নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার তোলা কিছু ছবি দেখবেন?

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৪

১। সুরভি আমাদের ঘরটাকে একটা ছোট-খাটো নার্সারি বানিয়ে ফেলেছে।


২। এক বিয়ের অনুষ্ঠানে এই বেবিটার ছবি তুলেছিলাম।


৩। মধ্যম আয়ের দেশ। রাত ন'টার পর কাওরান বাজার এর প্রতিদিনের চিত্র।


৪। একদিন ঝড়-তুফানের রাতে, চড়ুইটি আহত হয়ে আমার কাছে এসেছিল।


৫। সকালে অফিসে যাচ্ছিলাম তখন দেখি একটা শ্রমিক পিক-আপ থেকে অনেক গুলো জিন্সের প্যান্ট মাথায় করে নিয়ে যাচ্ছে।


৬। কথা সাহিত্যিক হাসান আজিজুল হক।


৭। এক কর্মহীন পিতা বাচ্চার খেলা দেখছেন।


৮। অফিস থেকে এসান্টমেন্ট দিয়েছিল- কৃষ্ণচুড়া গাছের ছবি তুলে নিয়ে আসো।


৯। থ্রি ইডিয়েটস ভাববেন না।


১০। পদ্মা নদী।

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫০

আমি মিন্টু বলেছেন: ভালো লাগল :)

২| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: এমন নার্সারি আমিও চাই তবে পিচ্চিটার মত বিরক্ত হয়ে নয়,হাসিমুখেই।। কলকাতার ফুটপাথের মত একাকার হওয়া উদ্বাস্তু হয়ে ছোট্ট চড়ুইটাও যেখানে ঠাই পায় না,সেই মধ্যম আয়ের দেশও আমার কাম্য নয়।। ৫,৬,৭তে গর্বিত প্রতিচ্ছবি দেখে ৮,৯,১০এ এসে উন্মনা।।

৩| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৩

ফয়সাল হোসেন শুভ বলেছেন: ারুণ।।

৪| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১:২০

দিপ্২৪ বলেছেন: ++++++

৫| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৬

স্বপ্নবাজ শয়ন বলেছেন:
ভালো লাগলো ভাই.....আরো দিয়েন,,,দেখবো....
ছবি তুলতে আামারো ভালো লাগে....। আমিও গত কয়েক দিন ছবি পোষ্ট দিয়েছি,,,সময় পাইলে দেখার আমন্ত্রন রইলো...ভালো থাকবেন,,,ধন্যবাদ ।

৬| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার!! ভালো লেগেছে।

৭| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১৩

সুমন কর বলেছেন: প্রতিটি ছবি সুন্দর। ১নং বেশী।

৮| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।

৯| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৮

হামিদ আহসান বলেছেন: সুন্দর ..।

১০| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫১

হাসান রাজু বলেছেন: বেবিটার এক্সপ্রেশন দারুন হয়েছে । সুন্দর সব ছবি ।

১১| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: B-) B-))

১২| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১২

বাড্ডা ঢাকা বলেছেন: দারুন হয়েছে

১৩| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৪

বোকামানুষ বলেছেন: ইহা রাজু হয় বলেছেন: বেবিটার এক্সপ্রেশন দারুন হয়েছে । সুন্দর সব ছবি ।

১৪| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯

সুফিয়া বলেছেন: পিচ্চি বাবুর ছবি সবচেয়ে ভাল লেগেছে। থন্যবাদ শেয়ার করার জন্য।

১৫| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: চমতকার শেয়ার

১৬| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৪

খেয়ালি দুপুর বলেছেন: ভাল লাগলো ভিষণ। অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করবার জন্য।

১৭| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫২

অগ্নি সারথি বলেছেন: কর্মহীন পিতার তার বাচ্চার খেলা দেখাটা, দেখে খুব কষ্ট হল।

১৮| ১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ৩,৪,৭ সুপার+

১৯| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৯

সতন্ত্র সাইলেন্সার বলেছেন: number 2 i awesome :)

২০| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩১

বেগুনী ক্রেয়ন বলেছেন: "একটা শ্রমিক" নয় "একজন শ্রমিক"

২১| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৮

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ছবি ও বর্ণনার চমৎকার সমন্বয় ।

২২| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৬

অর্বাচীন পথিক বলেছেন: চমৎকার সব ছবি :)

২৩| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০৫

ডি মুন বলেছেন: বাহ, ছবিগুলো খুব সুন্দর হয়েছে।

জিন্সের প্যান্টের বোঝার মধ্যে মানুষটার ছবিটা মনে থাকবে। অন্যরকম।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.