নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
তোমার যা মন চায়, তাই'ই করো- বলার জন্য একজন মানুষ দরকার।
খাইছো, জিজ্ঞেস করার জন্য- একজন মানুষ দরকার।
জ্বর এসেছে কিনা, দেখার জন্য কপালে হাত রাখার একজন মানুষ দরকার।
চাকরি চলে যাওয়ার পর, পাশে থাকার জন্য একজন মানুষ দরকার।
রাগ দেখানোর জন্য একজন মানুষ দরকার।
রাস্তার পাশের দোকান থেকে চা খাওয়ার জন্য, একজন মানুষ দরকার।
মধ্যদুপুরে হেঁটে বাসায় ফেরার পর, লেবুর সরবত করে দেয়ার জন্য- একজন মানুষ দরকার।
খুব ক্ষুধা পেলে, ঝটপট খাবার তৈরি করে দেয়ার জন্য একজন মানুষ দরকার।
পার্কে আমার পাশে বসে, বাদাম খাওয়ার জন্য একজন মানুষ দরকার।
গুলশান থেকে হেঁটে হাতিরঝিল যাওয়ার জন্য, একজন মানুষ দরকার।
মধ্যরাত্রে হঠাত ঘুম ভেঙ্গে গেলে- মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়ার জন্য একজন মানুষ দরকার।
ঝুম বৃষ্টিতে হাত ধরাধরি করে ভেজার জন্য- একজন মানুষ দরকার।
আমার জ্ঞানগর্ভ কথা মন দিয়ে শোনার জন্য- একজন মানুষ দরকার।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩২
ক্লে ডল বলেছেন: পরিবারের ছবি এভাবে ব্লগে প্রতিনিয়ত পোষ্ট?
আমার মনে হয় ছবি পোষ্টের ক্ষেত্রে আমাদের আরো একটু বিবেচনার জায়গা রয়েছে।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪
রাজীব নুর বলেছেন: আসলে সমস্যাটি কোথায় আমি ঠিক বুঝি না। একটু বুঝিয়ে বলেন তো।
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৭
ধ্রুবক আলো বলেছেন: ভাইজান কি নিঃসঙ্গতায় ভুগছেন?!
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৩
কলাবাগান১ বলেছেন: "আমার জ্ঞানগর্ভ কথা"
এই পোস্ট হল জ্ঞানমূর্খতার চরম উদাহরন
২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: ব্যাখ্যা করুন।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: পেয়েই তো গেছেন, আরও চান নাকি? তাহলে অন্যদের কী হবে?
২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬
রাজীব নুর বলেছেন: অর্থনীতির সুত্র বলে, মানুষের চাহিদার তো শেষ নেই।
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২১
প্রশ্নবোধক (?) বলেছেন: পোষ্টটা পড়ে এবং মন্তব্য করে শুধু নিজের ব্যান্ডউইথ নষ্ট করলাম।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: ক্ষমাপ্রার্থী ভাই। তবে আমি কিন্তু আপনাকে জোর করিনি।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় নষ্ট...
২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: কত সময়ই তো আমরা নানান ফালতু কাজে অপচয় করি। আমার জন্য না হয় একটু করলেন।
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৮
জগতারন বলেছেন:
কলাবাগান১ বলেছেন: "আমার জ্ঞানগর্ভ কথা"
এই পোস্ট হল জ্ঞানমূর্খতার চরম উদাহরন।
উতকৃষ্ট মন্তব্য!!
২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: আরে রাগ করার কি হলো? কবিতা তো ভাই আবেগ এর জিনিশ। মাঝে মাঝে মাথায় সতা আবেগ ভর করে- তখন হাবিজাবি লিখি। ক্ষমা সুন্দর চোখে দেখুন। তাছাড়া আমার জ্ঞানগর্ভ কথা তো আমি সারা দুনিয়ার মানুষকে শুনাতে চাই নাই। বিশেষ একজনকে শোনাতে চেয়েছি। সে রাগ করবে, তার মেজাজ গরম হবে না। এক আকাশ ভালোবাসা নিয়ে- শুনবে।
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্লগের পাতা যখন আপনার এখানে আপনার যা ইচ্ছা তাই লিখতে পারেন।তবে আপনার যার দরকার সে পাশ্বে থাকুক সেই কামনাই।
২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২২
অবনি মণি বলেছেন: জ্বর এসেছে কিনা, দেখার জন্য কপালে হাত রাখার একজন মানুষ দরকার।