নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দেউল

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১০



বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে মথুরাপুর দেউলটি অবস্থিত। কথিত আছে সংগ্রাম সিং নামক বাংলার এক সেনাপতি এটি নির্মাণ করেছিলেন ৷



অন্য এক সূত্রমতে, সম্রাট আকবরের বিখ্যাত সেনাপতি মানসিং রাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধজয়ের স্মারক হিসেবে এই দেউল নির্মাণ করেছিলেন ৷ সে অনুযায়ী, মথুরাপুর দেউল একটি বিজয়স্তম্ভ ৷

বারোকোন বিশিষ্ট এই দেউল মাটি থেকে প্রায় ২১.২ মিটার উঁচু । মঠের ভিতর একটি ছোট কক্ষ রয়েছে ।




রবীন্দ্রনাথ বলেছেন,
রচিয়াছিনু দেউল একখানি
অনেক দিনে অনেক দুখ মানি ।
রাখি নি তার জানালা দ্বার ,
সকল দিক অন্ধকার ,
ভূধর হতে পাষাণভার
যতনে বহি আনি
রচিয়াছিনু দেউল একখানি ।

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২২

শায়মা বলেছেন: সন্যাসী উপগুপ্ত
মথুরাপুরের প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত!


এই কবিতাও কি এই মথুরাপুর নিয়েই লেখা!


আর এই দেউল বা মঠ বা বিজয়স্তম্ভটি কি মথুরাপুর ওরফে মধুখালী স্যুগারমিলের কাছকাছি অবস্থিত?

৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: জ্বী.।.।.।

২| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৮

জাহিদ অনিক বলেছেন: গর্জিয়া উঠিল সংগ্রাম সং জিনিছে মুসলামান,
জয়ী বলিবো না এ দেহে রহিতে প্রাণ ! -- সেই সংগ্রাম সিং !

৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: জ্বী জনাব, জ্বী.।.।.।।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৫

ভ্রমরের ডানা বলেছেন:

ছবিতে আপনার হাসিটা চমৎকার....

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

আলভী রহমান শোভন বলেছেন: দেউলটির ব্যাপারে জানতাম না। আপনার পোস্টের কল্যাণে জানা হয়ে গেল। ধন্যবাদ। :)

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

কানিজ রিনা বলেছেন: বেশ ভাল লাগল ধন্যবাদ।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জানার আছে অনেক কিছু।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

আল ইফরান বলেছেন: ফরিদপুরে বেশ কয়েকবারই গিয়েছি কিন্তু জানতাম না এই জায়গার কথা।
পরের বার গেলে একবার দেখে আসবো, ফরিদপুর ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

পার্থ তালুকদার বলেছেন: বিজয়স্তম্ভ দেখে ভাল লাগলো ।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা পোষ্ট
শুভ কামনা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.