নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার ছেলে বেলার ছবি।
১। অফিসের বস পিয়নকে একটা ম্যাচবাক্স কিনে আনতে বললেন। পিয়ন দোকান থেকে ম্যাচবাক্স কিনে এনে দিল বসকে। জ্বালাতে গিয়ে বস দেখলেন, একটা কাঠিও জ্বলছে না। বসের রাগত কণ্ঠঃ ‘কী এনেছিস রে বোকা? একটা কাঠিও তো জ্বলছে না!’ পিয়নের উত্তরঃ ‘কী যে বলেন স্যার? প্রত্যেকটা কাঠি আমি নিজে জ্বালিয়ে দেখেই ম্যাচটা এনেছি স্যার।’
২। যে হারে টাকার দাম কমতেছে, তাতে সেইদিন বেশীদিন দূরে নয় যখন বলতে হবে,
-এই রিকশা মতিঝিল যাইবা ?
- যামু
- কত ?
- চাইর লাখ ।
- না মামু । তিন লাখ পঁচাত্তর
দিমুনে... চলো ।
৩। একটা গান খুব খুঁজতেছি, গানের লিরিক মনে নাই, গানের শিল্পীদের নাম মনে নাই, কোন সিনেমার গান তাও মনে নাই, শুধু মনে আছে নদী খাল বিল, নৌকা, জাহাজ ভেসে বেড়াচ্ছে, আর পুরুষ ও নারী কন্ঠে দুইজন বাংলাদেশ নিয়ে গান গাইছে।
৪। একটা ক্ষুধার্ত কুকুরকে যদি তুমি যত্নআত্তি করো - সে তোমাকে অন্তত কামড় দেবে না এই ব্যাপার নিশ্চিত থাকতে পারো। মানুষ আর কুকুরের মাঝে এটাই মূল পার্থক্য ।
- মার্ক টোয়েন
৫। মেয়ে মানুষে আর পুরুষ মানুষে তফাত থাকবে না, তাই কি হয় ? তফাত আছে, প্রকৃতির তফাত । কিন্তু ক্ষমতার নয় । পুরুষ মানুষ চালায়, মেয়ে মানুষ চলে- এই তো চলে আসছে চিরকাল । আসলে পুরুষ মানুষের মধ্যে যা আছে, মেয়ে মানুষের মধ্যে তা নেই । আবার মেয়ে মানুষের মধ্যেও এমন কিছু আছে যা পুরুষের নেই । এক হিসেবে দু'পক্ষই সমান । যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি তো আহাম্মক নন। সমান সমানই দিয়েছেন দু'জনকে, তবে রকমটা আলাদা । তবে মেয়ে মানুষ যদি পুরুষের সঙ্গে গায়ের জোরে পাল্লা দেয় বা পুরুষের যা জন্মগত গুন সেইটা নিয়ে বাড়াবাড়ি করে, তা-হলে তো হেরেই যাবে । আবার মেয়ে মানুষের যা বিশেষ গুন সেখানে পুরুষ ভেড়া। ঈশ্বর দু'জনকে দু'রকম ভাবে গড়েছেন-এইটা বুঝতে হবে ।
৬। গত দশ বছরে তৃতীয় বারের মতো পড়ে শেষ করলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর 'পার্থিব'।
অজস্র চরিত্র, নানান ঘটনাবলী, মানুষের জীবনের নানা টানাপোড়েন, উত্থানপতন, ঘাত-প্রতিঘাত ফুটিয়ে তুলেছেন তিনি এখানে, এবং যেভাবে সবাইকে একজায়গায় জড়ো করে এক স্রোতে মিলিয়েছেন, সেটা এককথায় অতুলনীয়।
উপন্যাসে শহর গ্রাম মিশে একাকার হয়ে গিয়েছে- কখনও লন্ডন-আমেরিকা । বুড়ো বিষ্ণুপদর তিন ছেলে ও দুই মেয়ে । এক মেয়ে নিখোঁজ। বড়ো ছেলে কৃষ্ণজীবন একজন বিজ্ঞানী । মেজ ছেলে রামজীবন- একজন ডাকাত । আর কন্যা বীনাপানি-যাত্রাপালা অভিনয় করে এবং তার সাধু স্বামী নিমাই । অ্ন্য দিকে হেমাঙ্গ - হেমাঙ্গ খুব সৌ্খিন এক যুবক। রশ্মি রায় ।হেমাঙ্গর চাচাতো বোন চারুশীলা । চয়ন- মৃগী রোগী । কিন্তু ছাত্রদের পড়ায় ভালো । ঝুমকি-, ঝুমকির বোন অনু- মনীশ, রিয়া এবং আরও অনেক চরিত্র ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: এখনও ভালো আছি।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তখনি ভালো ছিলেন এখন না।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
ওমেরা বলেছেন: পাঁচ মিশালী শাক, পাঁচ মিশালী মাছ, পাঁচ মিশালী আনন্দ !!
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার ছেলে বেলার ছবি - কিউট ডিব্বা
ভাব দেখে মনে হয় স্কুল পালানো পাব্লিক।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩৯
চাঁদগাজী বলেছেন:
পার্থিবকে ২/৩ পর্বে নিজের ভাষায় প্রকাশ করুন
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: আপনি কি বইটা পড়েছেন?
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তখনি ভালো ছিলেন এখন না।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।