নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি অভিশপ্ত

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৭



কিছু উন্মাদ আজ মূর্তি ভাঙ্গার উল্লাসে মত্ত
প্রতিবাদ করার সাহস কারো নেই-
যেন নতুন বর্গীর আমল এসেছে দেশে।
কারো কারো বুকের মধ্যে হাহাকার করে ওঠে-
কেউ পায় মজা।
ভাঙুক, সব কিছু ভাঙুক, পুড়ে যাক-
সব কিছু পুড়ে ছাই হয়ে যাক,
এর জন্য দায়ী তুমি- মাও সে তুং।
অসংখ্য নিউজ আর বিস্তর অশ্রু বর্ষণ হলেও-
একটাও ভাঙ্গা মূর্তি জোড়া লাগাতে এগিয়ে আসে না কেউ
পুলিশ তো ধনী শ্রেণির পাহারাদার-
কাজেই সব ভেঙ্গে ফেল, পুড়িয়ে দাও সব বাড়ি ঘর।
খুন, হামলা, মূর্তি ভাঙ্গা চলবে মাসের পর মাস-
এইসব যারা করে- তাদের বিবেক করে না দংশন।
নির্বোধেরা ভাবে মূর্তি ভাঙ্গা তাদের মহৎ ও পবিত্র দায়িত্ব
চারপাশে শুধু বুদ্ধিজীবিদের গাল ভরা কথার ফুলঝুড়ি!
যতই ভাঙুক আর পুড়ুক- নতুন করে গড়া হবে। হবেই।

(আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই।
মনের গোপন দুঃখ-ব্যথ্যা গুলো কবিতার মতো করে লিখতে চেষ্টা করি।)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৮

সাদা মনের মানুষ বলেছেন: এই লোকগুলো ধর্মের নামে দেশকে পিছিয়ে নিতে চায়, জাতির মাঝে বিভেদের কালো রেখা অংকন করতে চায়, ওদের রুখতে হবে, এখনি।

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: সরকার না চাইলে এদের থামানো যাবে না।

২| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আমি যতটুক জানি ক্কাবা শরিফের উপর অভিশপ্ত শিব-এর মূর্তির ছবি কে বা কারা স্থাপন করার পর এ ঘটনার সূত্র পাত।
প্রতিবাদ করতে হলে উভয় পক্ষের কুকীর্তির প্রতিবাদ করতে হবে।

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: কুকুর আমাকে কামড় দিলে আমি তো কুকুরকে কামড় দিতে পারি না।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: সংবাদে দেখলাম অাওয়ামিলীগের ৩নেতা মূর্তি ভাঙ্গার দায়ে বহিষ্কার হয়েছে। এ থেকে কি বোঝা গেলো...

মাওশেতুং কি বলবেন এখন ...

৪| ০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

মেহেদী রবিন বলেছেন: আসলেই দুঃখজনক। এতযুগ পরে এসেও এমন হীনমন্যতা, এই জাতির উন্নতি হবে না কখনো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.