নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ একটি বৃষ্টির দিন

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪২



১। " ভৈরব, ভৈরব "
বাসের হেল্পার অনবরত চিৎকার করে যাচ্ছে। অবাক হতে হয়! বাসটা লোকজনে একদম ঠাসা। মনে হচ্ছে তিল ধারণের জায়গা পর্যন্ত নেই! কিন্তু হেল্পারের সে বিষয়ে কোনও মাথা ব্যাথা নেই। সে অবিরাম বাসে যাত্রী উঠিয়ে যাচ্ছে। এত মানুষের জায়গা কিভাবে হচ্ছে তাও এক রহস্য!

২। এক লোক পোস্টঅফিসে গিয়ে বলতে লাগলো, "ভাই আমার বউ হারিয়ে গিয়েছে... "
পোস্টমাস্টারঃ পুলিশ ষ্টেশনে গিয়ে রিপোর্ট করেন, এখানে কি???"
লোকঃ "সরি ভাই...আসলে আনন্দে মাথা ঠিক নাই তো... তাই কোথায় যাব বুঝতে পারছি না !!..

৩। সফল মানুষরা একসঙ্গে দশটা কাজ করেন— এই ধারণাটা ভুল। এক সময়ে
তাঁরা একটাই কাজ করেন, এবং সেই সময়টার জন্য অন্য সব কাজের কথা
ভুলে যান। পরমুহূর্তেই, এই কাজটা শেষ হয়ে গেলে, মন চলে যায় অন্য কাজে।

৪। আমার আইন মেনে নাও। চোর ও চুরনীর হাত কেটে ফেলে দাও। চুরি বন্ধের ইহাই উৎকৃষ্ট পন্থা। নিশ্চয়ই আল্লা সবজান্তা। আল্লা সব বস্তুর উপরে ক্ষমতাবান। তার অবস্থানেই আছে সেই প্রমাণ। সবকিছুর উপরে সপ্তম আসমানে তার অদৃশ্য বাসস্থান।

৫। ঢং ঢং করে ঘড়ি বেজে উঠল- রাত তিনটা । আমি বিছানায় শুয়ে আছি ।কখন ঘুমিয়ে পড়েছিলাম- জানি না । একটা সুন্দর স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখি- নুহাশ পল্লীতে হুমায়ুন আহমেদ আর রবীন্দ্রনাথ ঠাকুর খুব গল্প করছেন । আমি তাদের পাশে গিয়ে বসলাম ।রবীন্দ্রনাথ আমাকে বললেন- চা খাও। আমি চায়ে চুমুক দিয়ে দেখি চিনি ছাড়া চা । আমি বললাম চিনি ছাড়া চা আমি খাই না । হুমায়ুন আহমেদ বললেন- এখন চিনি কোথায় পাবো ? আমি বললাম, তাহলে এক চিমটি লবন কি পাওয়া যাবে ?হুমায়ুন আহমেদ লবনের বদলে চিনিই ব্যবস্থা করে দিলেন । আমাদের তিন জনের চা শেষ হওয়ার রবীন্দ্রনাথ বললেন-আমরা তিনজন মিলে একটা করে প্রেমের গল্প লিখব ।সময় এক ঘন্টা । হুমায়ুন তুমি লিখবে রুপাকে নিয়ে, আমি লিখব লাবণ্য কে নিয়ে আর রাজীব নূর তুমি লিখবে হিমিকে নিয়ে । আমি বললাম স্যার আমি পারব না । রবীন্দ্রনাথ বললেন, তুমি পারবে- আমি হিমিকে নিয়ে তোমার কিছু লেখা পড়েছি । ভালো লিখেছো । একজন প্রকাশক এসে আমাদের তিন জনের হাতে সাদা কাগজ আর কলম ধরিয়ে দিল ।আমার মনে হচ্ছে- বিশাল সমুদ্রের মাঝে ডুবে যাচ্ছি।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৩

বারিধারা বলেছেন: ভাষা ব্যবহারে সতর্ক হোন, আপনার মধ্যে ছুপা নাস্তিকের লক্ষণ বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। নাস্তিকদের পরিণতি কিন্তু ভালো হয়না - দুনিয়াতেও না। যদি বেশি চুলকায় - আল্লাহ রাসুল নিয়ে কন পোস্ট না করাই ভাল। সবাই ভালো থাকবে।

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: আপনি আমাকে ভুল বুঝছেন?

২| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২০

বারিধারা বলেছেন: আপনাকে ভুল বোঝার কোন ইচ্ছে আমার নেই। সে নাগরিক ব্লগ থেকে আপনার লেখার ভক্ত আমি। কিন্তু কখনও নাস্তিকতা আপনার লেখায় দেখিনি। এখন আপনি যেভাবে ইসলামী নিয়ম কানুন নিয়ে ঠাট্টা মশকরা করে আসছেন, আল্লাহর পবিত্র নামকে বিকৃত করে লিখছেন, তাতে এই সন্দেহ আসা কি অস্বাভাবিক?

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: আমার ভুল হতে পারে। ভুল শুধরানোর জন্য সময় দেন।

৩| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩১

মার্শাল আরমান বলেছেন: যে যা-ই বলুক। চালিয়ে যান।

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৩

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: পিকচারের সাথে শিরোনামের একটা কাব্যিক মিল ছিলো ! শেষপ্রান্তে রবীন্দ্রনাথের মাধ্যমেই চিনতে পারলাম আপনার হিমিকে :)
কিন্তু সমস্যা দেখা দিলো যখন বিষয়ের সাথে ভাববস্তু বুঝতে পারলাম না ! তবে বেশ উপভোগ করেছি........ :)

৫| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ৫- ভাল
২- বেশ =p~

শিরোনাম উল্টাপাল্টা

৬| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৩

রিএ্যাক্ট বিডি বলেছেন: চালিয়ে যান

৭| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪১

বারিধারা বলেছেন: ভুল শোধরালেন না। কষ্ট পেলাম।

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৭

রাজীব নুর বলেছেন: দীর্ঘ দিনের অভ্যাস। আস্তে আস্তে শুধরে নিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.