নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মানুষ যখন জঙ্গল থেকে গুহায় উঠেছে, পশু আগুনে পুড়ে খেতে শিখেছে
মনে কিছুটা ফুর্তি জেগেছে- তখন থেকেই মানুষ কবিতা লেখা শুরু করেছে
যুগযুগ ধরে কবি ও কবিতার বিবর্তন ঘটেছে, অবশেষে মানুষ বুঝতে পেরেছে
কবিতাকে অনুভব করতে হয়। সাইবার যুগের কবিতার কোনো বিধিনিষেধ নেই।
রাতে না ঘুমিয়ে অদ্ভুত সব কবিতা লিখতে হবে, পাঠক যেন হোঁচট খায় বারেবারে
মধ্যযুগে বড় বড় কবিতা লেখা হতো, এই সাইবার যুগে পৃথিবী ছোট হয়ে এসেছে-
মানুষ এখন ব্যস্ত, তাই কবিতা লিখতে হবে ছোট করে কিন্তু গভীরতা যেন না হারায়
প্রেমিকা নয়। মহাকাব্য, ইলিয়াড, ওডিসি, রামায়ণ, মহাভারত- বুকে ধারন করতে হবে
যতই পন্ডিত হও না ক্যান, কবিতা লিখে-লিখে কিন্তু চালের দাম কমাতে পারবে না
হাজার হাজার বছর ধরে কবিতার মূল উপাদানে আছে- প্রেম, প্রেমে ব্যর্থতা এবং
মানুষ, মানুষের সুখ-দুঃখ বেদনা, প্রাপ্তি-অপ্রাপ্তি, আর এখন এইসব রেসিপি নেই
ইতিহাস, ঐতিহ্য, নৃতত্ত্ব, সমাজ বিজ্ঞান সব কিছুর মধ্যেই কবিতার উপাদান আছে।
তুমি যদি কবিতা লিখতে চাও- জীবনানন্দ, শক্তি, শামসুর, সুনীল এবং আল মাহমুদ-
এরকম কবির কবিতা পড়ো। অন্য কবির কবিতা পড়া যাবে না তা কিন্তু বলা হয়নি
এখন কবিতা শেষ করছি, একটা কথা বলে- মানুষ সৃষ্টির সবচে’ নিকৃষ্ট জীব
মানুষ এক সময় উৎকৃষ্ট ছিল। নিকৃষ্ট জীব ‘মানুষ’ নিয়েই কবিদের কারবার।
( আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই। তারপরও কিছু দিন পর-পর কবিতার মতোন কিছু একটা না লিখলে ভালো লাগে না। এটা আমার দীর্ঘ দিনের অভ্যাস। আমার এই দোষ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর হ্যাঁ ভালো থাকুন। সুস্থ থাকুন।)
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:২০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চাঁদগাজী ছড়াকে শিশুদের সাহিত্য বলে উড়িয়ে দিয়েছেন, কবিতা সম্পর্কে আপনার ধারণাও সুবিধের নয়; এমতাবস্থায় কবিকুল কোথায় যাবে?
৩| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
গড়্গড় করে পড়ে গেলাম। আপনার কবিতায় বাস্তবতা। ছবিটাও চমৎকার! এখানে একটা ধুয়াধুয়া অবস্থা তৈরি হয়েছে।
৪| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: মানুষ সৃষ্টির সেরা জীব। এ কথা অস্বীকার করার উপায় নেই। গদ্য কিংবা পদ্য দিয়ে চালের দাম কমানোর কোন সম্পর্ক আছে কি ?
৫| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৯
শৈবাল আহম্মেদ বলেছেন: মানুষের অনুভূতি দিনে দিনে ভোতা হয়ে যাচ্ছে। সেটা কেমিক্যাল,পদার্থ ব্যবহারের ফলে হোক আর অন্য কোন কারনেই হোক-মানুষ উন্মাদ হয়ে যাচ্ছে এবং বাচ্চাদের ও অযোগ্য ব্যক্তিদের হাতে ক্ষমতা চলে গিয়ে প্রায় সবকিছুই ঘোলাটে হয়ে যাচ্ছে। ফলে ভাল- মন্দ,সঠিক-বেঠিক,উচিত-অনুচিত মানুষ ঠিক করে বুঝে উঠতে না পেরে, আলো ভেবে যেন অন্ধকার পথের দিকেই ছুটে চলেছে।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের যেকোন অভ্যাস আমরা মেনে নিতে পারি, হজার হলেও নিজের লোকজন; কবিতা লেখাই যদি অভ্যাস হয়, তা'হলে তো সুখবর।