নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ উপলব্দি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮


১। হুটহাট করে মাঝে মাঝে টুকরো টুকরো সৃতি খুব মনে পড়ে যায়। কত তুচ্ছ অর্থহীন সব ঘটনা।

তখন আমার চার কি পাঁচ বছর বয়স হবে-
একটা চকলেট হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে অসংখ্য পিঁপড়া আমাকে ঘিরে ধরলো। পিপড়ার কামড়ে ঘুম ভেঙ্গে গেল, চিৎকার করে কাঁদতে শুরু করলাম আমি। মা আলো জ্বালালো। দেখা গেল লাল পিপড়ে দিয়ে ভরে গেছে আমার বালিশ- বিছানা। আব্বা তো হই চই শুরু করে দিল। একটাকেও আস্ত রাখবো না। সব ক'টা পুড়িয়ে মারবো। আমার ছেলেকে কামড় দিয়েছে। কেরাসিন আনো, দিয়াশলাই দাও। মা বলল, এত রাতে চিৎকার চেচামেচি করো না। ......

আর আমি তখন বসে বসে ভাবছি- পিঁপড়েদের খবর দিল কে? কি করে তারা জানতে পারল আমার হাতে চকলেট আছে? পিপড়া'রা কি রাতে ঘুমায় না?

২। প্রায়'ই চোখের সামনে ঘোর বর্ষাকালের একটা দৃশ্য ভাসে।
চার দিন ধরে তুমুল বৃষ্টি। স্কুল বন্ধ, বাজার-হাট বন্ধ, উঠোনে হাঁটু পানি। একটি পরিবারের- মা বাবা ভাই বোন সবাই বারান্দায় বসে পানি দেখছে। চুপচাপ। কারো মুখে কোনো কথা নেই। টিনের চালে শুধু বৃষ্টির ঝমঝম শব্দ। তাদের পেট ভরতি ক্ষুধা। কিছু করার নেই। রান্না ঘর পানিতে ডুবে আছে।
শুধু বৃষ্টি পড়ছে। শুধু বৃষ্টি পড়ছে।

৩। হঠাৎ উপলব্দি হলো, পৃথিবীর সব শিশুদের কান্না একই রকম। মানুষের মধ্যে কত রকম জাতি, কত ভাষা, কত সংস্কার, কত রকম বিভেদ, সবই কৃত্রিম ভাবে তৈরি করা। অথচ সব মানুষ'ই একই রকমভাবে জন্মায়, জন্মের পর অন্তত দু-তিন বছর মানব শিশুর হাসি ও কান্নায় কোনো প্রভেদ নেই। কোনো ধনীর ঘরের শিশু আর ঢাকার কোনো বস্তির গরীব মায়ের সন্তান ঠিক একই সুরে কাঁদে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সব মানুষ'ই একই রকমভাবে জন্মায়, জন্মের পর অন্তত দু-তিন বছর মানব শিশুর হাসি ও কান্নায় কোনো প্রভেদ নেই। কোনো ধনীর ঘরের শিশু আর ঢাকার কোনো বস্তির গরীব মায়ের সন্তান ঠিক একই সুরে কাঁদে।

চমৎকার বলেছেন।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সুন্দর লিখেছেন এমন সবার বেলায় হয়ে থাকে।
কয়েকটা বানান ঠিক করে নিয়েন-
সৃতি< স্মৃতি, পিপড়ে< পিঁপড়ে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

মনিরা সুলতানা বলেছেন: অনুভূতির প্রকাশ ভালোলেগেছে !

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

জাহিদ অনিক বলেছেন: শেষ দুটো, টুকরো টুকরো সাদা মিথ্যে

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

বিষাদ সময় বলেছেন: যথারীতি হয়তো মন্তব্যের জবাব দিবেন না। আপনার চিন্তা গুলো ভালো লাগলো।
তবে "উপলব্দি" না "উপলব্ধি"।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: কেন যে ভুল করি!!!

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি মনে হয় বেশির ভাগ অবসর সময় কাঠান। তাই এই সমস্ত ভাবনা ভাবতে পারেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: সকালে বের হই, রাতে বাসায় ফিরি। অবসর কাটাই না। অফিস সপ্তাহে শুধু একদিন ছুটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.