নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা অথবা কালো মিথ্যা

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭



১। খুব রাগান্বিত অবস্থায় এবং খুব আনন্দময় অবস্থায়- এই দুটো সময়ে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা ৯০ ভাগ।

২। মহাত্মা গান্ধী বলেছিলেন, দুর্বল কখনো ক্ষমা করতে পারে না। আজ তাই তোমরা শক্ত হও। শৈশবের ক্ষতের যা প্রভাব আজকের জীবনে পড়ছে, তা কাটিয়ে ওঠো। আজ থেকে শোনা যাক এক নতুন সংগীত। সে সংগীত শিশুদের হাসির। চলো সবাই মিলে সারিয়ে তুলি এই পৃথিবীর যত ক্ষত, বেদনা। সবাই সুখী হও।"

৩। গাছপালা আমার অনেক ভালো লাগে । জগদীশ বোস গাছপালার মধ্যে প্রাণ আবিস্কার করেছিলেন । সারা দুনিয়ার বোকা লোকেরা এক বাঙ্গালীর কাছে শিখেছিল এই মহান সত্য, তবু নোবেল প্রাইজ দেয়নি । আমার হাতে ক্ষমতা থাকলে জগদীশ বাবুকে চারবার নোবেল প্রাইজ দিতাম । গাছপালার প্রাণ যে কত বড় আবিস্কার তা কেন যে তেমন স্বীকার করল না বিদেশীরা !

৪। মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের প্রধানতম একটি দিক হচ্ছে অদৃশ্যের উপর বিশ্বাস।
কোরআন শরীফের অগণিত স্থানে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপনকারীদের প্রশংসা করা হয়েছে

৫। চন্ডীদাস লিখেছিলেন, “হাসিতে হাসিতে পিরীতি করিয়া কাঁদিতে জনম গেল-”। এই কথাটা কি আজকালের ছেলেমেয়েরা জানে?নাকি তারা ভাবে “হাসিতে হাসিতে”ই পুরো জনম কাটবে?

৬। একটা পত্রিকা পড়লে যাকে দেবতা মনে হয়, অন্য পত্রিকা দেখে তাকেই দানব ভাবা হয়। এটা হলো জনমতকে নিয়ন্ত্রণ করার জন্য মিডিয়ার একটা কৌশল।

৭। দুঃখ নিরোধের উপায় হল মন থেকে কামনা-বাসনা বিদূরিত করা। একমাত্র কামনামুক্ত হৃদয়েই নির্বাণের প্রদ্বীপ জ্বলে এবং এ প্রকার দুঃখের অবসান ঘটে।

৮। সবচেয়ে প্রভাবশালী জার্মানের নাম কি ?

৯। এমন কি কোনো গান আছে- যে গানে নদী আর নদীর ঢেউয়ের কথা আছে, আকাশ ভরা কালো মেঘের কথা আছে, মানব-মানবীর ভালোবাসার কথা আছে, বিরহের কথা আছে । যে গান শুনে বুকের ভেতর হাহাকার করে উঠবে ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: টুকরো টুকরো পয়েন্টে শিক্ষামূলক ম্যাসেজ দেয়া --- ভাল লাগলো ভাই

০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

ফেক রুধির বলেছেন: অনেক ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.