নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নানান রকম ছবি

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৪

কিছুদিন ধরে লিখতে পারছি না। মাথায় কোনো লেখা আসছে না। এদিকে প্রতিদিন দুই তিনটা ব্লগ পোষ্ট না করতে পারলে ভালো লাগে না। নানান চিন্তা ভাবনায় মনটাও ভালো নেই। যাই হোক তাই বিভিন্ন সময়ে তোলা কিছু ছবি পোষ্ট করলাম।

১।
ছবিটা তুলতে আমাকে মোটেও পরিশ্রম করতে হয়নি। একদিন ঝড়ের রাতে পাখিটা আহত হয়ে আমার পড়ার টেবিলে এসে পড়ে।

২।
ছবিটার ক্যাপশন দেয়া যায় 'তারা তিন জন'। অফিসের বেশ কয়েকজন কলিগ মিলে গিয়েছিলাম মাওয়া।

৩। একটি গ্রাম্যমেলা।

৪।
রাস্তার পাশে প্রতিদিন ভোরে ফুলের মেলা বসে। স্খানঃ খামার বাড়ি।

৫।
এটি কোনো গ্রামের স্কুল নয়। রাজধানীর রামপুরা বনশ্রীতে এই স্কুল। আমি নিজে দেখেছি- অনেক ছাত্র। কিন্তু বসার বেঞ্চ নেই।

৬।
নেশা করে পড়ে আছে। দেখার কেউ নেই।

৭।
বলবেন, দেশ উন্নয়নের মহা সড়কে। আর বাচ্চা একটা মেয়ে রাস্তার পাশে ফুল বিক্রি করছে। স্থানঃ গুলোশান-২।

৮।
রাস্তার পাশে খাবারের দোকান। এই খাবার খেলে পেট খাবাপ করবেই। তারপরও মানূষ খায়।

৯।
প্রেম ভালোবাসা নিয়ে লক্ষ লক্ষ ছেলে-মেয়ে প্রতারনার স্বীকার হয়। তবু তারা প্রেম ভালোবাসা করবেই।

১০।
এই লোক বাঁশি বাজায়। কিছু দিন পর-পর ইন্ডিয়া আজমি শরীফ যায়। বিয়ে করেনি। একদম স্বাধীন।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


#১০
"এই লোক বাঁশি বাজায়। কিছু দিন পর-পর ইন্ডিয়া আজমি শরীফ যায়। বিয়ে করেনি। একদম স্বাধীন। "

-আমাদের সমাজের "অসম প্রতিযোগীতয়ায়" উনি টিকেননি; আজমীর শরীফে যাওয়া আসায় প্রতিযোগীতা নেই; কিন্তু বিয়েতে প্রতিযোগীতা আছে।

#৭ "বলবেন, দেশ উন্নয়নের মহা সড়কে। আর বাচ্চা একটা মেয়ে রাস্তার পাশে ফুল বিক্রি করছে। স্থানঃ গুলোশান-২। "

-বাচ্চাটি "ডাকাতীর মহাসড়কের" পাশে বসে ফুল বিক্রয় করছে।

২| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

কল্লোল পথিক বলেছেন:

বাহ!দারুণ ছবিব্লগ।

৩| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছবিতে দেশের কিছু বাস্তব চিত্র ফুটে উঠেছে।

৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৯

শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর তো!!! নেশাখোর এর ছবি কেমনে পেলেন ভাই!

৫| ১৬ ই জুলাই, ২০১৭ ভোর ৪:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো নানারকম ছবি ব্লগ।

৬| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: মন্তব্য করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

৭| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে ছবি ব্লগ।

৮| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩২

মোস্তফা সোহেল বলেছেন: ছবি ব্লগ ভাল হয়েছে ভাইয়া।

৯| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৯

নাবিক সিনবাদ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.