নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৪২

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

১। এই শহরে আমার কোথাও যাওয়ার জায়গা নেই। থ্রি কমরেডস- এর মতন বন্ধু আমার একজনও নেই। কোনো-কোনো সন্ধ্যায় ইচ্ছা করে- ঘরে না ফিরে, কোথাও বসে খুব আড্ডা দেই।
পুরো শহরটাকে একটা সবুজ ঘাসে ভরা মাঠ মনে করে- আমি শুধু এক রাস্তা থেকে আরেক রাস্তায় হাঁটতেই থাকি। নানান রকম চিন্তা-ভাবনা করতে করতে- রাস্তার পাশের চায়ের দোকান থেকে চা খাই। চিন্তা ভাবনা থেকে মুক্তির জন্য- চায়ের দোকানে থাকা লোকদের সাথে তর্কাতর্কীতে মেতে উঠে- সব চিন্তা ভাবনা ভুলে যাই।

২।
চোখের সামনে প্রচুর বই থাকলে, দেখতে ভালো লাগে।

৩। মসজিদ নির্মাণের জন্য অর্থ সাহায্য চাইলো মসজিদের ঈমাম। সবার আগে এগিয়ে এলেন এক যৌনকর্মী, বললেনঃ এই নিন দশ হাজার টাকা।
যদিও টাকা আমাদের খুবই প্রয়োজন, - বললো ঈমাম, - তবে নোংরা পথে অর্জিত এই টাকা আমি গ্রহণ করতে পারছি না।
উপস্থিত কয়েকজন মুসল্লি সেই সময় চিৎকার করে বললোঃ নিয়ে নিন, হুজুর ওগুলো আমাদেরই টাকা।

৪। মুসলিম বিদ্বেষ, ঘৃণা এবং আক্রমণেই বঙ্কিমের লেখার মূল চারিত্র্য। অপরদিকে মীর মশাররফ হোসেন-তাঁর সাহিত্যের বিষয়বস্তু মুসলিম ঐতিহ্য থেকে গ্রহণ করলেও তাঁর ভাষা এবং তাঁর প্রকাশে অন্য ধর্ম কিংবা অন্য জাতির প্রতি ঘৃণা ও বিদ্বেষের চিহ্নমাত্র নেই। ‘রাজ সিংহ’ ও ‘আনন্দ মঠ’ উপন্যাস দুটি পড়ে দেখুন। অথবা মৃণালিনী পরে দেখুন। মৃণালিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় উপন্যাস।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৯

সেয়ানা পাগল বলেছেন: আপনি কি ‘রাজ সিংহ’ ও ‘আনন্দ মঠ’ উপন্যাস দুটি পড়ে দেখেছেন? নাকি কারো কথা অন্ধের মত কপি-পেস্ট করেছেন।
যদি পড়ে থাকেন একটা রিভিউ লিখেন বিশদ ভাবে। কারণ এইভাবে কিছু একটা বলে দিলে ব্লগে বাকি সবার লেখক বঙ্কিমের উপর নেগেটিভ একটা ধারনা জন্মায়। ভারতের স্বাধীনতা আন্দোলনে ‘রাজ সিংহ’ ও ‘আনন্দ মঠ’ উপন্যাস দুটির গুরুত্ব অপরিসীম তাই ব্রিটিশ সরকার এই উপন্যাস দুটি কে ব্যান করেছিলো সেই সময়ে। সেই সময় ‘আনন্দ মঠ’ প্রত্যেক বিপ্লবীর অবশ্য পাঠ্য ছিল।

বাংলাদেশ এর রোহিঙ্গা ক্যাম্প ছবি ব্লগ।


১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: উত্তেজিত হবেন না।
যদি আমার ভুল থাকে ধরিয়ে দেন শুধরে নিব।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: রাজিব ভাই আরো বিস্তারিত লিখলে ভাল লাগা আরো বেড়ে যেত।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

ফেল কড়ি মাখ তেল বলেছেন: রাজীব ভাইজান, চাদগাজীর চামচামী রেখে নিজের ব্যক্তিত্ব নিয়ে ব্লগিং করুন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: আগে বলুন চামচামী করে আমার কি লাভ হলো? কত টাকার মালিক হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.