নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জ্ঞান সঞ্চয় করে, নিজেকে সমৃদ্ধ করুন (পর্ব- ২)

২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৯



এই পর্বে আমি খ্রিষ্টপূর্ব অর্থাৎ যিশু খ্রিষ্টের জন্মের আগে বিশেষ বিশেষ ঘটনা উল্লেখ করছিঃ

ইংরেজিতে খ্রিস্টপূর্ব সাল লিখতে হলে “খ্রিস্টপূর্ব” কথাটার ইংরেজি লিখতে হবে। যেমনঃ সক্রেটিস এর জীবনকালঃ (খ্রিস্টপূর্ব ৪৭০ – খ্রিস্টপূর্ব ৩৯৯)। ইংরেজিতে লিখতে হবে- 470 BC – 399 BC। (BC= Before Crist= খ্রিস্টপূর্ব)।


৫৫-খ্রিষ্টপূর্ব
জুলিয়াস সিজার বৃটেন আক্রমন করেন।

৫৯-খ্রিষ্টপূর্ব
জুলিয়াস সিজারের রোমে প্রথম সংবাদ পত্র প্রকাশিত হয়। (তা ছিল হাতে লেখা সংবাদ পত্র)

৬৪-খ্রিষ্টপূর্ব
রোম নগরী আগুণে পুড়ে ভষ্মীভূত হয়ে যায়।

১৫০-খ্রিষ্টপূর্ব
ভারত বর্ষে কাল গণণা শুরু হয়।

১৮৭-খ্রিষ্টপূর্ব
মৌর্য বংশের পতন হয়।

২০০-খ্রিষ্টপূর্ব
গৌতম বুদ্ধের অনুসারীরা ত্রিশটির মতো গুহা, নরম আগ্নেয়শিখা খনন করে বানিয়েছিলেন।

২১৪-খ্রিষ্টপূর্ব
চীনে গ্রেটওয়াল বা চীনের প্রাচীর নির্মান করা হয়।

২৩২খ্রিষ্টপূর্ব
সম্রাট অশোকের মৃত্যু হয়। তিনি তক্ষশীলায় মৃত্যুবরণ করেছিলেন। অশোক বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুরাগী ছিলেন।

২৮৭-খ্রিষ্টপূর্ব
আর্কিমিডিস এর জন্ম।

৩০০-খ্রিষ্টপূর্ব
ইউক্লিড জ্যামিতি আবিষ্কার করেন। (গ্রীস)
মিশর থেকে কুস্তি খেলা এসেছে।

৩২৩খ্রিষ্টপূর্ব
ব্যাবিলনে আলেকজেন্ডার এর জন্ম হয়।

৩২৫-খ্রিষ্টপূর্ব
ঢাকার 'মসলিন' বিশ্বজোড়া খ্যাতি অর্জন করে।

৩২৭-খ্রিষ্টপূর্ব
আলেকজেন্ডার ভারতবর্ষে আগমন করেন।

৩২৮-খ্রিষ্টপূর্ব
অ্যারিষ্টটলের ছাত্র আলেকজেন্ডার শিক্ষকের কাছে জীবিত টিয়া পাখি এনেছিলেন।

৩৪১-খ্রিষ্টপূর্ব
প্রচীন গ্রীক বস্তুবাদী দার্শনিক ও নীতিশান্তিবিদ এপিকিউয়াস জন্মগ্রহণ করেন।

৩৫০-খ্রিষ্টপূর্ব
চীনা পন্ডিত শি শেন ৮০০টি নক্ষত্রের বর্ণনা সম্বলিত একটি নক্ষত্র পঞ্জিকা তৈরী করেছিলেন।

৩৮৪-খ্রিষ্টপূর্ব
অ্যারিস্টটল এর জন্ম।

৩৯৯-খ্রিষ্টপূর্ব
সক্রেটিসকে মৃম্ত্যুদন্ড দেয়া হয়।
প্রাক-জুলিয়ান রোমান বর্ষ-পঞ্জিকা অনুসারে এই বছরটি Year of the Tribunate of Augurinus, Longus, Priscus, Cicurinus, Rufus and Philo হিসাবে পরিচিত।

৪২৫-খ্রিষ্টপূর্ব
গ্রীক ঐতিহাসিক হেরোডোটাইসের লেখায় ভারতীয় মিহি বস্ত্রের কথা লেখা ছিল।

৪২৭-খ্রিষ্টপূর্ব
প্লেটোর জন্ম। ভাববাদী দার্শনিক গ্রীস দেশের এথেন্স নগরীতে জন্ম।

৪৫০-খ্রিষ্টপূর্ব
হেরোদোতাস বলেছেন ইরানে মূর্তি পজা নেই।

৪৭০-খ্রিষ্টপূর্ব
সক্রেটিস গ্রীসে জন্মগ্রহন করেন।

৪৭৬- খ্রিস্টপূর্ব
প্রাক-জুলিয়ান রোমান ক্যালেন্ডারের একটি বছর।

৪৮৮-খ্রিষ্টপূর্ব
গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন।

৫৩০-খ্রিষ্টপূর্ব
গ্রীক দার্শনিক ও গাণিতিকবিদ দক্ষিন ইতালির গ্রীক নগর রাজ্যে ক্রোটন এ- একটি স্কুল প্রতিষ্ঠা করেন।

৫৪০-খ্রিষ্টপূর্ব
মিশর অথবা পারস্যে টেনিস খেলার জন্ম হয়।

৫৫১-খ্রিষ্টপূর্ব
কনফুসিয়াস এর জন্ম।

৫৮৮-খ্রিষ্টপূর্ব
গৌতম বুদ্ধ বোধিবা মহাজ্ঞান লাভ করে, যার ফলে গৌতম জগতে বুদ্ধ হিসেবে পরিচিতি লাভ করেন।

৬০০-খ্রিষ্টপূর্ব
আয়ুর্বেদীয় যুগের প্যারম্ব।

৬২৩-খ্রিষ্টপূর্ব
সিদ্ধ্যার্থ গৌতম বুদ্ধ নেপালে জন্মগ্রহন করেন।

৬৩৯-খ্রিষ্টপূর্ব
প্রাচীন গ্রীসের শাসনকর্তা, কবি সোলোন জন্মগ্রহন করেন।
১১৯৪-খ্রিষ্টপূর্ব
ট্রয় নগরীতে যুদ্ধ শুরু হয়।

১২০০-খ্রিষ্টপূর্ব
মিশরীয় সভ্যতার পতন ঘটে।
কাশী হিন্দুদের একটি প্রাচীন তীর্থ স্থান। এর অপর নাম বারানসী।
বাল্মিকী, সংস্কৃত ভাষায় রামায়ন রচনা করেন।

১২২৫-খ্রিষ্টপূর্ব
হেলেন এর জন্ম।

১৮০০-খ্রিষ্টপূর্ব
প্রাচীন জেরুজালেমের ইতিহাস শুরু হয়।

২০০০-খ্রিষ্টপূর্ব
মানুষ কয়লার ব্যবহার জানত।
ব্যাবিলনের জ্যোতিবিদ্যান মহাকাশে গ্রহ নক্ষত্রের চাট তৈরী করে তা ব্যবহার করেছেন।
মোষের দুধ থেকে মাখন তৈরির কৌশল জানা ছিল।

২০৫০-খ্রিষ্টপূর্ব
পারস্যে হকি খেলার শুরু হয়।

২৫০০-খ্রিষ্টপূর্ব
হিন্দুদের পবিত্র ধর্ম গ্রন্থ 'বেদ' রচনা শুরু হয়েছিল।

২৭৫০-খ্রিষ্টপূর্ব
সিন্ধু সভ্যতার পতন ঘটৈ।

৩০০০-খ্রিষ্টপূর্ব
মিশরের কাঠের তক্তা মুড়ে জাহাজ তৈরীর উপায় উদ্ভাবন করে।
সুমেবিয়ান সভ্যতা গড়ে ওঠে।
মহাভারত রচিত হয়। (প্রাচীন পন্থী পন্ডিতদের মতে)

৩২০০-খ্রিষ্টপূর্ব
মিশরীয় নাবিকের দ্বারপাল আবিষ্কার করে।

৩৩১৫-খ্রিষ্টপূর্ব
রাখাইন জাতির উদ্ভব বলে মনে করা হয়।

৩৫০০-সক্রেটিস
সবচেয়ে প্রাচীন পান্ডুলিপি প্যাপিরাসে লেখা হত।

৪০০০-খ্রিষ্টপূর্ব
মিশরীয় সভ্যতার অগ্রযাত্রা শুরু হয়।

৪০২৬ খ্রিস্টপূর্ব
আদম এর জন্ম।

৫০০০-খ্রিষ্টপূর্ব
কোনো এক সময়ে প্রাচীন সুমেরীয়রা ব্যাবিলনে তাদের বসতি স্থাপন করে।

৮০০০-খ্রিষ্টপূর্ব
জাপানে মাটির পাত্র তৈরী হয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

নতুন বলেছেন:
৪০২৬ খ্রিস্টপূর্ব
আদম এর জন্ম।

৫০০০-খ্রিষ্টপূর্ব
কোনো এক সময়ে প্রাচীন সুমেরীয়রা ব্যাবিলনে তাদের বসতি স্থাপন করে।

৮০০০-খ্রিষ্টপূর্ব
জাপানে মাটির পাত্র তৈরী হয়।

আদম আঃ এর আগে মাটির পাত্র বানাইলোকে

২| ২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:

"৩২৩খ্রিষ্টপূর্ব
ব্যাবিলনে আলেকজেন্ডার এর জন্ম হয়। "

-এখানে সমস্যা আছে, মনে হয়; আলেকজেন্ডার জন্ম নেন গ্রীসে।

৩| ২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:

" ৪০২৬ খ্রিস্টপূর্ব
আদম এর জন্ম। "

-এখানেও সমস্যা আছে, মনে হয়!

২০ শে জুন, ২০১৭ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
শুধরে নিবো। অনেক ধন্যবাদ।

৪| ২০ শে জুন, ২০১৭ রাত ৮:১৪

নতুন বলেছেন: " ৪০২৬ খ্রিস্টপূর্ব
আদম এর জন্ম। "

-এখানেও সমস্যা আছে, মনে হয়!

এটা সম্পূন অনুমান... নুর ভাই হিস্টিরিক্যাল আর মিথ্যলজিক্যাল বিষয়গুলি গুলিয়ে ফেলেছেন। আদম হিস্টিরিক্যাল ক্যারেক্টার নন। তার প্রমান নাই নাম আছে ধমের বইয়ে।

২০ শে জুন, ২০১৭ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভুল গুলো ধরিয়ে দেন। শুধরে নিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.