নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
যে তরুণ লেখক কোন মতবাদ অনুসরণ করে সে একটা আস্ত বোকা।’ কথাটি বলেছিলেন নোবেল বিজয়ী লেখক উইলিয়াম ফকনার প্যারিস রিভিউর একটি সাক্ষাৎকারে।
ফকনার ১৯৫৭-৫৮ সালের দিকে তরুণ লেখকদের মাঝে প্রচুর উপদেশ বিলি করেছেন।
১. অন্য লেখক থেকে যা নেওয়ার নিয়ে নাও। অন্য লেখক থেকে কাজের জিনিস চুরি করা ফকনারের মতে দোষের কিছু নয়।
২. স্টাইল নিয়ে দুশ্চিন্তা নয়। একজন খাঁটি লেখক তার লেখা নিয়েই চরম ব্যস্ত। স্টাইল নিয়ে মাথা ঘামানোর এত সময় কই!
৩. অভিজ্ঞতা থেকে লিখ আর অভিজ্ঞতার দরজা খোলা রেখো। তুমি যা-ই অনুধাবন করতে পারে তা-ই অভিজ্ঞতা। এটা বই থেকেও আসতে পারে। এটা এমন বই, এমন গল্প এবং এতই জীবন্ত যে, যা তোমাকে নাড়িয়ে দেয়। আমার মতে এটা তোমার অভিজ্ঞতাসমূহের একটি। এটা এমন নয় যে ঐ বইয়ের চরিত্রগুলো যা করে তা নিজে করে অভিজ্ঞতা নিতে হবে। চরিত্রগুলোর কাজ যদি বাস্তবসম্মত মনে হয় এবং মনে হয় মানুষ এমনটিই করে তাহলে এটা একটা অভিজ্ঞতা। তাই আমার অভিজ্ঞতার সংজ্ঞা হচ্ছে এই যে অভিজ্ঞতার বাহিরে লেখা অসম্ভব। কারণ যা তুমি পড়, শুন, অনুভব কর, কল্পনা কর— এ সবই অভিজ্ঞতার অংশ।
৪. তোমার চরিত্রগুলোকে ভাল করে জানো— তাহলে গল্পটা নিজেই নিজেকে লিখবে। যখন কোন একটা চরিত্র সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকবে, গল্পের ঘটনা পরিক্রমা প্রয়োজনের তাগিদেই স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হবে। তোমাকে অবশ্যই চরিত্রকে জানতে হবে। তাকে বিশ্বাস করতে হবে। তোমাকে অনুভব করতে হবে যে জীবন্ত। তারপর অবশ্যই তুমি তার কাজকর্ম নিয়ন্ত্রণ করবে, সাজাবে। তোমার ইচ্ছে মতো। এরপর তো গল্পটা দাঁড়ানো সময়ের ব্যাপার মাত্র। কাগজ নাও, লিখে ফেলো, ব্যাস।”
৫. আঞ্চলিক শব্দ এড়িয়ে চলো। লেখকরা যেন স্রোতে ভেসে না যান এবং নিজের হাতে যেন হাল ধরে রাখেন। তিনি বলেন— “আমি মনে করি যত অল্প সংখ্যক আঞ্চলিক শব্দ ব্যবহার করা যায় ততই মঙ্গল। আঞ্চলিক শব্দ পাঠককে বিভ্রান্ত করে। কারণ ওগুলো তার কাছে পরিচিত নাও হতে পারে। এজন্য কোন চরিত্রকে সম্পূর্ণভাবে আঞ্চলিক ভাষায় কথা বলতে দেয়া উচিত নয়। দুয়েকটা সহজ ও পরিচিত শব্দ ব্যবহার করা যেতেই পারে।”
৬. তোমার কল্পনা শক্তি ফুরিয়ে ফেল না। ১৯৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি লেখালেখির ক্লাসে ফকনার বলেন— “আমি বলব, গরম থাকতে থাকতেই ছেড়ে দাও। শেষটা লিখে ফেল না। ভাল থাকতে থাকতেই ছেড়ে দাও। এরপর নতুন করে ধরা সহজতর। যদি তোমাকে ফুরিয়ে ফেল, তোমার লেখা বন্ধ হয়ে যাবে। অনেক সমস্যায় পড়বে।”
৭. কোনো অজুহাত নয়। “আমার রাগ ওঠে যায় ওইসব অকর্মা ‘প্রতিভাধর লেখক-কবিদের’ প্রতি যারা চিৎকার করে বলে বেড়ায় তার এই নেই, সেই নেই ইত্যাদি ইত্যাদি। এদের অনেকে বলে— আমি যদি এই কাজ না করতাম, তাইলে লেখক হতাম। কেউ বলে— আমি যদি বিয়ে না করতাম, বাচ্চা-কাচ্চা না থাকত, তাইলে লেখক হতাম।
আমি মনে করি— তুমি যদি লিখতে চাও, তুমি লিখবে। আর কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না।”
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪
সোজা কথা বলেছেন: ভাল তথ্য। ধন্যবাদ।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩
নাহিদ রুদ্রনীল বলেছেন: গল্প-উপন্যাস লেখকদের কাজে আসবে। আমিও টুকটাক লেখার চেষ্টা করি..কথাগুলো মনে থাকলে হয়
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯
এনামুল রেজা বলেছেন: ৫. আঞ্চলিক শব্দ এড়িয়ে চলো। লেখকরা যেন স্রোতে ভেসে না যান এবং নিজের হাতে যেন হাল ধরে রাখেন। তিনি বলেন— “আমি মনে করি যত অল্প সংখ্যক আঞ্চলিক শব্দ ব্যবহার করা যায় ততই মঙ্গল। আঞ্চলিক শব্দ পাঠককে বিভ্রান্ত করে। কারণ ওগুলো তার কাছে পরিচিত নাও হতে পারে। এজন্য কোন চরিত্রকে সম্পূর্ণভাবে আঞ্চলিক ভাষায় কথা বলতে দেয়া উচিত নয়। দুয়েকটা সহজ ও পরিচিত শব্দ ব্যবহার করা যেতেই পারে।” [/sb
প্রতিটা কথাই অত্যন্ত দরকারি মনে হলো। উপরের পয়েন্টটা সবচেয়ে বেশি।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৪
এম. রহমান বলেছেন: মহামূল্যবান কিছু তো দেখছি না।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫১
ওয়ালী আশরাফ বলেছেন: অনেক কিছু জানলাম
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০৩
আহসানের ব্লগ বলেছেন: নিয়ে নিলাম +
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৯
বিদ্রোহী বাঙালি বলেছেন: টিপস ৭টি নবীন লেখকদের যথেষ্ট সাহায্য করবে।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৫
প্রেতরাজ বলেছেন: আসলেই তো।
ফকনার যা বলেছেন একদিম ঠিক।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ টিপস।+++
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৪
সুমন কর বলেছেন: চমৎকার সব উপদেশ নিয়ে গেলাম। বেশ বলেছেন।
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৭
মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ভালই !
১৩| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৬
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর পোস্ট| ফকনারের প্রতিটি কথাই ছরির মত মনে হল
১৪| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:০২
শতদ্রু একটি নদী... বলেছেন: কে এই মহাপুরুষ? কথাগুলা ভাল্লাগছে।
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৭
প্রামানিক বলেছেন: চমৎকার
১৬| ০৭ ই মে, ২০১৫ রাত ৮:৫৭
তামান্না তাবাসসুম বলেছেন: উপকারী পোস্টের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১
মিতক্ষরা বলেছেন: ফকনারের লেখা একদম দুর্বোধ্য। খেই হারিয়ে ফেলি।