নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আসুন নেদারল্যান্ড দেশটি সম্পর্কে জানি

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৫



নেদারল্যান্ড ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম অ্যামস্টারডাম। এই দেশ 'হল্যান্ড' নামেও পরিচিত। সরকারি হিসেবে নেদারল্যান্ডসের জনসংখ্যা ১৮ মিলিয়ন। নেদারল্যান্ডসের প্রধান ধর্মগুলি হল খ্রিস্টধর্ম ও ইসলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি পানির শহর কোনটি? উত্তর হল আমস্টারডাম। এর চার ভাগের এক ভাগ নদী, নালা, খাল-বিলে ভরা। ক্যানাল বা নৌপথ এ শহরের সবচেয়ে বড়। আমস্টারডাম ১০০ কি.মি. এর বেশি ক্যানাল এবং ১ হাজার ৫০০ এর মতো ব্রিজ আছে। এত বেশি ক্যানাল ও ব্রিজের জন্য আমস্টারডামকে উত্তরের ভেনিস বলা হয়ে থাকে। নেদারল্যান্ড রাষ্ট্রের রাজধানী অ্যামস্টারডামের পাতাল ট্রেন ব্যবস্থার নাম আমস্টার্ডাম মেট্রো।

পৃথিবীর সবচাইতে ভদ্র পুলিশ মনে হয় নেদারল্যান্ডেসই আছে। পুলিশদের প্রতি কড়া নির্দেশ দেওয়া আছে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। নেদারল্যান্ডসের অনেক জেলখানা প্রতিবছর বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র কয়েদির অভাবে।


নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের খাল এখন UNESCO World Heritage. আমস্টারডামে রয়েছে অনেকগুলো বিশ্বমানের মিউজিয়াম। এই দেশের ছেলে-মেয়ে গুলো সাইকেল চালায়। বিশেষ করে ছাত্র-ছাত্রারী। ইউরোপের মধ্যে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ অন্যতম দেশ হলো নেদারল্যান্ড। এখানে পড়তে যেতে হলে IELTS কমপক্ষে ৫.৫ বাধ্যতামূলক এবং আর্থিক সঙ্গতিরও ব্যাপার আছে। নেদারল্যান্ড এ সবচেয়ে পজিটিভ সাইড হলো, এখানকার ভিসা হওয়ার সকল শর্ত পূরণ করা অনেকটা সহজ এবং শর্ত পূরণ করলেই ভিসা নিশ্চিত। যাদের IELTS কমপক্ষে ৫.৫ এবং ১৫-১৬ লক্ষ টাকার নগদ ব্যাঙ্ক ব্যালান্স আছে তারা আবেদন করুন। ভালো ভাবে কোর্স শেষ করে ওখানেই ভালো চাকুরী অথবা ব্যবসা করার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করুন। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দেয় নেদারল্যান্ডের আমস্টারডম বিশ্ববিদ্যালয়।



মুসলিম আছে এক মিলিয়ন। বেশির ভাগ মুসলিম তুর্কি এবং মরক্কান। এছাড়াও ইরাক,ইরান,আফগানিস্তান,সোমালিয়া এবং সাবেক ডাচ কলোনী সুরিনাম থেকে আসা। দেশটির বড় শহর আমাসটারডাম,রটারডাম,হেগ এবং ইউট্রেক্টে বেশির ভাগ মুসলিম বাস করে। নেদারল্যান্ডসের রাজধানীর জনসংখ্যা সাত লাখের মতো৷ আর সাইকেলের সংখ্যা আনুমানিক দশ লাখ৷ সাইকেল পার্ক করার নির্দিষ্ট জায়গা আছে শহরে৷ কিন্তু সেগুলো ভরা থাকে অধিকাংশ সময়৷ তাই অনেকে রাস্তার পাশে অবৈধভাবে রাখেন সাইকেল৷ সেখানে সাইকেল চুরিও এক নিত্যনৈমিত্তিক ব্যাপার। এক লাখ সাইকেল প্রতি বছর চুরি হয়। রিক্সার শহর ঢাকা হলে সাইকেলের শহর নেদারল্যান্ডের রাজধানী। আমস্টার্ডাম এর প্রতি তিন টা সাইকেলের একটার কবরস্থান হয় খালে৷প্রতিকার কি! গড়ে উঠলো একটা পেশা, বাইক ফিশারম্যান। তাদের কাজ এই খালগুলো থেকে সাইকেলগুলো তুলে আনা, বিনিময়ে মাছের হিসাবের মত সাইকেলের সংখ্যা অনুযায়ী দাম পাওয়া। গড়ে বিশ হাজার সাইকেল বছরে তোলা হয় খালগুলো থেকে!

নেদারল্যান্ডসের সাথে কয়েকটা ব্যাপারে বাংলাদেশের সাথে খুব মিল আছে। বাংলাদেশের মত নেদারল্যান্ডসও বন্যাপ্রবণ দেশ। এর কারন হল, নেদারল্যান্ডসের বেশির ভাগ অঞ্চলের অবস্থানই সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে। এইজন্যই দেশটার নাম নেদারল্যান্ডস – মানে low land – নিচু জায়গা। নেদারল্যান্ডসের পানির পরিমাণ যদি বাদ দেওয়া হয়, তাহলে বাংলাদেশ, কোরিয়া আর তাইওয়ানের পরেই এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। পুরো শহরটাই যেন তরুণ-তরুণী আর যুবক-যুবতীতে ভরপুর। প্রাণ-প্রাচুর্যে টগবগ করে ফুটছে যেন পুরো শহর, হইহই করতে করতে জীবনটাকে সবাই উপভোগ করছে।



একটা দেশের অর্ধেকই যদি সমুদ্র সমতলের নীচে অবস্থিত হয়, তো সেই শহরের নাম নীচুভূমি না হয়ে আর কি-ই বা হবে। কিন্তু, নীচু এই দেশটির মানুষরাই নাকি আবার পৃথিবীতে সবচেয়ে উঁচু। গড় উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি। এমন একটা বিচিত্র দেশের রাজধানী আমস্টার্ডামও কিছুটা বিচিত্র হবে সেটাই স্বাভাবিক। নেদারল্যান্ডস-এ পতিতাবৃত্তি বৈধ এবং অন্য আর সব পেশার মত এই পেশায় নিয়োজিতরাও সরকারকে আয়কর দিয়ে থাকেন।

মন্তব্য ৪৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: পুরোটা পড়লাম মন দিয়ে। দেশ পিরচিতি। বেশ ভাল লাগল। তবে গুরুত্বপূর্ণ একটি তথ্য চোখে পড়েনি। সেটা হলো দেশটির আয়তন।
শুভেচ্ছা নিবেন।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: ১২,৫০০ বর্গমাইল।

নেদারল্যান্ডের মোট আয়তন হল যুক্তরাষ্ট্রের অঙ্গ রাজ্য কানেক্টিকাট এবং ম্যাসাচুয়েটস এর সমন্বিত আয়তনের সমান।

২| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯

ওমেরা বলেছেন: নেদারল্যান্ড টিউলিপ ফুলের জন্য বিখ্যাত , এখানে প্রতি বছর টিউলিপ ফুলের মেলা হয় ।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: নেদারল্যান্ডের সাথে টিউলিপের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। মাইলের পর মাইল টিউলিপ ফুলের চাষ হয়। টিউলিপ ফুল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে।

৩| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১২

স্বতু সাঁই বলেছেন: নেদারল্যান্ডস-এ পতিতাবৃত্তি বৈধ এবং অন্য আর সব পেশার মত এই পেশায় নিয়োজিতরাও সরকারকে আয়কর দিয়ে থাকেন।

সভ্য দেশে নারীর কোন কর্ম নাই।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: সভ্য দেশে নারীর প্রতি সংহিসতা চলতে পারে না। সমাজ নারীকে কতটুকু সম্মান করতে পারে তার ওপর নির্ভর করে সমাজ কতটা সভ্য।

৪| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩

বারাক ওসামা বিন পুতিন বলেছেন: দারুন বর্ননা এবং দারুন সব ছবি। ভালো লাগে যে আমাদের ঢাকা শহরও হল্যান্ডের মত পানির ফাকে ফাকে জেগে আছে।
আর খারাপ লাগা হল তাদের জেলখানা কয়েদিদের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, আর আমরা কয়েদি সামাল দিতে না পেরে এশিয়ার সব থেকে বড় জেলখানা বানিয়েছি। দুখজনক ভাবে আমাদের রাষ্ট্র নায়করা তা নিয়ে গর্ব বোধ করে। :((

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: আধুনিক সভ্যতায় বন্দিদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য সমাজের মানুষ হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান।

৫| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮

তারেক ফাহিম বলেছেন: নিচু দেশের হীন স্বভাব, পতিতাবৃত্তি, বাকীগুলো ভালো লাগলো।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: উচু হতে নীচু সহ সকল শ্রেণী পেশার মানুষ তাদের সাময়িক মনোবাসনা পূরণ করতে পতিতাদের কাছে নিয়মিত যেয়ে থাকেন।

৬| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২২

আমি চির-দুরন্ত বলেছেন: ভালো পোস্ট। আর কিছু কওন যাইবে না। আমার মুখে জেনারেল এর কুলুপ এটে দিয়েছে মডুরা।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: ''জেনারেল'' ব্যাপারটা খুব পিড়াদায়ক। আমি দুবার এর স্বীকার হয়েছি।

৭| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬

মোঃ তানজিল আলম বলেছেন: এইসব শহর দেখলে পেটের মধ্যে মোচড় দেয়। ইস!! আমাগো ঢাকা শহর এইরাম যদি হইত!!!

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: ঢাকা শহর বিশ্বের অন্যতম অনিরাপদ শহর, বিশেষত নারী ও স্বল্পআয়ের মানুষদের জন্য শত্রুভাবাপন্ন।

৮| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬

মোঃ তানজিল আলম বলেছেন: এইসব শহর দেখলে পেটের মধ্যে মোচড় দেয়। ইস!! আমাগো ঢাকা শহর এইরাম যদি হইত!!!

৯| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


ওদের সাহায্য নিয়ে ঢাকা ও চট্টগ্রামের জলমগ্নতার কিছু করা যায় নাকি?

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: ওরা সাহায্য করলেও লাভ নেই। সেই টাকা লুটপাট হয়ে যাবে। কাজের কাজ কিছুই হবে না।

১০| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭

জেকলেট বলেছেন: কারেকসন: জনসংখ্যা ১৮ কোটি না হয়ে ১৮ মিলিয়ন হবে মনে হয়। ১৮ মিলিয়ন মানে ১ কোটি ৮০ লক্ষ।
বাদবাকি সুন্দর পোষ্ট। ধন্যবাদ।

২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভুলটা শুধরে নিলাম।

১১| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪১

মার্শাল আরমান বলেছেন: বাসা-বাড়ী, ফ্ল্যাট-আ্যপার্টমেন্ট, অলি-গলি পতিতাদের অবাধ বিচরণ ভূমি না করে একটা নির্দিষ্ট কলোনী থাকা উচিৎ।

১২| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাললাগল পোস্ট

১৩| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! িক সুন্দর দেশ!


ভাল লাগল জেনে। সাইকেল যেখানে জনসংখ্যার চেয়ে বেশি- সেখানেও চুরি!!!! কেমনে কি?

বাইক ফিশারম্যান :) হা হা হা মজার আবিস্কার :)

++++

১৪| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

নাবিক সিনবাদ বলেছেন: সত্যিই আজব এক দেশ ভালো লাগলো লেখাটা, ধন্যবাদ। :D

১৫| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর একটা পোষ্ট দিয়েছেন রাজীব ভাই। অনেক ভালো লাগলো পড়ে, জেনে গেলাম নতুনভাবে। সুন্দর লেখেছেন।

১৬| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাল, সেখানকার জল বান্ধব জীবনের সাথে ঢাকা আর চট্টগ্রামের জলাবন্ধি জীবনের মিল আছে!

১৭| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৯

সনেট কবি বলেছেন: সুন্দর লেখেছেন।

১৮| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৫

প্রোলার্ড বলেছেন: চমৎকার বর্ণনা দিয়েছেন । নদীমাতৃক বাংলাদেশকে নেদারল্যান্ডের মত করে গড়ে তোলা যায় না ? এক দেশ দুই নামের কারণ কি ? নেদারল্যান্ডকে বাফার কান্ট্রিও বলা হয় কারণ এটি জার্মানী ও ফ্রান্সের মাঝে অবস্থিত।

১৯| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৪

জাহিদ হাসান বলেছেন: নেদারল্যান্ড যামু....... :(( :(( :((

২০| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৩

মনিরা সুলতানা বলেছেন: বাইক ফিশারম্যান তথ্য টা নতুন জানলাম ;
লেখায় ভালোলাগা !!

২১| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৩

ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: লালবাতি এলাকার ছবি দেন।

২২| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:১২

বজ্রকুমার বলেছেন: সত্যিই বেশ বৈচিত্র্যময় দেশ নেদারল্যান্ড, আপনার লেখা পড়ে এর সম্পর্কে অনেককিছু জানতে পারলা। ধন্যবাদ।

২৩| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: নেদারল্যান্ডসের অনেক জেলখানা প্রতিবছর বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র কয়েদির অভাবে।

২৪| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৭

গেম চেঞ্জার বলেছেন: বাংলাদেশের লোকেরা গেলে তো উপায় নাই! আরেকটা বড় ঘটনা ঘটে যাবে! আই মিন রাজনীতি এক্সপোর্ট করলে সবচেয়ে বড় সমিস্যা!!

২৫| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৬

এরাউন্ড ওয়াল্ড বলেছেন: পোস্ট টা পড়ে খুব ভালো লাগল, এবং অনেক শিখতে পারলাম।

২৬| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২২

জগতারন বলেছেন:
নেদারল্যান্ডের উইন্ড-মিল বা বাতাসের চক্রি এবং ইহা দ্বারা বিভিন্ন প্রকার যে কাজ করা হয়ে থাকে সে সম্বন্ধে যে বললেন না।

২৭| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩১

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: একটা দেশ সম্পর্কে জানার সৌভাগ্য হলো, আয়তন ও লোক সংখ্যাও জানলাম, তবে জমার কথা হলো সাইলেক ও চুরি, আবার পানির মধ্যে থেকে পাওয়া, বড়ই বিচিত্র ঘটনা, আপনাকে ধন্যবাদ।

২৮| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৮

স্বতু সাঁই বলেছেন: সমাজ নারীকে কতটুকু সম্মান করতে পারে তার ওপর নির্ভর করে সমাজ কতটা সভ্য।

যে সমাজে নারী দৈহিক ব্যবসার ট্যাক্সে বাজেট তৈরী হয় সে সমাজ তো সভ্য সমাজই বটে।

অপরাধ যদি উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে অপরাধ থাকে না। আবার অপরাধীকে যদি উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে কারাগার থাকে না। কোন দেশে কারগার নেই বা কারৈগারের সংখ্যা কমানো হচ্ছে তার মানে এই নয় সে দেশে অপরাধ নেই। তার প্রমান এই লেখনীতেই রয়েছে। সেখানে সাইকেল চুরিও এক নিত্যনৈমিত্তিক ব্যাপার। এক লাখ সাইকেল প্রতি বছর চুরি হয়। ১০০ ইউরোর চোরাই সাইকেল বিক্রি হলে কতো তে বিক্রি হবে? ধরে নিলাম ১০ ইউরো। ১০ ইউরো চুরি করার লোক যেখানে আছে, কি করে বলি সেখানে অপরাধীসহ অপরাধ প্রবণতা নেই। আর সেই সমাজ একেবারেই সভ্য সমাজ হয়ে গেছে! কেউ না মানলেও ইতিহাস সাক্ষী দেয় গোটা ইউরোপের জাতিরা ছিলো লুটেরা, সন্ত্রাসী, শোষক, নির্যাতক, নিপীড়ণকারী। সারা জগতের সম্পদ লন্ঠন করে অর্থনৈতিক সাবলম্বী হয়ে শেষে বিশাল বিশাল ভূখণ্ড নিয়ে গুটি কয়েক লোকের বসতি করে এখন দেখাতে চায় তারা সভ্য জাতি। এসব রাজনীতি আমাদের দেশের মোড়ল চেয়াম্যানরাও করে। ভোট কেনার জন্য কিছু টাকা বিনিয়োগ করে পাঁচ বছরে লুটেপুটে খেয়ে, ছেলেকে বিলাত থেকে লিখা পড়া করায়ে নিজে সুখে শান্তিতে থাকে। সব লুটেরার একই চরিত্র। সেটা দেশী হোক আর বিদেশী হোক।

চোর বাটপারদের গল্প করতে গিয়ে মনে পড়ে গেলো আমার অতীতের এক ঘটনার কথা। ৭৭-এ আমাদের ৩টা গরু চুরি হয়েছিলো। অনেক খোঁজাখুঁজি করার পর এক চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারলাম, গরু এখনও আছে, বর্ডারের ওপারে যায় নি। অর্থাৎ গরু চুরির পর কিছুদিন গরু চোরের তত্ত্বাবধানে দেশের মধ্যে থাকে। গরুওয়ালা খোঁজ খবর করে পেতে চাইলে চেয়ারম্যানের মাধমে মধ্যস্থতায় গরু ফেরত দেওয়া হয়। যদি কোন গরুর খোঁজ খবর না করে গরুর মালিক তখন গরু বর্ডারের ওপারে, মানে ভারতে নিয়ে গিয়ে বিক্রি করে দিতো ডাকাতের দলেরা। আমাদের বাড়ী পৌরসভার মধ্যে। কিন্তু গরুর খোঁজ পেলাম ১৫/১৬ মাইল দূরে অন্য একটি ইউনিয়নে। ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে আমার ক্লাশমেট। খোঁজ পাওয়ার পর আমার বন্ধুটাকে নিয়ে তাদের গ্রামে গেলাম তার বাবার সাথে দেখা করতে। সেখানে গিয়ে বিস্তারিত জানলাম, ডাকাতের দল গরু ফেরত দিতে রাজি আছে তবে বাজার দর হিসাবে গরুর মূল্যের অর্ধেক দাম তাদেরকে দিতে হবে। চুরি যাওয়া গরু ফরত পাওয়ার এটাই নাকি নিয়ম। যাহোক অনেক দেন দরবারে নির্ধারন হলো, যেহেতু আমি চেয়ারম্যানের ছেলের বন্ধু তাই কিছু কম রেখে তিন ভাগের এক ভাগ মূল্য দিয়ে গরু নি যেতে পারবো। পরে জানতে পারলাম, চেয়ারম্যান ডাকাত দিয়ে গরু মহিষ চুরি করায়ে যে টাকা উদ্ধার হয় তার অর্ধেক ডাকাত দলকে দেওয়া হতো, বাকি অর্ধেকের কিছু টাকা থানাকে দিয়ে বাকিটুকু চেয়ারম্যান ভোগ করতো। এই হলো ভদ্র সমাজের ভদ্র লোকের চোরাই ভদ্রনীতি। যেমন চেয়ারম্যান হতভাগা গরু মালিকের গরু উদ্ধার করে দিয়ে সমাজে হতভাগাদের বাহবা কুড়ালেন। অন্ধকারে চেয়ারম্যান হতভাগাদেরকে কি ঘোল খাওয়ালেন তা কেউ বুঝলো না। আদিকাল থেকেই এভাবেই গড়া হয়েছে আমাদের সমাজকে। সমাজের খোস-পাচড়া সমাজপতিরা ঢেকে রাখে বাহারী বোরকা দিয়ে।

২৯| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩১

শূন্যনীড় বলেছেন: অনেক ভালো পোষ্ট , ভালো লাগলো জেনে

৩০| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৭

ঢাকাবাসী বলেছেন: সুন্দর পোস্ট, জানা গেল নেদারল্যান্ডস সম্পর্কে।

৩১| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২১

ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর পোষ্ট জানা গেল অনেক মুল্যবান তথ্য
ব্যতিথ হলাম নীচে বোল্ড করা অংশটুকু পাঠে

সেখানে সাইকেল চুরিও এক নিত্যনৈমিত্তিক ব্যাপার। এক লাখ সাইকেল প্রতি বছর চুরি হয়। রিক্সার শহর ঢাকা হলে সাইকেলের শহর নেদারল্যান্ডের রাজধানী। আমস্টার্ডাম এর প্রতি তিন টা সাইকেলের একটার কবরস্থান হয় খালে৷প্রতিকার কি! গড়ে উঠলো একটা পেশা, বাইক ফিশারম্যান। তাদের কাজ এই খালগুলো থেকে সাইকেলগুলো তুলে আনা, বিনিময়ে মাছের হিসাবের মত সাইকেলের সংখ্যা অনুযায়ী দাম পাওয়া। গড়ে বিশ হাজার সাইকেল বছরে তোলা হয় খালগুলো থেকে!

৩২| ২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮

বর্ষন হোমস বলেছেন:
নদী গুলো যেন শহরের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে।নদী গুলোও অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আছে।একটি সুন্দত দেশ!

৩৩| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ৩:০৯

শৈবাল আহম্মেদ বলেছেন: কিন্তু এক লক্ষ সাইকেল চুরি হয় কিভাবে।
চোর মনোভাব কাদের কাছ থেকে ওরা পেল?

৩৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: তুই একটা চুদানির পুলা। চাইরমাস আগে মন্তব্য করসিলাম তর পোস্টে, এখনও উত্তর দেস নাই আর ব্লগাররা কমেন্ট করে না কেন জিগাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.