নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটি শিশু, একজন শিক্ষক, একটি কলম এবং একটি বই—বদলে দিতে পারে পুরো পৃথিবী

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫২

পাঠকদের কাজ হল বই পড়া। বইয়ের মধ্য থেকে নিজের জন্য আনন্দ খুজে ফেরা। বাস্তবতা কিংবা স্বপ্নকে এক করার চেষ্টা করা কিংবা ঠাকুমার ঝুলি বা সত্যজিৎ এর ফেলুদা পড়তে পড়তে বুকের উপর বই রেখে ঘুমিয়ে গিয়ে নানান রকম স্বপ্ন দেখা। কখনো ফেলুদা হয়ে গোটা কয়েক মামলা ডিস মিস করা। আবার কখনো আলাদিন হয়ে যাদুর জীন কে দিয়ে নিজের তিনটা আশা পুর্ন করাও হয়ে যায় বই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়ে। সত্যিকার অর্থে বাস্তব জীবনে বইয়ের চাহিদা যেমন তেমনি পড়ার মন মানষিক ওয়ালা পাঠকের সংখ্যাও অনেক। কিন্তু এতো পাঠকের মাঝে সব বই ভালভাবে ভর করতে পারেনা। পারেনা সব পাঠকে মন জয় করতে। আর যে বই গুলো পাঠকের মন জয় করতে পারে সেই বই এবং বইয়ের লেখককে মনে থাকে সব সময়ই।

একটা বই ১,০০০ কপি বিক্রি হলে ধরে নেয়া যায় ৭,০০০ লোক সেটা পড়বে। যদি ওয়েবে রাখা যায়, তাহলে ওয়েব সংস্করণের পাঠক আরো হাজার দুয়েক বাড়বে বলে আমার ধারণা। বই পড়ে খুব সীমিত লোক, কেনে আরো সীমিত লোক। সৈয়দ মুজতবা আলী এক দল লোকের কথা বলেছিলেন যারা সাজানোর জন্য বই কিনে , তারা এখনো বিদ্যমান। পিডিএফ বই সাজানো যায় না।

আমাদের জীবনের আয়ু তো সীমিত। বইপত্র নিয়ে এলোমেলো পড়তে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়। বইটি পড়ার আগে ভাবতে হবে আমি এই বইটি কেন পড়ব, বইটি থেকে কী চাই। যা পড়া হয়, তা আত্মস্থ করা গুরুত্বপূর্ণ। বই পড়ার মূল উদ্দেশ্য থাকতে হবে আত্মিক উন্নয়ন। বই পড়া শেষে সারমর্ম টাইপের উপলব্ধি ও শিক্ষা লিখে ফেলা যেতে পারে যা হয়ত নিজের এবং অন্যদের কাজে লাগতে পারে। টেলিভিশন দেখে জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না।


একটি শিশু, একজন শিক্ষক, একটি কলম এবং একটি বই—বদলে দিতে পারে পুরো পৃথিবী।
কথাটি কে বলেছেন মনে করতে পারছি না। কিন্তু আমার খুব ভাল লেগেছে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: একটা রিভিউ দিলে বইটা সম্পর্কে একটা ধারণা পেতাম।
ধন্যবাদ

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

শায়মা বলেছেন: টেলিভিশন দেখে জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না।


ভাইয়া এখন ডিজিটাল গেমস তো আরও পাগল করে দিলো বেবিদেরকে। তারা বই তো পড়েই না আর!!!!!:(

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০২

সচেতনহ্যাপী বলেছেন: আমি কিন্তু কখনো ভাবি নি," আমি এই বইটি কেন পড়ব, বইটি থেকে কী চাই "।। পড়ার নেশায় শুধু পড়েই গেছি।। ফলাফল ৭ম শ্রেনীতেই মাইনাস ৭ এবং ৮ পাওয়ারের চশমা।। যা আজো অটুট এবং আমৃত্যু থাকবেও।।
বই পাগলরা বেছে বা কারন অনুসন্ধান করে বই পড়েন না।।
আপনার মত সিনিয়রদের লেখায় দ্বিমত পোষন করা ঠিক না।।তবু লেখলাম নিজের মতামত জানাতে।। আশা করি ভুল বুঝবেন না।।
আর টিভির ব্যাপারে একমত।।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: আমি আপনার মতামত শ্রদ্ধার সাথে গ্রহন করলাম।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩২

বৃতি বলেছেন: ভাল লাগলো।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

সুফিয়া বলেছেন: শিরোনামটা অসম্ভব ভালো লেগেছে। আমরাও চাই মানুষ বেশি বেশি বই কিনুক, পড়ুক। কিন্তু আমাদের মনে দৈন্যতা এত বেশী যে অপ্রয়োজনীয় বিলাসী সামগ্রি কিনে টাকা খরচ করতে আমরা যতটা উদার ঠিক ততটাই অনুদার একটা বই এর পেছনে টাকা খরচ করতে।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.