নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ভাই ছাত্রলীগ আজ আপনারা সারা ঢাকা শহরে জ্যাম লাগিয়ে দিয়েছেন।
এটা মোটেও ভালো কাজ হয়নি। আমি নিজে শুনেছি- রিকশাওয়ালা থেকে শুরু করে সর্বস্তরের মানূষ আপনাদের গালমন্দ করছে ।
আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গঠনমূলক কাজ করতে পারতেন। আপনারা সারা ঢাকা শহরে ৫ লাখ গাছের চারা লাগাতে পারতেন। পথ শিশুদের জন্য একবেলা ভালো খাবারের ব্যবস্থা করেতে পারতেন। কিছু লোকের কর্মসংস্থান করতে পারতেন।
প্রিয় ছাত্রলীগ আপনাদের একটা পরামর্শ দেই- ভবিষ্যতে আপনারা যত অনুষ্ঠান করবেন- রাত ১২টা থেকে ভোর ৫ টা পর্যন্ত করবেন। দয়া করে সাধারণ মানূষদের আর কষ্ট দিবেন না।
নিজের একটা ঘটনা বলি- রাস্তায় খুব জ্যাম ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি। কিন্তু হোন্ডার লম্বা সারি। বিকট হর্ন দিচ্ছে। একজন তো আমার পায়ে লাগিয়ে দিল। আর বলল- হর্ন বাজাচ্ছি শুনিস না? আমি পায়ে খুব ব্যাথা পেলাম। হোন্ডা ওয়ালা চোখ মুখ খিচিয়ে বলল- আমি ছাত্রলীগ।
আরেকটা ঘটনা বলি- এটা নিজের চোখে দেখা- ১৫/২০ জন রং সাইড দিয়ে হোন্ডা চালিয়ে আসছে। বিকট শব্দ। পেছনে তাদের কারণে লম্বা জ্যাম লেগে গেছে। কর্তব্যরত পুলিশ তাদের সালাম দিচ্ছে। এবং তাদের চলাচলের যেন সমস্যা না হয়- তার জন্য জান জীবন দিয়ে দিচ্ছে। কিন্তু এম্বুলেন্স এ রোগী। সেদিকে কোনো লক্ষ্য নেই।
৩২ নম্বর এবং বাংলামটর এর সামনে ট্রাকের উপর বসে থাকা লীগের ছেলেদের যে ব্যবহার দেখলাম রাস্তার মেয়েদের প্রতি... আবার বিকট শব্দে কেউ কেউ হিন্দি গান বাজাচ্ছে।
গত ৭/৮ বছরে তাদের কর্মকান্ড দেখে আমি সত্যই তাজ্জব!!
তবুও, ৭০ বছরে পা দেওয়া বাংলাদেশ ছাত্রলীগকে অভিনন্দন ও শুভেচ্ছা।
শুধু বিলবোর্ড, সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ব্যানারে নয়, বাস্তবে যেন ভালো কিছু করে প্রমাণিত করতে পারে দেশের বৃহৎতম এই সংঘঠনটি।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৮
কালীদাস বলেছেন: *দির পোলাপাইন এরচেয়ে ভাল আর কি করবে? গত ছাব্বিশ বছরে এরচেয়ে ভাল আর কি করছে মাদারচোদগুলা?
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৭
রাজীব নুর বলেছেন: শান্ত হোন দাদা। তারা তো আমাদের'ই ভাআই বন্ধু। তাদের যারা পরিচালনা করছে- আসল দোষ তাদের'ই।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অপেক্ষায় আছি কোনদিন এই জঘন্য 'ছাত্র রাজনীতির' মৃত্যু দিবস পালন করা হবে আমাদের দেশে। যারা ইনিয়ে বিনিয়ে বর্তমান ছাত্ররাজনীতি টিকিয়ে রাখতে চায় তাদের দেশপ্রেম নিয়ে আমার সন্দেহ আছে...
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: ইচ্ছা করলে এই ছাত্রলীগ মহান সব কাজ করতে পারে।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০
মোজাহিদুর রহমান ব বলেছেন: ছাত্রলীগ বলেন আর ছাত্রদল বলেন ১০০% বিয়াদব না হলে ছাত্ররাজনীতি করতে কেউ করবে না।
আাপনি খেয়াল করে দেখেন বেশির ভাগই মায়ে তাড়ান বাপে খেদানো ছেলেপেলে
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: আহ !!! এত কঠিন করে বলবেন না। তারা তো আমাদেরই ভাই বন্ধু।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৬
কালীদাস বলেছেন: এইগুলারে কেউ চালায় নাকি আবার? শেখ হাসিনা পর্যন্ত একবার ছাত্রলীগের প্রাইমারি মেম্বারশিপ ক্যান্সেল করতে নিছিলেন যেন এগুলার কলংকের ভাগিদার না হইতে হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিসিরে টপ প্রায়োরিটি রাখতে হয় যেন এগুলা ঠান্ডা থাকে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
খায়রুল আহসান বলেছেন: বক্তব্য প্রকাশে পরিমিতিবোধের পরিচয় দিতে পারার জন্য আপনাকেও অভিনন্দন! ঢাকার রাস্তায় আজ যারা বের হয়েছিলেন, তারা খুবই বাজে অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছেন।