিমাময় অবস্থায় -
কমেন্ট অপশন বন্ধ করে দিলে ভাববার ও বলবার সুযোগ তৈরি হয়।আশা করি মহোদয় বিবেচনা করবেন।
শুভেচ্ছা সতত। মঙ্গল হোক।

১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:১০

মাহমুদ০০৭ বলেছেন: দুঃখিত - ২০০০৯ সালে তার প্রথম পোষ্ট হতে। - ২০০৯ সাল হবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

মাহমুদ০০৭ বলেছেন: মহোদয় , আরেকটি বাক্যে বিভ্রান্ত বোধ করছি। আপনি বলেছেন -


নিয়মিত পাঠকদের সাথে যোগাযোগ রাখতে হবে।

কোন ধরণের যোগাযোগের কথা আপনি বোঝাতে চাচ্ছেন ।

কমেন্টের উত্তর দেয়া কি '' যোগাযোগের '' আওতার মধ্যে ?
বোধ হয় ব্লগের বাইরের পাঠক কে ইঙ্গিত করেছেন । তাই না ? ?

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬

রামন বলেছেন:
লেখক এবং মাহমুদ০০৭ এর সাথে সহমত, উভয়কেই ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সস্তা দশ/বিশ কবিতার বই বের হলেও সহজে কবি হওয়া যায় না রে পাগলা। সত্যিকারের কবি এবং কবিতা অন্য জিনিস।

খাঁটি কথা বলেছেন,

সহমত @ মাহমুদ ভাই। ভালো থাকুন ।


১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৪

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার লেখা। ভাল লাগলো ।

১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

নুর ইসলাম রফিক বলেছেন: uttor pawar asha nei tai montobbo korlam na.

১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: কেমন আছেন??

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২০

অপূর্ণ রায়হান বলেছেন: পোষ্টে দ্বিমত নেই।

মাহমুদ০০৭ +

১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: ভাই মাহমুদ০০৭ কেউ সহজ সরল সুন্দর প্রশ্ন করলে আমি তার জবাব দেই। সস্তা এবং ফালতু প্রশ্নের জবাব দেই না।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৭

মতিউর রহমান মিঠু বলেছেন: দারুন পোষ্ট।

১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.