নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। টুথপেস্টের একটা বিজ্ঞাপন করার সুযোগ পেয়েছিলাম। সব ফাইনাল। যেদিন শুটিং হবে সেদিন ডিরেক্টর সাহেব বললেন- আমাকে দিয়ে হবে না। আমার চোখে না-কি মায়া নাই। আমি বললাম, স্যার আমার দাঁতে কোনো সমস্যা নাই।
২। অনেক বছর আগের কথা।
দুপুরবেলা হেঁটে হেঁটে যাচ্ছি। হাতে চিপসের প্যাকেট। হঠাৎ রাস্তায় একটা পাগলা কুকুর আমাকে তাড়া করল। ভয়ে এবং আতঙ্কে অস্থির হয়ে একটা খোলা গেটে দেখে ঢুকে পড়লাম। ততক্ষণে কুকুরটা আমাকে কামড়ে ধরেছে। কিছুতেই ছাড়ছে না। সেই বাড়ির বারান্দায় একটা খুব সুন্দর মেয়ে দাঁড়িয়ে ছিল। আমি আশ্রয়ের জন্য মেয়েটাকে জড়িয়ে ধরলাম। এবং অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কুকুরটা আমাকে কামড়ালো। মেয়েটাকে কামড়ালো। মেয়ের মা আমাদের উদ্বার করতে এলেন, তাকেও কামড়ালো।
৩। আপনার যদি খুব মন খারাপ হয় অথবা নিজেকে খুব অসহায় মনে হয়- তাহলে রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' পড়ুন অথবা চার্লি চ্যাপলিনের মুভি গুলো দেখুন।
৪। 'হাজার বছর ধরে' আমার অনেক প্রিয় একটি উপন্যাস !!!! জীবনে আর কোনদিন এত সুন্দর উপন্যাস পড়ব কিনা জানি না !!!
৫। 'আমরা হেঁটেছি যারা' লেখক- ইমতিয়ার শামীম।
ইমতিয়ার শামীম স্পষ্টতই একই সঙ্গে গল্প ও উপন্যাস-লেখক, তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস ডানকাটা হিমের ভেতর ও গল্পগ্রন্থ শীতঘুমে একজীবন একই বৎসর প্রকাশিত হয়েছিল। এই শীতঘুমে…-র গদ্যে যে-কাব্যময়তা ছিল তার থেকেও তিনি সরে এসেছেন অনেক। তার লেখায় আগের মতোই রাজনীতি উপস্থিত কিন্তু তা কোনওভাবেই কাহিনিকে নিয়ন্ত্রণ করে না বরং অনেক বেশি অন্তঃস্রোতে এই আবহ ধরা পড়ে।
তাঁর উপন্যাস আমার হেঁটেছি যারা এবং গল্পগ্রন্থ গ্রামায়নের ইতিকথা তার পূর্বেকার রচনা থেকে আলাদা করে তুলেছে। বিষয় ও আঙ্গিকের দিক দিয়ে এটি উল্লেখযোগ্য গ্রন্থগ্রন্থ।
৬। 'এই হাত ছুঁয়েছে নীরার মুখ
আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি?'
কী অভূত দুটি লাইন, কী অসম্ভব স্বীকারোক্তি! পড়তেই সঙ্গে সঙ্গে অতি লৌকিক কোনো স্পর্শ যেন শরীর ছুঁয়ে বেরিয়ে গেল। তাই মনে হয় না?
২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কোন কিছুতে অতিরিক্ত যোগ্যতা চাওয়া ঠিক না।
৩| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৫
চাঁদগাজী বলেছেন:
কুকুরের কামড়ে আপনার অসুবিধা হয়নি, দেখা যাচ্ছে; মা-মেয়ের খবর নিয়েছিলেন?
৪| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কোন কারনে একটু এলোমেলো ? বিক্ষিপ্ত চিন্তাভাবনা............
৫| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৬
ওমেরা বলেছেন: লিখার তো কিছুই বুঝলাম না ।
৬| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৫
হেৃদওয়ানুল জান্নাহ বলেছেন: প্রথমটা মজার ছিলো।
৭| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪২
সুমন কর বলেছেন: হেৃদওয়ানুল জান্নাহ বলেছেন: প্রথমটা মজার ছিলো। -- সহমত।
৮| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরে ভাই, ঝিমাই পড়ছেন নাকি!
আরো আরো পোস্ট চাই। এগুলোত নিমিষেই শেষ হয়ে যায়।
৯| ১২ ই জুলাই, ২০১৭ রাত ২:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, তাই মনে হল আমারও।
কুকুরের কামড়ানো স্টেপ বেশি ভালো লাগলো ভাই।
ভাই, শিরোনাম আর গল্প মিলে নাই!!
১০| ১২ ই জুলাই, ২০১৭ রাত ২:২৯
নূর-ই-হাফসা বলেছেন: কি লিখতে চাইলেন তা বুঝা সম্ভব হল না ।
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩০
কলিমুদ্দি দফাদার বলেছেন: ভাই রুই মাছ দিয়ে পটল খেতে ইচ্ছা করছে?