নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার কাছে তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম লেখক

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৫



১। মৃত্যুর ওপারে ঠিক কেমন আছেন জানিনা। তবে পৃথিবী থেকে যে ভালবাসা আর দোয়া নিয়ে বিদায় নিয়েছেন তাতে বিধাতার আপনাকে ভালোই রাখার কথা।
স্যার জানেন, পড়াশোনায় আমি কখনো খুব ভালো ছিলাম না। কিন্তু “হোটেল গ্রেভারইন”-এ আপনার শূণ্য থেকে একশ পাবার ঘটনা পড়ে আমি নিজেকে অনুপ্রাণিত করেছিলাম। অনেকবার ব্যর্থ হয়েছি, কিন্তু বারে বারে মনে হয়েছে, এই যে, আবারো শুরু করা যাবে।

২। আজ সকালে আমার খুব হিমু হবার ইচ্ছা করলো কিন্তু হলুদ কোনো পাঞ্জাবী না থাকায় আমি আজ হিমু হতে পারলাম না। ১৯৪৮ সালের ১৩ নভেম্বরের পরে আজ পর্যন্ত হুমায়ূন আহমেদের মত আর একজন সাহিত্যিক জন্মেনি আমাদের দেশে।

৩। যারা টিভিতে হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে নাটক তৈরি করেন- দয়া করে আপনারা স্যারের উপন্যাস নিয়ে আর নাটক বানাবেন না। আপনারা যা তৈরি করেন- তা পুরাটাই অতি অখাদ্য। খুব বিরক্ত লাগে। আমাদের মেজাজ খারাপ করে দেয়ার অধিকার আপনাদের নেই।
হুমায়ূন আহমেদের পরিচালনা করা নাটক গুলো বারবার দেখলেও একটুও বিরক্ত লাগে না বরং আনন্দের মাত্রা বেড়েই চলে কিন্তু আপনারা যারা স্যারের নাটক তৈরি করেন- তাদের উপর প্রচন্ড মেজাজ খারাপ হয়। ১০০ বছর চেষ্টা করলেও স্যারের মতন পারবেন না। দয়া করে সুন্দর একটা উপন্যাস- নাটক বানিয়ে আমাদের মেজাজ খারাপ করবেন না।

৪। হুমায়ূন আহমেদের একটা স্বপ্ন ছিলো। তা হলো একটি ক্যান্সার হাসপাতাল তৈরি করা। আমি অপেক্ষায় আছি কবে সেটার কাজ শুরু হবে..... কবে আমরা একটি ক্যান্সার হাসপাতাল দেখতে পারবো... স্যার নিজেও মনে হয় অপেক্ষায় আছেন। এক সময় কিছু ছেলে-পেলে কে দেখেছি ক্যান্সার হাসপাতাল করবে বলে অনেক চিৎকার চ্যাচামেচি করেছে। গত দুই তিন বছর ধরে তাদের কোনো খোজ খবর নেই। যতসব ভন্ডের দল।

৫। আমরা আপনাকে চিরদিন মনে রাখব
কেউ কেউ হারিয়ে যায়, দ্রুত হারিয়ে যায় রোগে শোকে ভূগে... বড় কষ্ট- এই চলে যাওয়া!
আপনার কাছে আমাদের অনেক ঋণ আছে কিন্তু হায় বেঁচে থাকে ঘুণপোকা, বেঁচে থাকে সাপ....
আর বেঁচে থাকে পা'চাটা কুকুর...
চোখ ভরতি জল নিয়ে আপনাকে বিদায় জানিয়েছিলাম- ভালোবাসা নিয়ে শ্রদ্ধায় মাথা নত করলাম।
প্রিয় লেখকেরা বোধহয় এভাবেই নিজের অজান্তে স্বজন হয়ে উঠেন সকলের!
হুমায়ূন আহমেদ আমরা কখনও আপনাকে ভূলবনা, এত তাড়াতাড়ি না গেলেও তো পারতেন
আপনার এক একটা বই পড়তাম আর সেই বইয়ের- ঘোর কাটাতে আমার অনেকদিন লাগতো।
বস্তুত আপনার কাছ থেকে যা পেয়েছি- তা পরিমাপ করার সামর্থ্যও কারো নেই!
এই বাংলায়, এত চমৎকার আর সাবলীলভাবে গল্প বলার আর কেউ রইলো না!
জীবনকে বোঝার জন্য- জীবনকে উপভোগ করার জন্য, হুমায়ুন আহমেদ
একটি প্রতিষ্ঠান-একটি আশ্রয়স্থল। এই দিনে মনটা খুব অস্থির হয়ে থাকে ...
কেমন এক অসহায় এক আকাশ শুন্যতা ভর করে বুকে।
কখনও হতে চাইনি- নজরুল অথবা আইনস্টাইন, হতে চেয়েছি সচেতনভাবে- হিমু।
স্যালুট হুমায়ূন আহমেদ আপনাকে, কোনদিনও আপনাকে ভুলতে পারব না।
আমি কোথায় পাব এই মহাপুরুষকে? পরম করুনাময় আমায় সেথা নিয়ে যাও, যেথা তাকে পাব।
আপনাকে মনে রাখতে হবে পাঠকদের আর এই বাংলার জোছনা, বৃষ্টি এবং কদম ফুল।
হে কীর্তিমান! তোমার কীর্তি গাঁথা বেঁচে থাকবে... থাকবেই।

মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৫

ধ্রুবক আলো বলেছেন: আমার কাছে তিনিই পৃথিবীর শ্রেষ্ঠতম লেখক

২| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৮

ধ্রুবক আলো বলেছেন: হুমায়ূন আহমেদ আমরা কখনও আপনাকে ভূলবনা, এত তাড়াতাড়ি না গেলেও তো পারতেন

৩| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০১

ধ্রুবক আলো বলেছেন: স্যার মারা যাননি, উনি কোথাও হারিয়ে গেছেন!! রাস্তা মনে পরলে আবার ফিরে আসবেন।

আমরা যা হারিয়েছি, তা পূরণ হবার মতন নয়। উনার মত জ্ঞানী মানুষ দ্বিতীয় জন আর হবে কিনা সন্দেহ।

৪| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০২

ধ্রুবক আলো বলেছেন: ১৯৪৮ সালের ১৩ নভেম্বরের পরে আজ পর্যন্ত হুমায়ূন আহমেদের মত আর একজন সাহিত্যিক জন্মেনি আমাদের দেশে।
ঠিক, শুধু এই দেশে নয় কোথাও জন্মেনি!!!!

৫| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৯

প্রাইমারি স্কুল বলেছেন: হুমায়ূন আহমেদের একটা স্বপ্ন ছিলো। তা হলো একটি ক্যান্সার হাসপাতাল তৈরি করা । কে শুরু করবে ? বরং কেউ শুরু করতে চাইলেও দিবে না ?

৬| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: হুমায়ূন আহমেদ আমার কাছেও শ্রেষ্ঠ লেখক।

৭| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪২

চাঁদগাজী বলেছেন:



আশাকরি, উনার সাহিত্য জাতিকে পথ দেখাবে; জাতি কঠিন সমস্যার মাঝ দিয়ে যাচ্ছে।

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ওস্তাদ, আমাকে বলুন, আমি জানতে চাই- পৃথিবীর কোন-কোন লেখকের সাহিত্য জাতিকে পথ দেখিয়েছে।

৮| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: তিনি আমাদের সেরা লেখক, বাংলাদেশী কথাসাহিত্যের শ্রেষ্ঠ পুরুষ, মৌলিক লেখক।

৯| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০০

চেংকু প্যাঁক বলেছেন: ++++++++++++++++

১০| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধাঞ্জলি প্রিয় লেখকের প্রতি।

ভালো বলেছেন

১১| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৫

সামিয়া বলেছেন: আমার কাছে তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম লেখকদের একজন।

১২| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


নীচের লেখকদের লেখার ভেতর জাতির জন্য, মানবতার জন্য নতুন জীবনের কথা আছ:
লিও টলস্তয়, গোর্কি, পুশকিন, বারট্রান্ড রাসেল, মার্ক টোয়েন

১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: স্যার কে নিয়ে আমার নিজের অভিজ্ঞতা নিয়ে একটা পোস্ট দেবার ইছা ছিল। যাইহোক আপনার পোস্টের মাধ্যমে কিছু কথা-আমি বই বিমুখ একটা মানুশ। স্কুলে থাকতে আমার বন্ধুরা তিন গোয়েন্দা সিরিজ নিয়ে ছিল পাগল, কিন্তু আমি কেন জানি এক পাতার বেশি পরতে পারতাম নাহ। কোন আগ্রহ আশত নাহ।

হুমায়ুন আহমেদের সাথে আমার পরিচয় আমার আপুনির মাধ্যমে। তার লেখা বই উপন্যাসের সেখানে পরিচয় একদিন একটা বই পড়লাম তেতুল বনে জ্যোৎস্না আর অমনিতে তার ফ্যান হয়ে গেলাম। তার পড় হিমু সমগ্র, মিছির আলি তার কিছু ভৌতিক বই
(ঊইজা বোর্ড সম্পকে তার ভৌতিক লেখা থেকে ধারনা পাই) কোন বই পড়া বাদ বেদ। আমার জীবনের একটি মাএ উপন্যাস পড়া সেটি ও তার জ্যোৎস্না ও জননীর গল্প। আহ কি!!!! জীবন্ত লেখা কত কেদেছি বইটি পড়ার সময়। মুক্তিযুদ্ধকালীন ইতিহাস ও চলাকালীন সংকট নিপুন কালিতে তুলে ধরেছেন।
আপনার মাধ্যমে মহান লেখকের প্রতি শ্রন্ধা।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: আরও পড়ুন।

১৪| ২০ শে জুলাই, ২০১৭ রাত ২:১৮

আসিফ ইকবাল তােরক বলেছেন: তার মোটামুটি সব বই পড়া হয়ে গেছে। আফসোস তার আর কোনো নতুন বই কোনোদিন বের হবে নাহ।

১৫| ২০ শে জুলাই, ২০১৭ রাত ২:২০

Maahathir বলেছেন: হুমায়ুন স্যার সত্যিই এক অনন্য লেখক যিনি ছেড়ে যাওয়া বই পড়ুয়া মানুষ গুলি কে পুনরায় একত্রিত করেছিলেন।

১৬| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৮

বিজন রয় বলেছেন: হা হা হা

১৭| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ!

১৮| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হূমায়ুন আহমেদকে নিয়ে সাহিত্য সমালোচনা বলতে যা বোঝায় সেটা এখনো হয়নি। একমাত্র ড. বিনায়ক সেন অর্থনীতিবিদ হয়েও তাঁকে নিয়ে যথার্থ সমালোচনা লিখেছেন। তার দুটি লিঙ্ক শেয়ার করছি-
http://bangla.samakal.net/2015/11/13/173103
http://bangla.samakal.net/2016/07/15/223799

১৯| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: http://bangla.samakal.net/2016/07/15/223799

২০| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: http://bangla.samakal.net/2015/11/13/173103

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.