নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। রোজার ঈদে বেতন বোনাস সব মিলিয়ে ৩৯ হাজার টাকা পেয়েছি। এই মুহূর্তে আমার পকেটে আছে মাত্র দুই হাজার টাকা। বাকি সব টাকা খরচ হয়ে গেছে। একটা ময়লা কাপড় দিয়ে ঢাকা চায়ের দোকানে বসে আছি। রমজান মাস চলছে। রোযা রাখিনি। ভাবলাম এক কাপ চা খাই। রেললাইনের পাশেই চায়ের দোকান। চা খাচ্ছি, ঠিক এওমন সময় এক ভিক্ষুক আসলো। শরীর স্বাস্থ্য বেশ ভালো। সে ভিক্ষা চাচ্ছে। চায়ের দোকানদার বলল- ওই মিয়া তোমার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে আমার দোকানে কাজ করো, ডেইলি তোমাকে তিন শ' টাকা দিব। ভিক্ষুক রেগে গিয়ে বলল- রোজার মাসে কমপক্ষে ১ লাখ টাকা ইনকাম করবো। আপনার দোকানে থাকলে পাবো- বড়জোর দশ হাজার টাকা।
২। ২৭ রোযা। একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি। তখন আমার বাসার বাজার সদাই শেষ। পরিবারের সবাইকে যাকে যা দেওয়ার দিয়ে আমার ম্যানিব্যাগে আছে ৩২ শ' টাকা। বাকি দিন গুলো কিভাবে চলবে সেই চিন্তা করছি। ঠিক এই রকম সময় দাড়োয়ান গোছের একজন আমার পাশে চা খাচ্ছিল। দেখি তার কাছে একগাধা টাকা। কম করে হলেও ৩০/৩৫ হাজার টাকা হবে। লোকটি আমাকে বলল- ঘর সংসারের সব খরচ সেরে আমার কাছে এই কয়টা টাকা আছে ভাইজান। আপনি'ই বলেন কেমনে চলি? এখনও সারা মাস পড়ে আছে।
৩। এই রমজানে যে ক'দিন হোটেল থেকে গ্রীল চিকেন কিনেছি। একদিনও খেতে পারিনি। প্রচন্ড ভীড়। এক ঘন্টা লাইন এ থেকে গ্রিল চিকেন কিনতে হয়েছে। লোকজন পাগলের মতো কিনছে, বিক্রেতারাও পাগলের মতো বিক্রী করছে। বাসায় এনে দেখি কাঁচা। মাসংহলুদ মরিচও ঠিকভাবে মেশানো হয়নি। একটা আস্ত মুরগী গ্রিল দাম নিয়েছে ৪০০ টাকা। অন্য সময় ৩২০ টাকা রাখে। নান রুটি গুলোও একই অবস্থা। রুটি গুলো ঠিক মতো হওয়ার আগেই চুলা থেকে নামিয়ে ফেলে। বাসায় এনে দেখি কাঁচা। হোটেল থেকে যুদ্ধ করে খাবার টাকা দিয়ে কিনে এনে ফেলে দিতে হয়েছে। আমার মতও অন্য যাতা কিনেছে তাদেরও নিশ্চয় ফেলে দিতে হয়েছে। হোটেলওয়ালারা কি একবারও চিন্তা করে না- মানুষ তাদের কষ্টের টাকা দিয়ে খাবার কিনছে, খাবার টা সঠিকভাবে রান্না না করলে খাওয়া যাবে না। কাস্টমারের কাছ থেকে ভালো খাবার দিয়ে টাকা নিই। অথবা সরকার কেন ব্যবস্থা নেয় নারা
৪। মানুষ গুলো এমন হয় কেন? বিশেষ করে রিকশাওয়ালা আর সিএনজি ওয়ালারা- আজ রাস্তায় খুব জ্যাম ভাড়া বেশি দেন। আজ খুব রোদ ভাড়া বেশি দেন। আজ খুব বৃষ্টি ভারা বেশি দেন। এখন ঈদের সিজন ভাড়া বেশি দেন। সব সময় কোনো না কোনো ইস্যুতে তাদের ভাড়া বেশি দিতে হবে। আরে বাবা আমাদের কে বেশি দেয়। সারা মাস পরিশ্রম করার পর অফিস মাস শেষে তো বেতন একটা টাকা বেশি দেয় না। তাহলে ভাড়া কিভাবে বাড়িয়ে দেই।
৫। ঈদের বকশিস নেওয়ার জন্য মানুষ হুমরি খেয়ে পড়ে। দাড়োয়ান, সেলুনের দোকানদার, হোটেল বয়, অফিসের পিয়ন, মাংসের দোকানের লোক, এলাকার পোলাপান, নাইটগার্ড, ভিক্ষুক, পরিচিত অপরিত সবাই। এমন না যে তারা সারা বছর আমাকে চমৎকার সার্ভিস দিয়েছে। কাজেই তাদের একটা দাবী আছে। চক্ষু লজ্জার কারনে দুনিয়ার লোকজনকে বখশিস দিয়ে এখন আমার পকেট খালি।
২| ২৭ শে জুন, ২০১৭ রাত ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
"ভিক্ষুক রেগে গিয়ে বলল- রোজার মাসে কমপক্ষে ১ লাখ টাকা ইনকাম করবো। আপনার দোকানে থাকলে পাবো- বড়জোর দশ হাজার টাকা। "
-আগামী রাজায় ঢাকায় ভিক্ষুক ১ জন বাড়বে
৩| ২৭ শে জুন, ২০১৭ রাত ৯:২৪
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, আপনার নিজের ছবি দিলে সামু আপত্তি করতে পারে!
২৭ শে জুন, ২০১৭ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: ওস্তাদ ছবি বদলে দিলাম।
৪| ২৭ শে জুন, ২০১৭ রাত ৯:২৫
সুমন কর বলেছেন: আপনার কি নিজের বাসা নাকি ভাড়া বাড়িতে থাকেন?
২৭ শে জুন, ২০১৭ রাত ৯:৪০
রাজীব নুর বলেছেন: নিজের বাসা। মানে আমার বাবা মায়ের বাসা।
৫| ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাই বলে জাইঙ্গা পরে ?
৬| ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:০৫
বিজন রয় বলেছেন: এই পোস্টে আপনার ছবি দিলে ভাল মানাতো।
দিবেন একটি ছবি আপনার??
২৭ শে জুন, ২০১৭ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: ছবি দিয়েছিলাম। পরে মুছে দিয়েছি।
৭| ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১, ২, ৫ বাস্তব। ৩ - আমাদের দোষ। ৪ - মানবিক ...
৮| ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:২৫
বিজন রয় বলেছেন: ছবিটি ফিরিয়ে নিয়ে আসেন, জলদি।
৯| ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:৩২
ধ্রুবক আলো বলেছেন: ভাই আমার সালামি টা কবে দিবেন?!
২৭ শে জুন, ২০১৭ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: আপনার জন্য স্বচ্ছ সহজ সরল ভালোবাসা।
১০| ২৭ শে জুন, ২০১৭ রাত ১১:১৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনি অনেক সরল একজন মানুষ, এই দেশে বেঁচে আছেন কি করে ? আজব তো।
আমার বেতন বোনাসের মিলিত অংকটা শুনলে আপনি হতাশাক্রান্ত হবেন, কিন্তু সত্যি বলছি আমারও আপনার মতই অবস্থা। তাই বলছি কি মন খারাপ করবেন না।
২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৪৪
রাজীব নুর বলেছেন: এই দেশে অনেক দুঃখ কষ্ট নিয়ে বেঁচে আছি।
ভালো থাকুন।
১১| ২৮ শে জুন, ২০১৭ রাত ১২:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার লেখা আমার ভালো লাগে, যদিও মাঝেমাঝে শিরোনামের সাথে ভেতরের মিল থাকে না! আপনার একটা সমস্যা হচ্ছে, উত্তর দেন কম! পাঠকের সাথে সংযোগ না থাকলে লাভ কী? এটা তো ব্লগ; পত্রিকার সাথে এর কিছুটা পার্থক্য আছে বৈকি!
২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৪৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমার শিরোনামের সাথে লেখার মিল থাকে না। আস্তে আস্তে এই দোষ আমার কেটে উঠবে।
ভালো থাকুন।
১২| ২৮ শে জুন, ২০১৭ রাত ১:০০
ওমেরা বলেছেন: অনেক ভাল লিখেছেন ধন্যবাদ ।
১৩| ২৮ শে জুন, ২০১৭ রাত ২:৫৯
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: সবগুলো তো ঠিকই বলেছেন, তাই প্রিয়তে থাকুন আপনি
শূন্য পকেটে চলবেন কেমনে সারা মাস!! আবার ধার করতে হবে!!!
১৪| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৮
মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!
উলে জাদুরে। উম্মা
১৫| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:০২
মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!
বাহ!!!!!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!
ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!
উলে জাদুরে। উম্মা
১৬| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: ভাই আমার বেতন বোনাস আপনার চাইতে বেশি। কিন্তু তলানীটা আপনার চাইতে এতো কম যে ঘুম কমে গেছে। আমি হয়ত ভাল মানুষ না। তবে আসলেই সত্যিকার ভাল মানুষদের কাছে সবার চাওয়াটা একটু বেশিই।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৭ রাত ৮:৫৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: ছবি সুন্দর হইছে। একটু ফটোশপ করলে ভাল হত।