নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

স্বচ্ছ কাঁচের মতো রোদ সারাদিন

১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৫


ছবিটা অনেক বছর আগে রমনা পার্কে তোলা।

১। আমার সবচেয়ে প্রিয় লেখক, প্রিয় ব্যক্তিত্ব হুমায়ুন আহমেদ।
হয়তো আজীবন লিখলেও উনার সম্পর্কে আমার সব অনুভূতি বোঝাতে পারব না। কোনোদিন না।

২। সে অনেকদিন আগের কথা, এক দেশে বাস করত এক রসায়নবিদ। সে ছিল অসম্ভব সুন্দর। সে এতটাই সুন্দর ছিল যে, তার সৌন্দর্য দেখতে আকাশের পরীরা নেমে আসতো পৃথিবীতে। সে যখন স্নান করত নদীতে- মৎস্যকুমারীরা তার চারপাশে খেলা করত আর তাকে ছুঁয়ে ধন্য হত। শুধু রসায়নশাস্ত্রে নয়, তলোয়ার বিদ্যাতেও তার পারদর্শিতা ছিল। দেশ বিদেশের সুন্দরী রাজকুমারীরা প্রস্তাব পাঠাত তাকে বিয়ে করার জন্য। তবে সব প্রস্তাবই ফেরত যেত, কেননা রসায়নবিদের এসব দিকে খেয়াল নেই। সে তার গবেষণা নিয়েই ব্যস্ত থাকত রাত-দিন

৩। আমাদের দেশে একজন বীর পুরুষ ছিলেন, উনার নাম ঈসা খাঁ। মোগল সম্রাটদের মধ্যে সব চাইতে কির্তীমান বলে যাকে ধরা হয় সেই জালালউদ্দীন আকবর বশ্যতা স্বীকার করে খাঁজনা দিতে আদেশ দিলেন ঈসা খাঁ-কে। বরাবরই স্বাধীনচেতা বাংলার নেতা ঈসা খাঁ সেই আদেশে সাড়া তো দিলেনই না উল্টা যুদ্ধ ঘোষণা বসলেন। ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন সম্রাট আকবর।...
বাংলার নেতাকে শায়েস্তা করার জন্য আকবর পাঠালেন তার সর্বাধিক বিশ্বাসভাজন রাজপুত সেনাপতি মানসিংহকে। বাংলার মানুষও লেজ গুটিয়ে পালানোর নয়, বীরের বেশে অস্ত্র ধারণ করে প্রতিরোধ গড়ে তুললো ঈসা খাঁ-র নেতৃত্বে।...
শেষে তারা দুইজন আর যুদ্ধ করেন নি। দু'জন মিলে আপোষ করে ফেলেন।
সত্যিই বীর সেইই যে নিরস্ত্র, অসহায়, দুর্বলের বিরুদ্ধে অস্ত্র ধরেনা। আর কাপুরুষ সেইই যে সুযোগ পেলেই নিরস্ত্র, অসহায়, দুর্বলের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে।

৪। ষষ্ঠ ইব্দ্রিয় বলে কিছু নেই।
যেমন- আল্লাহ, ভগবান, হিপনোটিজম, ভূত, পরী, পক্ষীরাজ ঘোড়া-
এসব ঙ্কিচ্ছু নেই।

৫। বেশীরভাগ মানুষই মনে করে যে, চার্লস ডারউইনই প্রথম বিবর্তনবাদের তত্ত্ব উপস্থাপন করেন, যা বৈজ্ঞানিক প্রমাণ , পর্যবেণ ও অনুসন্ধানের উপর প্রতিষ্ঠিত। আসলে, সত্যি কথা হলো যে ডারউইন এর মূল প্রবক্তা নন এবং এই মতবাদ কোন বৈজ্ঞানিক প্রমাণে উপ প্রতিষ্ঠিত নয়।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ৪ ন ং প্যারায় আপনি খোলস থেকে বের হয়ে এসেছেন! যা মানুষের বিশ্বাসে আহুত করবে। অনেকে ষষ্ঠ ইন্দ্রিয় বলে কিছু না জানলেও ঈশ্বর কে জানেন এবং তারা ঈশ্বর কে বিশ্বাস করেন। মানুষের বিশ্বাসে আঘাত করা জন্য লাইকের মাধ্যমে মাইনাস বাটন চাপলাম।

২| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ৮:১৪

নাবিক সিনবাদ বলেছেন: এই লেখায় আল্লাহ্‌ আর ভগবানকে টেনে আনার কি দরকার ছিলো?? হুদাই!!

৩| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১১

কলাবাগান১ বলেছেন: মাত্র গতকাল মিসক্যারেজ!!!!!

৪| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বলেনতো সমস্যাটি কোথায় আপনার!!!!

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: দ্রারিদ্রতায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.