নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতে গেলে আমি আমার তিন দিনের বেতন দান করে দিব, কথা দিলাম

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:০২

১। আমি যে এলাকায় থাকি সেখানে উত্তর-দক্ষিন, পূর্ব-পশ্চিম চারদিকে চারটা মসজিদ। এক মসজিদ থেকে আরেক মসজিদে হেঁটে যেতে সময় লাগে ৩/৪ মিনিট। আশে পাশে আরও কম করে হলেও ৩৫টা মসজিদ আছে। প্রতিটা মসজিদ ৩/৪ তালা, বিশাল অবস্থা। শুক্রবার আর ঈদের দিন ছাড়া মসজিদের নিচ তালাই ভরে না। আমার কাছে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আশে পাশের দশটা মহল্লাতেও একটাও লাইব্রেরী নেই। কিছুদিন আগে পত্রিকাতে দেখলাম, ৫০০ মসজিদ নতুন করে নির্মাণ করা হবে। কই, কেউ তো বলল না- প্রতিটা এলাকায় একটা করে লাইব্রেরী প্রতিষ্ঠা করা হবে।

২। খুব চিন্তায় আছি। ইন্ডিয়ার সাথে জিততে হবে। হবেই। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতে গেলে আমি আমার তিন দিনের বেতন দান করে দিব, কথা দিলাম।
জয় বাংলা।

৩। ক্যালেন্ডারের পাতা উল্টানো খুবই শখের একটা কাজ ছিল ছোটবেলায়। এ কাজে এত সিরিয়াস ছিলাম যে মাঝে মাঝে মাস শেষের দুই এক দিন আগেই কাজটি সেরে ফেলতাম। এখনও একাজটি অনেক আনন্দ নিয়ে করি। কোথাও যদি দেখি- মাস শেষ কিন্তু ক্যালেন্ডারের পাতা উলটানো হয়নি, তখন খুব রাগ হয়। দায়িত্ব মনে করে নিজেই পাতা উল্টিয়ে দেই।

৪। কতটুকু পেলে জীবনটাকে নরম্যালি হাসিখুশি ভাবেই যাপন করা যায়?
আমার হিসেবে বেশি কিছু না। মাথা গোঁজার একটা ঠাই, ঘুমানোর সময় মাথা রাখার জন্যে একটা বই, তিন বেলা খাবার, দুই সেট পোশাক, সাবান, একটা প্লেট, একটা গ্লাস, একটা স্টোভ, একটা শীতকালীন চাদর। ব্যাস! জীবনে এইটুকু থাকলেই লাইফ নিয়ে চুড়ান্ত সুখী না হয়ে উল্টো দুঃখ করাটা একটা ভয়াবহ হাস্যকর ব্যাপার হয়ে যায়।

৫। অনুবাদ বই পড়লেই সারাক্ষণ ঠকে যাচ্ছি বলে অনুভূতি হয়।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:১০

কলাবাগান১ বলেছেন: অনুবাদ বই পড়লেই সারাক্ষণ ঠকে যাচ্ছি বলে অনুভূতি হয়।

২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


দান করবেন কোথায়?

৩| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:০১

পরিবেশ বন্ধু বলেছেন: বাংলাদেশ জিতবেনা হেইডা কে কইল ;)

৪| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ৫/ আমারও।

৫| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:২১

সুমন কর বলেছেন: ৫নং কেন? অার কোথায় দান করবেন?

৬| ১৯ শে মার্চ, ২০১৫ ভোর ৫:০৯

অন্যসময় ঢাবি বলেছেন: জীবনে এইটুকু থাকলেই লাইফ নিয়ে চুড়ান্ত সুখী না হয়ে উল্টো দুঃখ করাটা একটা ভয়াবহ হাস্যকর ব্যাপার হয়ে যায়। >>
ইন্টারনেট, স্মার্টফোন, ব্লগ ইত্যাদির অভাব না থাকলে আপনি এ লেখাটা প্রকাশই করতে পারতেন না।
অভাববোধ জীবনকে অসুখী করে না; যারা অসুখী তারা আসলে জানেই না যে জীবনটাকে কিভাবে উপভোগ করতে হয়।

৭| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৪

আলাপচারী বলেছেন: এক রকম অনুভূতি হোল কি করে ??
নিশ্চয় আমার পাশে বসে টুকলিফাই করেছেন !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.