নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এক আকাশ আক্ষেপে ভরা মধ্যবিত্তদের জীবন-
সারা মাস, সারা বছর এমনকি আমৃত্যু হতাশাময় জীবন
বেতনটা যদি আর একটু বাড়তো অথবা যদি আমার একটা গাড়ি থাকতো
টুকরো টুকরো অসংখ্য হাহাকার নিয়েই- মৃত্যু হয় তাদের।
মধ্যবিত্তদের পকেট থাকে ফাঁকা, কারণে-অকারণে
তাদের ঘরে বাইরে অফিসে শুনতে হয় নানান কথা
প্রতিনিয়ত বাস্তবতার সাথে তাদের হয় সংঘর্ষ
মধ্যরাত্রে মধ্যবিত্তরা ভাবে পৃথিবীর সকল কষ্ট শুধু তাদের
চারপাশে শক্ত অদৃশ্য দেয়াল, এই দেয়াল যায় না ভাঙ্গা
কোনো খেলাতেই তারা জয়ী হতে পারে না
মধ্যবিত্ত মানেই শুধু পরাজয়- দিনের পর দিন।
পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যুক-
মধ্যবিত্ত মা-বাবা
মধ্যবিত্ত স্ত্রী
মধ্যবিত্ত সন্তান
মধ্যবিত্ত আত্মীয় স্বজন এবং বন্ধু।
দিনের শেষে মধ্যবিত্তের সব রাগ গিয়ে পড়ে ঈশ্বরের উপর
অনন্ত নক্ষত্রবীথিতে রাগ করার তাদের আর যে কেউ নেই
তারপরও মধ্যবিত্তরা বেঁচে থাকে, এই সমাজে তাদের সংখ্যাই বেশি
তারা এক আকাশ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে-
একদিন যদি তাদের স্বপ্ন গুলো সত্যি হয়।
বোকা মধ্যবিত্তরা জানে না,
অভিশপ্ত জীবনের কোনো কিছুই কখনও সত্যি হয় না।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
আখেনাটেন বলেছেন: অাপনার পোষ্টের সাথে তো ছবিটি যায় না। ছবিটি হওয়া উচিত ছিল 'বেদনাবিধুর হৃদয়ের ক্লিষ্ট ও পাংশু মুখের ছবি' যে কিনা মধ্যবিত্তের (আসলে হবে নিম্ন-মধ্যবিত্ত) এই হাহাকারজনিত সমস্যায় গভীরভাবে নিমজ্জিত। অার আপনি কিনা দিয়েছেন 'সুখী হৃদয়ের নাদুপুদু ছবি'। এতে পাঠকেরা কিন্তু...।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: আপনি ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০১
আহলান বলেছেন: বেচারা মধ্যবিত্ত ... সমাজের মধ্যমনি হয়েও শূন্যতায় হাবু ডুুবু খায় ....... !!