নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

লেখে তো প্রায় সবাইই, তবুও লেখক মাত্র কয়েক জনই

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৫

১।

বিয়ে হচ্ছে আমাদের পাশের বাসায়। তাদের বাড়ির সাথে তারা আমাদের বাড়িটাও লাইটিং করে দিয়েছে। সুরভি যাচ্ছে সেই বিয়ে বাড়ির গায়ে হলুদে। সেই সুবাদে আমরা একটা সেলফি তুলে নিলাম।


২। আমার বন্ধু রফিক আমাকে এসে বলল- দোস্ত নেশা করতে চাই। কোন নেশা করি- বলতো?
আমি তাকে জীবনানন্দ দাশ এর কবিতার বই ধরিয়ে দিলাম।
কেউ নেশা করতে চাইলে জীবনানন্দ দাশের একটা কবিতার বই ধরিয়ে দেয়া উচিত, নেশা হবেই।
এখন, কোথাও রফিক এর সাথে দেখা হলেই বলে- জীবনানন্দ দাশকে গুলি করে মেরে ফেলা উচিত। ব্যাটা বেঁচে থাকলে আমি তাকে গুলি করে মারতাম।

৩। মহাভারত- পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এ মহাকাব্য না পড়া মানে সাহিত্যের মহাসাগর থেকে নিজেকে বঞ্চিত করা।
ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, দর্শন, সমরনীতি, ইতিহাস, লোকাচার কি নেই এই মহৎ গ্রন্থটিতে! এটা কোন নির্দিষ্ট ধর্মের বই নয়, মহাভারত মানবজাতির সম্পদ, আমাদের সম্পদ।

৪। স্বাধীনতার ৪৬ বছর পরও যোগাযোগ ব্যবস্থার খুব একটা উন্নতি হয়নি।

৫। এ মাসের শেষে কক্সবাজার যাবো। অনেকদিন ধরে ঢাকার বাইরে যাই না। আমি ক্লান্ত, আমি বিধস্ত।

অনেকে আমার ব্লগ পড়ে বিরক্ত হোন। যারা খুব সাহসী তারা নোংরা কমেন্ট করেন। দোষ মনে হয় আমার'ই। ভালো ব্লগ লিখতে পারি না। আসলে ভালো কিছু লিখতে হলে প্রচুর পড়তে হয়। কিন্তু আমি তো পড়ার সময় পাই না। সারাদিন অফিস এ থাকি। ইচ্ছে তো করে দারুন সব বিষয় নিয়ে লিখি। এখন থেকে মানে এই নতুন বছর থেকে প্রচুর পড়ব- এবং ভালো ভালো বিষয় নিয়ে লিখব। আমার জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন।


মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি যা ইচ্ছে লিখুন, আমি পড়ব কিন্তু বিরুক্ত হব না।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। আসেন ভাই আপনাকে বুকে জড়িয়ে ধরি।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আপনার স্টাইলে লেখেন, সেটা মন্দ নয়।
শুভ কামনা জানবেন।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



আমার মতে আপনি বড় ধরণের ব্লগার; অন্যদের মতামত সব সময়ই থাকবে, সেটাকেও বুঝার দরকার

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: সাহস করে আপনাকে সত্য কথা বলি- আমি চাই বাংলাদেশের শ্রেষ্ঠ ব্লগার হতে।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: জয় বাংলা।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮

শিখণ্ডী বলেছেন: বুঝছি বউরে খুব ভালবাসেন। তয় লেখেন তো ভাল। যারা বউয়ের কাছে চিপা খায় তারা নানান কথা কইবই। আপনে বেশি বেশি ভাবিরে ভালবাসেন আর বেশি কইরা লেখতে থাহেন। দেহি ওরা কী করে। :`>

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যে বুকটা অনেক বড় হয়ে গেল। অনেক সাহস আর ভরসা পেলাম। ধন্যবাদ।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুধুই আপনার জন্য।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: হালকা ভেজে,বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করলে-খেতে অস্থির হবে।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:১৮

সিগনেচার নসিব বলেছেন: আপনার পোস্টের ফ্লেবার বরাবরই অালাদা

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন যেন অব্যহত রাখতে পারি।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০০

সায়েদা সোহেলী বলেছেন: ]লেখক বলেছেন: সাহস করে আপনাকে সত্য কথা বলি- আমি চাই বাংলাদেশের শ্রেষ্ঠ ব্লগার হতে

হা হা হা !!! বেশ ভালো পন্থা নিয়েছেন , অগ্রিম শুভেচ্ছা । :)


আপনাদের ছবি গুলো সুন্দর , তবে মামনির গুলো বেশি সুন্দর

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালইতো । আপনার প্রতি সম্প্রীতি রেখে গেলাম।এই ব্লগে যাদের রেজিট্রেশন অাছে সবাই ব্লগার । তবে শ্রেষ্ঠত্বের জন্য লড়লে কয়জন বলুন। লেগে থাকুন জয় আপনার পক্ষেই যাবে।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: ভরসা পেলাম। ধন্যবাদ।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮

আহলান বলেছেন: যে ময়না পাখিটাও কথা বলতে পারে না দোকানি বল্লো তার দামটাই বেশী ... কারণ এটাই রহস্য .... আপ্নের লেখার দাম ময়নাটার মতোই দামী ... সুপার লেখা...

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- মহান কিছু লেখার ক্ষমতা আমার নেই। এইটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.