নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এক সময় ঢাকা শহরের আকাশে অনেক চিল দেখা যেত। দোকান থেকে খাবার আনার সময় প্রায়'ই ছোঁ মেরে নিয়ে যেত। আজকাল আর দেখা যায় না। তার মানে চিল বসতে পারে এমন সব গাছপালা কেটে ফেলা হয়েছে। পাখি কমেছে। জীবজন্তু কমেছে। বাড়ছে শুধু বড় বড় দালান। সামনে আমাদের ভয়াবহ দুঃসময়।
যে যা বলে আমি মোটামুটি মেনে নিই। তর্ক করি না, তেমন আপত্তিকর কথা হলেও আপত্তি তুলি না। চুপ করে থাকি। ফলে সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় থাকে।
ছোটবেলায় মা বলতো, শুধু বেঁচে থাক বাবা। তোর কাছে আমি আর কিচ্ছু চাই না। এখন, আমি শুধু কোনোভাবে বেঁচে থাকতে চাই।
নিজের সম্পর্কে কারোই পরিস্কার ধারনা থাকে না।
আমি অনেকদিন ধরে নিজেকে লক্ষ করছি। কখনো বন্ধুর মতো, কখনো শত্রুর মতোন। কিন্তু নিজের মধ্যে আমি কিছু খুঁজে পাই না। মনে হয় ধ্বংসাবশেষে বৃথা গুপ্তধন খুঁজে লাভ নেই।
কেন যে কঠিনভাবে কাউকে প্রত্যাখ্যান করতে পারি না !
মানুষ জীবন পায় শুধু একবারই বাঁচার জন্য। কাজেই তাকে এমনভাবে কাজ করে যেতে হবে, যাতে জীবনের শেষ প্রান্তে এসে মনে না হয় যে, জীবনের সর্বশ্রেষ্ঠ সময় আমি নষ্ট করেছি আলস্য করে। এটা তার মনে হতে হবে যে, আমি জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়েছি মানুষের মহত্তম কল্যাণের জন্য।
পৃথিবীটা যথেষ্ট জটিল। আট বিলিয়ন মানুষ, অগুণিত বিল্ডিং, হাজারো চ্যাঁচামেচি, অযুত-নিযুত গাড়িঘোড়া আর ফুটপাথে বেহেশতি জেওর আর সস্তা চটি বইয়ের সম্মিলিত সমাহার আমাদের মাথা বনবন করে ঘুরিয়ে দেয়ার জন্যে যথেষ্ট।
বাসের এক সিটে দুই জন যাত্রী বসে আছেন। একজন এমনি বসে আছেন এবং আরেকজন সিগারেট টানছেন।
অপর যাত্রী সিগারেট খোরকে বাসের ভেতরের একটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন, "ভাই দেখেন না, লেখা আছে, ধূমপান নিষেধ।"
... সেটা শুনে সিগারেট খোর আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন, "আপনার কোনো অভিযোগ থাকলে চালককে বলুন।"
সেটা দেখে অপর যাত্রী চালকের কাছে গিয়ে বলছে, "চালক ভাই, আমার পাশের সিটের ঐ ভদ্রলোক ধূমপান করছেন ...এবং আমার সমস্যা হচ্ছে, আপনি একটু বিষয়টা দেখবেন।"
তাই শুনে চালক বাসের ভেতরের আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন, "চলন্ত গাড়ীতে চালকের সাথে কথা বলবেননা।"
বাংলাদেশ চলছে এভাবেই, সবাই আইন দেখায়, কিন্তু কেউই আইন মানেনা ।।
২| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৭
চুলবুল পান্ডে বলেছেন: রাম ছা,,,,,,,,,
৩| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪
আল ইফরান বলেছেন: ভাষন যখন দিতে ইচ্ছে করছে তখন চাইলে তো মোবাইলে রেকর্ড করে সাউন্ডক্লাঊডে ছেড়ে দেন, আমরা শুনে কিছু শেখার চেস্টা করি।
৪| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪০
সামিয়া বলেছেন: অনেক ভালো লাগলো লেখাটি ।। শেষ লাইনটি ১০০% সত্য।।
৫| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
ষোলআনা আইনের অপব্যবহার.... খুব সুন্দর উদাহরণ টেনেছেন...
৬| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৭
প্রামানিক বলেছেন: সুন্দর লেখা। ধন্যবাদ
৭| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫০
সিনবাদ জাহাজি বলেছেন: বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আইন বানানোই হয় ভাঙার উদ্দেশ্যে।
৮| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
বাসে যারা এগুলো লিখেছেন, তারা ড: কামাল হোসেনের এসিসট্যান্ট, মনে হয়।
৯| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ১। দেশ স্বাধীন করেছি কি আইন মেনে চলার জন্য।
২। আইন মেনে চলবে গরীব রা ।
৩। আমি তো রাজনীতি করি। আমি কেন আইন মেনে চলবো।
বিঃদ্রঃ আইনের চোখে সবাই সমান।
সবার চোখে আইন সমান নহে।
১০| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৩৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
১১| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৩৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগলো অনেক+
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪
গেম চেঞ্জার বলেছেন: এতদিন পর আসলাম নোটিফেকশন আসে না বিধায়, এসে দেখি আপনি উত্তর দেন নি। এ কেমন ব্লগিং?
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: ভাই মন দিল ভালো নেই।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৩
গেম চেঞ্জার বলেছেন: (আইন আমি মানি। কেউ মানে না এটা ভুল।)
মোবাইলের ক্যামেরা অন করে কোনমতে কাউকে দাঁড় করিয়ে ভাষণটা রেকর্ড করে ইউটিউবে আপলোড করে আমাদের জন্য এখানে শেয়ার করে দেন না ক্যান?