নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নায়ক রাজ্জাক এর জন্য এত হা-হুতাশ করার কি আছে?

২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩০



নায়ক রাজ্জাক মারা গেছেন। এতে এতো হা-হুতাশ করার কি আছে? তিনি ৭৫ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন- এটা অনেক বড় ব্যাপার। ইতিহাসে দেখা যায়- অনেক গুনী মানুষ এত দিন বাঁচেন নি। আমি জানি প্রতিটা মৃত্যু'ই অনেক কষ্টের। তবে, পৃথিবীর সবচেয়ে বড় সত্য একদিন আমাদের সবাইকেই মরতে হবে। এটা সহজ সরল্ভাবেই সবার মেনে নেওয়া উচিত? ফেসবুকে দেখলাম- সবাই কেঁদে বুক ভাসাচ্ছেন। ব্যাপারটা যথেষ্ট হাস্যকর।

রাজ্জাক সাহেব কি মুক্তিযুদ্ধ করেছিলেন?
বছরে একবার কোনো এতিমখানার ছেলে মেয়েদের একবেলা খাইয়েছেন?
কোনো একটা গ্রামের কাঁচা রাস্তা কি পাকা করে দিয়েছেন?
পানি বন্ধী মানুষের জন্য কোনোদিন সাহায্য সহযোগিতা করেছিলেন?
রানা প্লাজা'য় আহতদের জন্য কিছু করেছিলেন?
তিনি এত এত সিনেমা করলেন বা এত এত পুরস্কার পেলেন- তাতে কি বাজারে দ্রব্য মূল্যের দাম কমেছে?
সারা বাংলাদেশের কোথাও কি তিনি একটা লাইব্রেরী করেছেন?
তিনি জীবিত থাকা অবস্থায় একটি অভাবী পরিবারকে আলোর পথ দেখিয়েছেন?
মসজিদ করেছেন? মাদ্রাসা করেছেন? স্কুল করেছেন?

একজন মানুষ মারা গেলে'ই আমরা কেন এত হা-হুতাশ করি? ওহে, হা-হুতাশ করা মানুষ শুনো, আদিখ্যেতা ভালো নয়। এখন, শহীদ মিনারে নিয়ে যাবা- মানুষ লম্বা লাইন ধরে ফুল দিবে? নেতারা বানী দিব। তার সাথে তোলা ছবি থাকলে ফেসবুকে দেয়া হবে। নানান রকম সত্য মিথ্যা সৃতিচারন করা হবে। কঠিন আবেগ নিয়ে স্ট্যাটাস দেয়া হবে। তিন দিনের শোক ঘোষনা করা হবে। এতে মৃত মানূষটির কি উপকার হয়? উপকার বাদ দিলাম, সমাজের'ই বা কি উপকার হয়? তিনি তো সিনেমা করে অনেক টাকার মালিক হয়েছেন- সেই টাকার কিছু অংশ দিয়ে একটা জনকল্যাণকর কাজ করেছেন?

তবে তার বেশ কয়েকটা সিনেমা খুব নাম করেছে। সাধারন মানূষকে হাসিয়েছে। হয়তো মুগ্ধও করে থাকতে পারে। তাতে লাভ কি? তিনি অমিতাভ বচ্চন বা চার্লি চ্যাপলিনের চেয়ে বড় অভিনেতা নয়। তিনি যদি জীবিত থাকা অবস্থায় একটা বা দু'টো অসহায় পরিবারকে আলোর মুখ দেখাতেন, তাদের পাশে গিয়ে দাঁড়াতেন- তাহলে তাকে আমি স্যলুট করতাম। আমার এই ব্লগ পোষ্টি কারো ভালো না লাগলে আমি স্যরি। আমার কাছে একজন বাংলা সিনেমার নায়কের চেয়ে একজন মুক্তিযোদ্ধা অনেক বড়। আমার কাছে একজন নায়কের চেয়ে একজন মাদার তেরেসে অনেক বড়। আমার কাছে ১০০ জন নায়কের চেয়ে একজন বঙ্গবন্ধু অনেক বড়।

তরুন বয়সে আমার বাবা দেখতে নায়ক রাজ্জাক এর মতো ছিলেন। এই বয়সে এসেও আমার বাবার সাথে তার চেহারার মিল আরও বেশি মিলে গেছে। অনেকে আমার বাবার কাছে এসে, বাবাকে নায়ক রাজ্জাক ভেবে অটোগ্রাফ চাইতেন। ছবি তুলতে চাইতেন। সে যাই হোক, এই যে বর্তমানে নায়ক শাকিব খান। সেও একদিন বুড়ো হবে মারা যাবে। তখনও হয়তো আপনারা এমন হায় হুতাশ করবেন। টিভি ক্যামেরার সামনে মুখভার করে বললেন, অপূরনীয় ক্ষতি হয়ে গেল। ইত্যাদি ইত্যাদি। সস্তা আবেগ বাদ দেন। দেশকে ভালোবাসেন। দেশের জন্য কিছু করেন। একজন ভালো-দক্ষ পরিচালক, একজন রিকশাওয়ালাকে দিয়েও দারুন অভিনয় করিয়ে নিতে পারেন।

মন্তব্য ৭৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩

মোঃ তানজিল আলম বলেছেন: রাজ্জাক সাহেব একজন গুনী লোক অবশ্যই । তবে তার মৃত্যু স্বাভাবিক। তিনি অকাল মৃত্যুবরন করেন নি, অসহায়/না খেয়ে মরবে এরকম পরিবার রেখে মরেন নি। সঠিক সময়ে মৃত্যু যাকে বলে।
আল্লাহ্‌ তাকে মাফ করে জান্নাতি করুক। সবাই মাইকে গলা না ফাটিয়ে তার জন্য দোয়া করাই উত্তম।
ধন্যবাদ আপনাকে।

২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: দোয়া টাই আল্লাহর দরবারে কবুল হবে। ফেসবুকে আহাজারি নয়।

২| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বাবা ১৬১ বছর বয়সে মারা গেলে আপনি কি কাঁদবেন?

২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: আমার বাবা মরে গেলে আমি এতিম হয়ে যাব। আমি প্রচন্ড দুর্বল হয়ে যাবো। যত দিন বাঁচব এই দুর্বলতা নিয়েই বেঁচে থাকতে হবে।

৩| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৮

জাহিদ অনিক বলেছেন: ঠিক দ্বিমত পোষণ করছি না রাজীব ভাই। আমার চিন্তাটা বলছি। ফারুখ, রাজ্জাক, বুলবুল আহমেদ, আফজাল হোসেন, সালমান শাহ এদের পরে বাংলাদশে কয়জন কোয়ালিটি নায়ক এসেছে?
এদের পরেই এসেছে শাকিব খান, অনন্ত, আরিফিন শুভ, বাপ্পী, জায়েদ খান, সাইমন , ইমন, নিরব এরা । এরা নায়ক?

লোকজন যারা কিছুটা দুঃখ প্রকাশ করছেন তাদের দুঃখ প্রকাশের কারন হচ্ছে আমাদের যে নায়করাজ ছিলেন তিনি চলে গেছেন এখন আর বলতে গেলে এদেশে নায়ক বলতে কেউ নেই।

উত্তমকুমারকে মহানায়ক খেতাব দেয়ার পরে এদেশের পরিচালক ও নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা ভাবলেন ভারতে একজন "মহানায়ক" আছে তাহলে আমাদের দেশেও একজন সেই মাপের সেই উপাধীর কেউ একজন থাকা উচিত। নায়ক রাজ্জাকের ঐ সময়ের পারফর্মান্সের উপর ভিত্তি করেই তাকেই নায়করাজ খেতাব দেয়া হয়।

একজন নায়করাজ চলে গেলেন এবং এদেশ নায়ক শব্দটি থেকে প্রায় বঞ্চিত হল বলেই এত আহাজারি।
তবে আপনার সাথে একমত, ফেসবুকে একটু বেশিই হচ্ছে। এটা যুগের হাওয়া।

২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: অনিক জাহিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
ব্যাপারটা পজেটিভ ভাবে নিয়েছেন।

৪| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৫

আবু মুছা আল আজাদ বলেছেন: আপনার আলোচ্য বিষয়টি সঠিক।
তবে কিছু মানুষ কেদেছে বেশী দু:খ প্রকাশ করেছে সেটা অনেকটাই তাদের শ্রেফ ব্যাক্তিগত ফিলিংস। তবে তাকে বা তার মৃত্যুটাকে স্বাভাবিক নিয়তি হিসেবে মেনে নেয়াটাই অধিক যৌক্তিক।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আবু মুছা ভাই মন্তব্য করার জন্য।

৫| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছুটা সহমত আবার কিছুট দ্বিমত। আর ফেসবুক প্রজন্মতো সবকিছুতেই বেশী বেশী...

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: দ্বিমত কেন? কোথাও যদি ভুল লিখে থাকি, বলেন। নিজেকে শুধরে নিই।

৬| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দ্বিমত কারণ, আপনি যেভাবে একেবারে হা হুতাশ করার কথা ইগনোর করতে বলেছেনে সে কারণে। উনি আমার আপনার বাবার মত সাধারণ কেউ ছিলেন না। তাই একটু হা হুতাশ উনার প্রাপ্যই...

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: সিনেমায় অভিনয় করলেই কি মানুষ মহা মানব হয় ভাই?
একজন নায়কের কি দেশের প্রতি কোনো দায় দায়িত্ব নেই?

৭| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
জীবন থেকে নেয়া। ১৯৭০ সালে জহির রায়হান নির্মিত একটি রাজনৈতিক ছবি।
অভিনেতা রাজ্জাক ছিল তৎকালীন পরাধীন দেশের রাজনীতি সচেতন সচেতন পুরুষ।
রাজ্জাক প্রেম ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই ছবিতে উদীয়মান চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন।
এই ছবি মুক্তিযুদ্ধে বিপুল উদ্দিপনা দ্রুত জয়লাভে বিপুল প্রভাব বিস্তার করেছিল।
ছবিটি একুশের চেতনা বৃদ্ধি, দেশের জাতীয় সংগীত নির্বাচনেও ব্যাপক প্রভাব ছিল বলে আমার কাছে মনে হয়েছে।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। এই তথ্যটি আমার জানা ছিল না।

৮| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১:০২

সেয়ানা পাগল বলেছেন: সহমত।

৯| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৯

অর্ক বলেছেন: তা তো মানুষ করবেই। এতো বড় একজন সেলিব্রিটি। কয়েক দশক ধরে মানুষকে বিনোদন দিয়েছেন... কিন্তু আপনি বলছেন, মানুষের জন্য কিছু করেননি, ব্যাপারটা দুঃখজনক। ঘুরেফিরে যারযার ব্যক্তিগত ব্যাপার। এরকম অনেকেই আছেন সমাজে, যারা ইচ্ছে করলে সমাজকল্যাণে অনেক অবদান রাখতে পারেন। কিন্তু তারা করেন না! তাদের অর্থ সম্পদ, সিদ্ধান্তও তাদের। এখনকার মানুষ আসলে বেশ আত্মকেন্দ্রিক মনে হয় আমার, মুখে মুখে উহ আহ করলেও ভিতরে নির্বিকার। সালমান শাহ'র মৃত্যুটা দারুণ প্রভাবিত করেছিল মানুষকে।

ভালো লাগলো আপনার লেখা। অনেকটাই একমত। আমি তাঁকে শ্রদ্ধা করি। তাঁর আত্মার পারলৌকিক শান্তি কামনা করি। তাঁর নায়িকা শবনমের সাথে 'আয়নাতে ওই মুখ' শিরোনামের গানটি আমার খুব প্রিয়।

শুভকামনা।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: আমিও তাকে সম্মান করি, শ্রদ্ধা করি।

১০| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৯

নতুন বলেছেন: দেশের কোটি মানুষ নায়ক রাজ্জাকের নাম জানে, তাকে চেনে, মানুষ তার ছবি দেখে অনুপ্রানিত হয়েছে, কেদেছে, হেসেছে...

বিনেদন মানুষের জীবনের বেশ গুরুত্বপূন একটা জিনিস.... আর অভিনয়ে তিনি মানুষের হৃদয় ছুতে পেরেছিলেন... সুস্হ বিনেদন দিয়েছেন কোটি মানুষকে...

তাই তার জন্য সবাই হা হুতেশ করছেন....

কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায়না। কিম্বা উল্টা কিছু বললেই আলাদা হওয়া যায়না।

অনেক ইমোসনাল ইন্টেলিজেন্ট কম থাকে... তারা অনেক সময় এই সকল বিষয়গুলি ঠিক বুঝে উঠতে পারেনা।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: হুম আপনি ঠিকই বলেছেন।

১১| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৩

আহা রুবন বলেছেন: চলচ্চিত্রের অভিনেতারা সাধারণ দর্শকের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। তাদের অনুকরণ বা অনুসরণ করে কেউ এগিয়ে যেতে পারে, আবার কেউ কেউ গোল্লায় যায়। যখন মনটা ভীষণ খারাপ থাকে, কারও অভিনয় হয়ত ওষুধের চেয়ে দ্রুত মনের ওপর প্রভাব ফেলতে পারে। আমার এক কাকার কাছে শুনেছিলাম রাজ্জাক সাহেবের অভিনীত 'জীবন থেকে নেয়া' সিনেমাটি দেখে হল থেকে বেড়িয়েই তারা পাকিস্তান বিরোধী শ্লোগান ধরেছিলেন। এমন দেশের বেশ কিছু জায়গায় হলে পরে পাকিস্তান সরকার সিনেমাটির ওপর নিষেদ্ধাজ্ঞা জারি করে। কাজেই একজন অভিনেতা পরোক্ষভাবে মানুষের মনে বড় রকমের প্রভাব ফেলতে পারে। তাঁর মৃত্যুতে মন খারাপ সত্যিই তবে কান্নাকাটি বাড়াবাড়ি বলেই মনে হয়। তাঁর স্মৃতির প্রতি রইল শ্রদ্ধা।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

১২| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:


অভিনয়ে উনার দক্ষতা ও অবদানের জন্য সন্মান রলো।

ধনী মানুষ হিসেবে জাতির জন্য উনার কোন অবদান আছে বলে মনে হয় না।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: কোন অবদান নেই। আর এইখানেই আমার কষ্ট।

১৩| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ২:২২

ডিজিটাল মাঠবাডিয়া বলেছেন: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক আর নেই৷

১৪| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩৮

মুচি বলেছেন: স্বস্তা লেখা। পাব্লিক সেন্টিমেন্ট সম্বন্ধে আপনার কোন ধারনাই নেই, নতুবা আপনার নিজের কোন সেন্সই নেই।

এরকম অনেক কিছুই আছে যা নিয়ে মাথা ঘামালে কারো কিছু যায় আসে না। তবু পাব্লিক মাথা ঘামায়। একটা লোক মারা গিয়েছে। কারো কারো পছন্দের লোক মারা গেলে মানুষজনের একটু কষ্ট লাগবেই।

সব জায়গায় জাতি ও জাতীয় বিষয় না টানাই ভালো। আপনি আলুর সাথে গোমাংসের তুলনা করলে তো হবে না মশাই।

আপনার অপছন্দের অভিনেতা হতে পারেন.... । আপনি অমিতাভ বচ্চনের কথা তুলেছেন, মশাই অমিতাভের অভিনয় আমার তেমন আহামরি মনে হয় না। আপনি চার্লি চ্যাপলিনের কথা তুলেছেন.... আপনি কি চার্লি আর বচ্চনকে এক কাতারে ফেলেছেন !! হাসালেন মশাই।

আপনি শাকিব খান আর রাজ্জাক সাহেবকে এক কাতারে ফেলেছেন। পুরোটাই হাস্যকর লেখা। অবান্তর লেখা আপনার।

আবারও বলছি স্বস্তা ভিউ পাওয়ার জন্য আপনি লেখাটা লিখেছেন। আপনার বাবার সাথে রাজ্জাক সাহেবের চেহারার মিল দেখায় বলেছেন !! কেন? ঐযে স্বস্তা ভিউ.... আপনার।

লোকটাকে ১৬ কোটি বাঙালি চেনে। আর চেনা মানুষ মারা গেলে কষ্ট লাগতেই পারে। যার যার ব্যক্তিগত ফেবু পাতায় যার যা খুশি লিখেছে। আপনার চেতনায় ঘা লাগলো কেন?

কে কার জন্য কি করেছে, কে ভালো, কে মন্দ-তার বিচার আমি আপনি কি করে করি?

সৃষ্টিকর্তা কাকে ক্ষমা করবেন, আর কাকে করবেন না, সেটা তাঁর একান্ত নিজস্ব ব্যপার। সিনেমায় অভিনয় করাটা শরীয়াহ মোতাবেক নয়। তিনি হাজ্জ্ব পালন করে এসে আবার অভিনয় করেছেন। তাতে তার কি ক্ষতি কি লাভ সেটা তিনি বুঝবেন। লোকের তার অভিনয় ভালো লাগতো, লোকে কষ্ট পাবে।

হ্যা, তিনিই বাংলাদেশের শ্রেষ্ঠ নায়ক। আপনার মত ক্ষুদ্র ব্লগারের বাগাড়ম্বরে তার কিছুই যাবে আসবে না। তিনি মারা গেছেন, তাকে লোকে হয়তো আর ২/১০০ বছর স্মরণ করবে, কেউ কিন্তু তাকে খারাপ বলবে না।
আর আপনি মশায় কালের গর্ভে হারিয়ে যাবেন। হয়তো আপনি বেহেস্তবাসী হবেন, হয়তো রাজ্জাক সাহবের স্থান জাহান্নামে হতে পারে। কিন্তু বাংলাদেশ তাকে মনে রাখবে।

আতেল মার্কা পোস্ট। নেভার মাইন্ড..... এ ফ্যান অফ নায়ক রাজ রাজ্জাক, এন্ড এ ফ্যান অফ ওল্ড বাংলা মুভি। ভাববেন না আবার আমিও ওল্ড।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: আপনার কথায় লজিক আছে।

১৫| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩৯

রোকনুজ্জামান খান বলেছেন: Abar naki se raj razzak. Duniyar bahaduri raj giri sesh. Hisab nikasher pala upcomeing.

১৬| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩৯

রোকনুজ্জামান খান বলেছেন: Abar naki se raj razzak. Duniyar bahaduri raj giri sesh. Hisab nikasher pala upcomeing.

১৭| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ২:৪৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: সামুর সেই সুবর্ণ দিন আর নেই; না হলে এমন তর্কসাপেক্ষ, চিন্তা উদ্রেককারী পোস্ট আলেকজান্ডার ডেনড্রাইটের ঐতিহাসিক পোস্টের সঙ্গে মোটামুটিভাবে একই ঘরানায় বিবেচ্য। অবশ্য কম মন্তব্যের একটি কারণ হতে পারে, পোস্ট পড়ে কারও কারও ধারণা হতে পারে যে নিজে খাদ্যগ্রহণ ও রেচন প্রক্রিয়া সম্পন্ন করা এবং অন্যের খাদ্যগ্রহণ ও রেচন প্রক্রিয়ায় সহায়তা করাই মানবজীবনের সাফল্যের চূড়ান্ত মাপকাঠি, যার দ্বিতীয় অংশটিতে নায়ক রাজ্জাক তাঁর জীবদ্দশায় অবদান রেখেছেন বলে পোস্টে কোনো অকাট্য প্রমাণ নেই। আবার রাজ্জাক অন্যদের সাহায্য করেননি এরও প্রমাণ নেই পোস্টে, আর এখানেই পোস্টটির বক্তব্য কিছুটা ম্লান হয়েছে।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: নায়ক রাজ্জাক সাহেব অভিনয় ছাড়া আর কি কি করেছেন- কারো কাছে তথ্য থাকলে আমাকে জানান।

১৮| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৩৩

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: "মুচি"র সাথে একমত। এক একজন মানুস এক একটি বৈশিষ্ট্যের অধিকারি। একজন মানুষের কাছ থেকে আপনি সব গুন আশা করতে পারেন না। তার অভিনয়ের মাধ্যমে তিনি প্রতিবাদ,প্রতিরোধ,মানুষকে বিনোদন দেয়ার কাজটি করে গেছেন। পোস্টে কিছু দুর্বল যুক্তি দেয়া হয়েছে,"মুচি" ভাই তা ধরে দিয়েছেন।

১৯| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪১

আরজু পনি বলেছেন: স্রোতের বিপরীতে একজন সেলিব্রেটির মাল্টিকে লিখতে দেখতাম।
আজ আপনাকে দেখলাম।
আপনি এই পোস্ট না দিয়ে বন্যার্তদের জন্যে কী কী করলেন তা নিয়ে একটা পোস্ট দিলে আরো বেশি ভালো লাগতো।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: আমি মানুষকে বন্যার্তদের জন্য সহযোগিতা করার জন্য উৎসাহিত করেছি।

২০| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সমাজে কবি সাহিত্যিকদের ভূমিকা কী? একেকজন মারা গেলে তাঁর প্রতি আমরা শ্রদ্ধাবত হই কেন? সবাই তো মুক্তিযুদ্ধ করেন নি, সমাজসেবাও করেন নি। অনেকে তৈলবাজি করেন, কান্নাকাটি করে জাতীয় পুরস্কার ভিক্ষা করেন। তো, বলবেন এঁরা বাংলা সাহিত্যের সেবা করছেন, এজন্য সম্মানীয়। রাজ্জাক সাহেবও তেমনি বাংলা সিনেমায় অসামান্য অবদান রেখেছেন। কিছু হিপোক্রেট ছাড়া সবাই তাঁকে মনেপ্রাণে ভালোবাসতেন। প্রিয়জনের বিয়োগে মানুষ কাঁদবেই, কারণ মানুষ পাথর নয়। আপনার বাবা ৫০০ বছর বয়সেও মারা গেলে আপনি চাইবেন, হায়, বাবা যদি আরেকটা দিন বাঁচতেন! বয়সের তো কোনো নির্দিষ্ট সীমারেখা নাই। ৭৫ কেন, বাংলার মানুষ তার ১৭৫ বছর বয়সে মৃত্যু হলেও হা হুতাশ করবে, চোখের পানি ফেলবে।


আপনার লেখা আমার ভালো লাগে। কিন্তু আপনি হয়ত বুঝতে পারছেন না আপনার মধ্যে একটা নেগেটিভ এ্যাটিচুড ক্রিয়াশীল। সেটা বুঝে নিজেকে শোধরে নিলেই ভালো হয়।

শুভ কামনা।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: আপনাদের মন্তব্য থেকে আমি আমার ভুল গুলো একটু একটু বুঝতে পারছি।
অবশ্যই নিজেকে শুধরে নিব।

২১| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৮

জোহা ৭১ বলেছেন: ব্লগে প্লাস অপশনের সাথে মাইনাস অপশন থাকা দরকার। যাচ্ছেতাই কিছু লেখার আগে যাতে ব্লগাররা ভালভাবে চিন্তাভাবনা করে।
উনি যে এতিমদের সাহায্য করে না, এটা কিভাবে নিশ্চিত হলেন? আপনি কি আলোচিত হওয়ার জন্য এইসব উদ্ভট যুক্তি তুলে ধরলেন?

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: না। আসলে আমি এইসব ব্যাপার গুলো জানি না। আপনারা আমাকে জানান।

২২| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: ওনার মৃত্যু নিয়ে ফেইসবুকে এবং অন্যত্র হয়তো মাতম আর হা হুতাশ একটু বেশীই হচ্ছে, কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে উনি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র নায়ক ছিলেন। তাই, ওনার প্রয়াণে মানুষ ব্যথিত হয়েছে, আর তারা তাদের সে শোকটাই প্রকাশ করছে। মানুষ যে বয়সেই মারা যাক না কেন, তার প্রয়াণে তার প্রিয়জনেরা বেদনাক্রান্ত হয়, শোক প্রকাশ করে।
আমার কাছেও ওনার অভিনীত আবির্ভাব ছবিটা অত্যন্ত প্রিয় ছিল। সে সময় চলচ্চিত্র অনেক পরিচ্ছন্ন ছিল।
উনি হয়তো মুক্তিযুদ্ধে যান নি, কিন্তু উনি কখনো মুক্তিযুদ্ধ বিরোধী কোন অনুভূতি বা মন্তব্য প্রকাশ করেছিলেন বলে আমি শুনিনি। সে সময়ে অনেকেই অনেক কারণে মুক্তিযুদ্ধে যেতে পারেন নি, কিন্তু তারা মনে প্রাণে স্বাধীনতাকামী ছিলেন এবং অনেকেই দেশে থেকেই মুক্তিযোদ্ধাদের যতটুকু সম্ভব, সাহায্য সহযোগিতা করেছিলেন।
উনি হয়তো প্রকাশ্যে বড় কোন দান দক্ষিণা বা জনহিতকর কাজ করেন নি, কিন্তু প্রকৃত দানশীল ব্যক্তিরা অনেক সময় লোকচক্ষুর অগোচরে দান করে থাকেন। একজন প্রয়াত ব্যক্তি সম্পর্কে এই বিষয়টি হাইলাইট করাটা আমার ভাল লেগেনি।
তবে এটা ঠিক যে মৃত ব্যক্তি নিয়ে শোক প্রকাশের মাত্রাকে সহনীয় পর্যায়ে রেখে তার জন্য স্রষ্টার কাছে দোয়া ও মাগফেরাত কামনা করাই মৃতের জন্য উত্তম। সেভাবেই তার আত্মা শান্তি পেতে পারে।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: আপনার সহজ সরল সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ।
আপনার মন্তব্য আমি হাসি মুখে গ্রহন করলাম।
আপনি আমার পোষ্টে এসেছেন, মন্তব্য করেছেন তাতেই আমি অনেক খুশি এবং আণন্দিত।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৩| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৩

বারিধারা বলেছেন: যে যে কাজে সফল, তার সেই কাজের জন্যি মানুষ তাকে শ্রদ্ধা করে। রাজ্জাক মুক্তিযুদ্ধ করেনি ঠিকই, কিন্তু দেশপ্রেমের চেতনার বহিপ্রকাশ যেভাবে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাগুলোতে দেখিয়েছে, তা তার জায়গায় কম নয়। দান-খয়রাত কি করেছে জানিনা, কিন্তু গরিব অসহায় মানুষের প্রতি আবেগ যেভাবে ফুটিয়ে তুলেছে, তা অবশ্যই প্রশংসার যোগ্য। রাজ্জাক যদি এখন একজন বিশাল হাতেম তাই হতেন, তারপরেও মানুষ তাকে শ্রদ্ধা করত নায়ক হিসেবেই - দানবীর হিসেবে নয়। বুসন্ধরার মালিক শাহ আলম যদি অভিনয়ে নাম কামাই করে, তারপরেও মানুষ তাকে চিনবে ব্যবসায়ী হিসেবেই।

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যে সুন্দর লজিক আছে।

২৪| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৬

রানার ব্লগ বলেছেন: দেখুন মুক্তিযুদ্ধে যাওয়াটা কোন অন্যায়ের মধ্যে পরে কি না জানি না। স্বাধীনতা যুদ্ধের সময় অনেকেই আছেন তারা যান নি, এর মানি কিন্তু এই নয় যে তারা দেশ বিরোধী ছিলেন। এমন অনেক উধাহারন আছে যারা যুদ্ধে যান নি কিন্তু আড়ালে আবডালে মুক্তিযোদ্ধাদের অসংখ্য সাহায্য করেছেন, এদের নাম কিন্তু মুক্তিযোদ্ধা তালিকাতে আসেনি। তাই বলে আপনি এদের বলতে পারবেন না যে তুমি মুক্তিযুদ্ধে যাওনি তাই তুমি দেশ বিরোধী। যারা দেশ বিরোধী ছিল তারা প্রকাশ্যেই বিরোধিতা করেছে, এবং সুজগের সর্বোত্তম ব্যবহার করেছেন, আদ্যাবদি করছেন বেশ পালটিয়ে।

আর রাজ্জাক সাহেবের কথা বলছেন? আপনি উত্তম কুমারের জন্য হা হুতাশ কেন করেন উনি ভারতবর্ষের তুখর অভিনেতা ছিলেন, আমাদের দেশের মানুষও ঠিক তেমনি কারনে হা হুতাশ করছেন। চার্লি চ্যাপলিন বা আমিতাভের জন্য আপনি আপনার মনের অনুভিতি বহিঃপ্রকাশ করতে পারেন, আর বাংলাদেশের মতো একটি ছোট পরিধির সাংস্কৃতিক মণ্ডলের উজ্জ্বল নক্ষত্র রাজ্জাক সাহেবের জন্য হা হুতাশ আপনার দৃষ্টি কূট কেন লাগলো?

অতিতে, বর্তমানে এবং ভবিষ্যতে ওনার মতো একজন অভিনেতা বাংলাদেশে আসবেন কি না আমার জানা নাই। লক্ষন তা বলে না। আর উনি গরিব দুঃখীর জন্য কিছু করেছেন কি না আমি তার ব্যাক্তিগত জীবনে ঢু মেরে দেখি নাই। কিন্তু উনি ওনার জীবনকে গড়তে সৎ ভাবে পরিশ্রম করেছেন। লোক দেখান দাতাদের মতো ধান্দাবাজি করেন নাই।

২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: দেশ বিরোধী শব্দটা কোথা থেকে আসলো?
সহজ সরল ব্যাপার গুলোকে প্যাচান কেন ভাই?

২৫| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪১

আশিক আশরাফ রহমান বলেছেন: সস্তা কিছু ভিউ আর মন্তব্য চেয়েছিলেন , তাই একটা মন্তব্য দিয়ে গেলাম ।
হ্যাপি ব্লগিং !

২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: জ্যোতিষী নাকি আপনি?
মানুষের মনের কথা জানেন !!!!

২৬| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪১

মোস্তফা সোহেল বলেছেন: রাজীব ভাই ফেসবুকে কি হচ্ছে তা দেখে এমন পোষ্ট আপনার দেওয়া উচিৎ হয়নি। জানেন তো আজকাল ফেসবুক মুচি মেথরেরাও চালায়।
আপনার এমন আনম্যাচুউরিটি ভাব ভাল লাগলনা।
খলিল ভাই ও খায়রুল ভাইয়ের মন্তব্যর সাথে এক মত।

২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: জ্বী। আপনি ঠিক বলেছেন। ধাক্কা খেয়েই শিখতে হয়।

২৭| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২২

রক বেনন বলেছেন: আপনি নিজে দেশের জন্য, দেশের মানুষের জন্য কি কি করেছেন??

২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: এই বিষয়ে অন্য সময় আলোচনা করা যাবে।

২৮| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯

মুচি বলেছেন: @মোস্তফা সোহেল মুচি বলে কি আমরা ফেবু চালাতে পারবো না?? এমন "আনম্যাচিউরড" হলে হয় ভাই? যান একটা আই ই এল টি এস এর কোর্স করে আসুন। মুচি মেথররাও মানুষ, তারাও দেশের নাগরিক।

দেশটা "ইমম্যাচিউরড" পাব্লিক দিয়ে ভরা।

আর লেখক রাজীব ভাই, লিখেছেন উনি নাকি বন্যার্তদের জন্য করেছেন,উনি বলেছেন: "আমি মানুষকে বন্যার্তদের জন্য সহযোগিতা করার জন্য উৎসাহিত করেছি।"

উনি তো রাজ্জাক সাহেবের চেয়ে মহান কাজ করে ফেলেছেন !!! হায় সেলুকাস !! রাজ্জাক সাহেব সিনেমা করে মানুষকে উৎসাহিত করতে পারলেন না আর উনি ঘরে বসে মানুষকে উৎসাহের ডিব্বা দিয়ে মানবসেবা করে ফেললেন। জয়তু রাজীব নুর সাহেব।

২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: ঠিক আছে। আমি অধম আপনার উত্তম হোন।

২৯| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩০

স্বতু সাঁই বলেছেন: আপনার লিখা পড়ে না বলে সেদিন একটা পোস্ট দিয়েছিলেন। তাতে লক্ষনীয় ছিলো, আপনি অজনপ্রিয় একজন লেখক। তাই আপনার লিখা পড়ে না বলে সেদিন আপনার রোদন দেখে বোঝা গিয়েছিলো আপনি একজন অযোগ্য লেখক। আজ একজন জনপ্রিয় অভিনেতার জনপ্রিয়তা দেখে আপনার ঈর্ষা দেখে বোঝা যায় আপনি মাৎসর্য রিপুতে বশিভূত।

২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: ---

৩০| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা... আপনি যে কীসব নিয়ে পোস্ট দেন!

হা-হুতাশ নয়... একজন কিংবদন্তিতুল্য গুণী মানুষের জন্য এটি মানুষের শ্রদ্ধার নমুনা।

মন্তব্য পাবার জন্য আজ একটি জুসতই লেখা দিলেন ভাই :)

২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: এইসব মন্তব্য পেয়ে আমার লাভ কি?
মন্তব্য পেয়ে কি সংসারের খরচ উঠে যাবে?

৩১| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: মুচি বলেছেন,@মোস্তফা সোহেল মুচি বলে কি আমরা ফেবু চালাতে পারবো না?? এমন "আনম্যাচিউরড" হলে হয় ভাই? যান একটা আই ই এল টি এস এর কোর্স করে আসুন। মুচি মেথররাও মানুষ, তারাও দেশের নাগরিক।

আমি কথাটি আসলে কোন অর্থে বলেছি তা আপনি হয়তো বোঝেন নি। শুধু শুধু আমাকে ভুল বুঝলেন। সব মানুষই মানুষ এবং তারা মহান আল্লাহর সৃষ্টি।
আপনি মুচি নামে লিখলেও আমার মনে হয় আপনি একজন সমাজে ভাল স্তরের মানুষ।
আমি মুচি মেথর বলতে ছোট মন মানসিকতার মানুষকে বুঝিয়েছি। বা যাদের মন নৌংরামিতে ভরা।
ফেসবুকে সব ধরনের মানুষ পাবেন। ব্লগেও আছে তবে তা খুব কম।
ব্লগটা এখনও ফেসবুক পর্যায় যায়নি। হয়তো কোন দিন যাবেও না। আশা করি আমাকে বুঝবেন।
আর আমাদরে সমাজে মুচি ম্যাথরদের কেই বা মানুষ ভাবে বলতে পারবেন?

৩২| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৬

কাছের-মানুষ বলেছেন: অবাক হলাম এই ধরনের পোষ্ট দেখে!

জীবন থেকে নেয়া' মত সাহসী সিনেমা করেছিলেন উত্তাল দিনগুলোতে এগুলোকে দেশের জন্য অবধান নয়! সে সময় যারা মুক্তি যুদ্ধ করেনি তারাকি মুক্তিকামি ছিলনা!

তিনি নাড়ি নির্যাতন এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনার কাজ করেছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে এই তথ্যটাকি কি আপনার জানা আছে ? দান খয়রাত , সমাজ সেবা মূলককাজ করেননি এটা কিভাবে নিশ্চিন্ত হলেন!

আপনি নিয়মিত ব্লগার এই ধরনের পোষ্ট ছারাও মন্তব্য জোয়ারে আপনার ভেসে যাবার কথা , চটকদার কোন পোষ্ট না দিয়েও!

একটু ভাবুন ভাই!

২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। সুন্দর তথ্য দিয়েছেন।

৩৩| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

তারেক ফাহিম বলেছেন: ফেবু’র মত সামাজিক ব্যাধিকে অনুসরণ করে পোষ্টটি ভাবর্থ কঠিন হয়ে গেলোনা রাজিব ভাই।

২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: এখন তাই মনে হচ্ছে।

৩৪| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রতিটা মানুষেরই স্ব স্ব ক্ষেত্রে অবদান আছে। চলচিত্রও যে অবদান রাখার মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়; সেটা আপনার বোধগম্য হবে না।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: অলরেডি যথেষ্ট বোধগম্য হয়ে গেছে।

৩৫| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

শরতের ছবি বলেছেন: মানুষ মরে গেলে মানুষ কাঁদে কেন ? (জন্ম মৃত্যু তো স্বাভাবিক । )

আপনি কি তার সিনেমা দেখেছেন ?
দেখে থাকলে -- আপনার কোন অনুভুতির সৃষ্টি হয়নি ?
যদি না হয়ে থাকে ,তবে বুঝতে হবে আপনি অনুভুতিহীন ।

আপনি মানুষের গুণ , বেগুণের পার্থক্য বুঝেন না ।
আপনি গুণীর কদর কি করে বুঝবেন ?

৩৬| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সোহানী বলেছেন: উপরে অনেকেই বলেছে তারপর বলি.... যে যার জায়গা থেকে দেশের সেবা করা যায়। আমি চাকরী করি, ঘুষ খাই না, অন্যায় করি না, দেশের স্বার্থে যেকোন সিদ্ধান্ত নেই কিন্তু অামি কোন জনসেবা করিনি সরাসরি। তাহলে আমার মুত্যুতে কেউ দু:খ প্রকাশ অন্যায়?

তেমনি একজন রাজ্জাক তার অভিনয় দিয়ে দেশের সেবা করেছেন এবং যতদূর জানি উনি কখনই ইন্ডাস্ট্রিয়াল পলিটিক্সে জড়ান নাই, নিজে সৎ থাকার চেস্টা করেছেন। এ দেশে এরকম কয়জনকে পাবেন?

হালের সাকিবকে দেখেন....হেন খারাপ কিছু নাই সে করেনি। অথচ রাজ্জাক সাহেবের ক্ষমতা থাকা সত্বেও কোন নোংরামীতে জড়ায়নি, কোন নায়িকা নিয়ে উল্টাপাল্টা করেননি, ভারতীয় ছবি দেশে আনার চেস্টা করেননি....

তাই তাঁর প্রতি ভালোবাসা থাকা স্বাভাবিক, তাঁর মৃত্যুতে শোক স্বাভাবিক।

ভালো থাকুন....

৩৭| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৮

অালপিন বলেছেন:

আপনার পোষ্টের হিডিং দ্বারা আপনি নায়করাজ রাজ্জাককে একজন সাধারণ মানুষের কাতারে নিয়ে তুচ্ছতাচ্ছিল্ল করেছেন। মনের ভেতর এত পরিমাণ বিষ্ঠা নিয়ে আবার বলে বেড়াচ্ছেন আপনি ১০০% ভালো মানুষ। ছি:

যে মানুষটা প্রায় ২৮ কোটি বাঙালিকে (রাজ্জাক সাহেব পশ্চিমবঙ্গেও জনপ্রিয়) তাঁর অভিনয় প্রতিভা দ্বারা প্রায় ৬০ বছর ধরে অানন্দ যুগিয়ে যাচ্ছেন, তাঁকে আপনি রিকশাওয়ালার অভিনয় প্রতিভার সাথে তুলনা করেছেন।

ভারতে অমিতাভ যা আমাদের দেশে নায়করাজ রাজ্জাক তার চেয়েও বেশি কিছু। আপনি অনেকগুলো হাইপোথেটিক্যাল প্রশ্নের অবতারণা করে সেই ভিত্তিতে নায়করাজকে অশ্রদ্ধার পরাকষ্ঠা দেখিয়েছেন। যে প্রশ্নগুলোর উত্তর কী আমরা কেউ জানি না? অনেকে মন্তব্যের ঘরে উনার কিছু অবদান তুলে ধরেছেন। এতে যদি আপনার কিছুটা হুঁশ ফিরে।

অতি শীঘ্রই সাইকিয়াট্রস্ট দেখান। কিছুদিন ধরে আপনার যে কিচ্ছা-কাহিনি দেখছি, রাস্তায় ট্রাফিক কন্ট্রোল শুরু করার আগেই ডাক্তারের শরণাপন্ন হন। আর ভাঁড়ের মতো আচরণ করা বাদ দিন।

এই ব্লগে আর একটা ভাঁড় দেখছি ইদানিং। কেউ কিছু বললেই বলবে আমার ব্লগে আসবেন না। মেয়েদের সাথে ফ্লার্টিং। অাগ-পিছ না ভেবে উল্টাপাল্টা কমেন্ট করে, কিছুক্ষণ পরেই আবার পায়ে ধরে মাফ চাওয়া। ব্লগের জ্যাঠামশাই সেজে উপদেশ বিলি করা। পোষ্টের কমেন্টে কেউ একটু কড়া ধরণের মন্তব্য করলেই অশ্লীল গালাগালির ফুলঝুরি। একটু পরেই আবার কমেন্ট ডিলিট। আরেকজন মানসিক রোগী।


আপনাদের ভালোমানুষিপনা একটি চরম ভণ্ডামির নজির। এইসব ভণ্ডামি বাদ দিয়ে নিজেকে শুধরে নিন। আর যার যা প্রাপ্য তাঁকে তাঁর মর্যাদা দিন। এতে নিজের গুরুত্বও বাড়বে।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: এত কঠিন করে না বললেও পারতেন।

৩৮| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩

অর্ক বলেছেন: রাজীব নূর ভাই উস্তাদ চলে এসেছে পোস্টে! আর রক্ষা নেই!

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: হায় হায়----------
এখন উপায় !?!?!!

৩৯| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৬

অালপিন বলেছেন: এত কঠিন করে না বললেও পারতেন। -- এইটুকু বোধ যেহেতু রয়েছে, সেহেতু নিজেকে শোধরানো কঠিন হবে না। আজ থেকেই কাজে লেগে পড়ুন। প্রোফাইলে যা লেখা তা প্রমাণ করুন।



****অালপিনের খোঁচা ঠিক জায়গায় লেগেছে মনে হচ্ছে। :P

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৪০| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ক্ষতি কি। বেগ, আবেগ, রাগ, অনুরাগ এই সব নিয়েই তো জীবন। মানুষ মারা গেলে কাঁদতে হবে, দোয়া করতে হবে। এটাই তো নিয়ম। নিয়মের বাইরে গিয়ে কি লাভ?

সবাই মরবে। সবাই তো আর জনকল্যাণ করতে পারে না। তবে মানুষকে আনন্দ দেয়াও তো এক ধরনের সমাজ সেবাই। হতে পারে তা পারিশ্রমিকের বিনিময়ে। আজকাল ধর্মপ্রচারকরাও ফ্রি ধর্ম প্রচার করেন না।

৪১| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: পাকিস্থান আমলে এদেশে যখন উর্দু আর ভারতীয় সিনেমার রমরমা অবস্থা এদেশের বাংলা সিনেমা তখন দাঁড়াতেই পারছিল না সেই সময় এই নায়ক রাজ্জাকরা বাংলা সিনেমাকে এদেশে পুপুলার করেছিল। নায়ক রাজ্জাকের অবদান নাই এটা কি করে বলেন?

৪২| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

ধ্রুবক আলো বলেছেন: খায়রুল আহসান ভাইয়ের মন্তব্যের সাথে একমত।

৪৩| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৯

ধ্রুবক আলো বলেছেন: আপনার কথায় বেশ যুক্তি আছে। সহমত হলাম।
যাক সব কথা এখন উনি মারা গেছেন, মৃত মানুষকে নিয়ে আর কোনো সমালোচনা না করাই ভালো।
দোয়া করি উনার কবরের আযাব থেকে মুক্তি পাক।

৪৪| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৭

সনেট কবি বলেছেন:




বিদায় হে নায়ক রাজ

ছিল সে রাজার মতো অভিনয়ে সেরা
যে আসন ছেড়ে গেল ভক্ত হৃদয়েতে
নেই সে তবুও আছে গুণেতে অপার
রাখবে মানুষ তাঁরে স্মৃতির মিনারে।
হে নায়ক রাজ গুণী আব্দুর রাজ্জাক
শূণ্যতায় ভরে দিল তোমার প্রস্থান।
অভিষেক হয়ে কারো তোমার সে স্থানে
হয়নি এখনো সেই স্থানটি পূরণ।

বিদায় তো স্বাভাবিক সকলের হয়
কিন্তু সকল জনের কথা মনে থাকে
এমন ক’জন আছে পৃথিবীর মাঝে?
অথচ গুণের ভারে হয়েছ অমর
মরেও এখন তুমি; আছ স্মরণেতে
ভক্তর হৃদয়ে এক শক্ত অবস্থানে।

৪৫| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩০

সনেট কবি বলেছেন:




নায়ক রাজ রাজ্জাক স্মরণে-

তুমি চলে গেলে চির প্রস্থান স্থানের
গহিনে হারিয়ে; ছেড়ে ভক্ত কূল দলে
শোকের আড়ালে একা, হে নায়ক রাজ
রাজ্জাক, তোমার স্মুতি স্মরণে অম্লান।
তুমি চেয়েছ গুণের মর্মর প্রাসাদ
সাজিয়ে সেথায় গড়ে আনন্দ ধারার
রকমফের, সেথায় আনবে নতুন
চিত্ত বিনোদক সব শান্তির বারতা।

তুমি পেরেছ নায়ক স্বার্থকতার কি
অফুরান সুখ, সেটি অনুভব করে
নিজ রাজ্যে বিচরণ করতে নিয়ত।
সালাম নায়ক আজ বিদায়ী সালাম,
দিয়েছ অনেক তুমি পেয়েছ অনেক
ভক্তের হৃদয়ে চির পেয়েছ আসন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.