নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আরাকান ছিল তোমাদের স্বাধীন রাজ্য
বাংলার সাথে তোমাদের ছিল সুন্দর সম্পর্ক
সেসব আজ বহু পুরোনো কথা।
তোমরা হচ্ছো- পৃথিবীর ভাগ্যাহত এবং দুর্ভাগা জনগোষ্ঠী
একদিন নাফনদী দেবে সাক্ষী তোমাদের হয়ে-
নদী করতে শিখেনি ক্ষমা
হে মৃত্যু পথযাত্রি রোহিঙ্গারা- ঈশ্বরকে ক্ষমা করে দাও।
এতো বড় অন্যায় পৃথিবীর এক পাশে হয়ে যাচ্ছে-
কিন্তু আমি কিছুই করতে পারছি না।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এতো বড় অন্যায় পৃথিবীর এক পাশে হয়ে যাচ্ছে-
কিন্তু আমি কিছুই করতে পারছি না। আফসোস !!!
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫১
প্রামানিক বলেছেন: নদী করতে শিখেনি ক্ষমা
হে মৃত্যু পথযাত্রি রোহিঙ্গারা- ঈশ্বরকে ক্ষমা করে দাও।
হে ঈশ্বর --- - -- -
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হে মৃত্যু পথযাত্রি রোহিঙ্গারা- ঈশ্বরকে ক্ষমা করে দাও।
এতো বড় অন্যায় পৃথিবীর এক পাশে হয়ে যাচ্ছে-
কিন্তু আমি কিছুই করতে পারছি না।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাদের সকলকে।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সত্যি নিজেকে বড় অপরাধী মনে হয়।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬
প্রত্যুশ্যা বলেছেন: তোমরা হচ্ছো- পৃথিবীর ভাগ্যাহত এবং দুর্ভাগা জনগোষ্ঠী
একদিন নাফনদী দেবে সাক্ষী তোমাদের হয়ে-
নদী করতে শিখেনি ক্ষমা
হে মৃত্যু পথযাত্রি রোহিঙ্গারা- ঈশ্বরকে ক্ষমা করে দাও..........