নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই গল্পটাকে কি ভূতের গল্প বলা যায়?

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৯



কুড়ি বছর আগের ঘটনা।
পদ্মা নদীর পাশে ছোট্র একটা গ্রাম আমাদের। পাশের গ্রামে ফুটবল ম্যাচ খেলা দেখতে গিয়েছিলাম। খেলা শেষ হতে দেরী হয়ে গেল। তখন শীত কাল। মাঘ মাসই হবে। পদ্মা নদীর পাড়ের গ্রাম গুলোতে প্রচন্ড শীত পড়তো। এখকার মতো এত ঘনবসতি ছিল না তখন। খেলা দেখে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা প্রায় শেষের দিকে কিন্তু মনে হচ্ছে গভীর রাত। একা একা বাড়ি ফিরছি। চারপাশে প্রচন্ড কুয়াশা আর অন্ধকার যেন হুট করে নামলো। আলামিন বাজার বায়ে রেখে 'কামার গাও' এর দিকে যাচ্ছি। দুই পাশে জঙ্গল, মাঝখানে সরু পথ। একেবারে নিশুত রাতের মতো নিঃঝুম। শুধু ঝি ঝি ডাকছে।

মাঝ রাস্তায় আসতেই হঠাৎ শুনতে পেলাম খুব কাছ থেকে কে যেন বলে উঠল, 'রাজীব একটু তাড়াতাড়ি যা বাবা।' আমি থমকে দাঁড়িয়ে গেলাম। গলাটা খুব চেনা। আমার বড় মামার গলা। কিন্তু মামা এখানে এই জঙ্গলে আসবে কি করে? তার তো বিছানা থেকে ওঠার'ই সামর্থ্য নেই। আমি চারদিকে চেয়ে দেখলাম, কোথাও কেউ নেই। কঠিন অন্ধকার আর কুয়াশায় ঢাকা। বললাম, কে? কে আপনি? কেউ জবাব দিল না। শুধু একটা পেঁচা ডেকে উঠলো। আর দুইটা বাডুর এক ঢাল থেকে আরেক ঢালে গিয়ে বসলো। গায়ে কাঁটা দিয়ে উঠলো আমার। কথাটা স্পষ্ট শুনেছি। ভুল নেই। কিছুক্ষন হাত পা সব কাঠ হয়ে রইল। তারপর হঠাৎ মনে হলো, গলাটা বড় মামার'ই। হয়তো মামা আর বেঁচে নেই। মনে হতেই প্রায় ছুটতে শুরু করলাম।

মাইল খানেক পথ দৌড়ে বাড়ির কাছাকাছি আসতেই কান্নার রোল শুনতে পেলাম। এসে দেখি মামা বেঁচে নেই।

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কি জানি। তবে আপনি আমার পাশের উপজেলার মানুষ। আমি দোহারের। আপনার লেখা ভালো লাগলো।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: আমার শ্রী নগর থানা। বাবু বাজার ব্রীজে উঠলে এক ঘন্টা সময়ও লাগে না বাড়ি পৌঁছাতে । কিন্তু এক সময় লঞ্চে করে গ্রামে যেতে ৬ ঘন্টা সময় লাগত।

২| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


বিশাল এ্যাক্সপেরিয়েন্স।
এগুলোর কোন ব্যাখ্যা হয়তো আছে

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: ব্যাখ্যা অবশ্যই আছে।
যখন রাতে ঘুম আশে না, তখন আমি নিজেই এই রকম ঘটনার ব্যাখ্যা বের করি। এবং বিপুল আনন্দ লাভ করি।

৩| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৫

জাহিদ হাসান বলেছেন: আপনি এত সুন্দর গল্প বানাতে পারেন আগে জানতাম না তো!

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলতে কি, এই রকম গল্প আমার স্টকে অভাব নেই।
যদি চাকরি করতে না হতো- তাহলে প্রতিদিন এরকম বিশ টা গল্প লেখা কোনো ব্যাপার'ই না।

৪| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩০

তপোবণ বলেছেন: এটার হয়তো কোন যুক্তি আছে যা অনেকে জানেন না, কেউ হয়তো যুক্তি দেবেন তার মতো করে। তবে আমার মনে হয় এটা প্রকৃতির একটা রহস্য হবে।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: প্রকৃতির রহস্য ভাবলে ব্যাপারটা রোমাঞ্চ লাগে।

৫| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫২

চেংকু প্যাঁক বলেছেন: ঘটনা খুবই ভয়ংকর আবার একটা মায়াও আছে

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্বিতীয় স্তবকের প্রথম দুলাইন পড়েই বুঝা যায় কী ঘটতে চলেছে
এই গল্পটাকে ভূতের গল্প বলা যায় তবে নিম্নমানের

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।

৭| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাস্তব হলে ঠিকাছে।

নইলে বলব আপনিও কুসংস্কার বিশ্বাস করেন। :P

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: না না, না আমার কুসংস্কারে কোনো বিশ্বাস নেই।

৮| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার মামার মাগফিরাতের জন্য দোয়া করি।


আপনি নিশ্চয় উনাকে বেশি ভালোবাসতেন এবং আপনার মামাও আপনাকে বেশি স্নেহ করতেন।

৯| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আত্মা খাঁচা ছাড়া হওয়ার সময় কাছের মানুষদের দেহগত অবস্হায় দেখার জন্য সর্বশেষ একটা চিল্লান দেয়। সেই চিল্লানি হয়ত আপনার কানে পৌছিয়াছে। ঔটা ভূতের কান্ড ছিলনা, আপনারা মামার বিদায়ি স্নেহময়ী ডাক ছিল।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: হুম। এই রকম'ই কিছু একটা হবে।

১০| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৯

কায়জার সোজি বলেছেন: রহস্যকে রহস্যই থাকতে দেয়া উচিৎ।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: এই বিজ্ঞানের যুগে কিছুই আর রহস্য নেই রে ভাই।

১১| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৩

হুমায়রা হারুন বলেছেন: অনেক যদি স্টকে থাকে এবং লেখার সময় না পেলে আপনি অডিও ফাইল উপহার দিতে পারেন। এতে আমরা আরো অনেক অনেক গল্প শুনতে পেতাম।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: ভালো বুদ্ধি দিয়েছেন জনাব।

১২| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩২

হাফিজ হুসাইন বলেছেন: ভাই আমিও এই ধরণের অতি প্রাকৃতিক কথা শ্রবন করেছি। একেবারে নিজের কানে। তবে আসল কথা সব বিষয় বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করা যায় না। সুতরাং আপনাকে আমাকে মানতেই হবে বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরেও একটা জগত আছে। বিজ্ঞান যতই অস্বীকার করুক

১৩| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে কিছু থাকলে সেটা আমি মানি না। না। না। নো, নেভার।

১৪| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১:০৮

জাহিদ হাসান বলেছেন: কিছু গল্প রাসেল ভাইরেও পাঠায়েন। বেচারার ভূত এফএম আষাঢ়ে গল্পের ভারে ডাউন খেয়ে যাচ্ছে! =p~

১৫| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৪

সুমন কর বলেছেন: সাধারণ ভূতের গল্প বলা যায়।

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:০১

প্রামানিক বলেছেন: চমৎকার ভৌতিক কাহিনী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.