নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মহাত্মা গান্ধী বলেছিলেন, দুর্বল কখনো ক্ষমা করতে পারে না। আজ তাই তোমরা শক্ত হও। শৈশবের ক্ষতের যা প্রভাব আজকের জীবনে পড়ছে, তা কাটিয়ে ওঠো। আজ থেকে শোনা যাক এক নতুন সংগীত। সে সংগীত শিশুদের হাসির। চলো সবাই মিলে সারিয়ে তুলি এই পৃথিবীর যত ক্ষত, বেদনা। সবাই সুখী হও।
২। গাছপালা আমার অনেক ভালো লাগে । জগদীশ বোস গাছপালার মধ্যে প্রাণ আবিস্কার করেছিলেন । সারা দুনিয়ার বোকা লোকেরা এক বাঙ্গালীর কাছে শিখেছিল এই মহান সত্য, তবু নোবেল প্রাইজ দেয়নি । আমার হাতে ক্ষমতা থাকলে জগদীশ বাবুকে চারবার নোবেল প্রাইজ দিতাম । গাছপালার প্রাণ যে কত বড় আবিস্কার তা কেন যে তেমন স্বীকার করল না বিদেশীরা !
৩। একটা পত্রিকা পড়লে যাকে দেবতা মনে হয়, অন্য পত্রিকা দেখে তাকেই দানব ভাবা হয়। এটা হলো জনমতকে নিয়ন্ত্রণ করার জন্য মিডিয়ার একটা কৌশল।
৪। কোন স্ত্রীকে সফরে সাথে নিবেন সেজন্য রাসূল (স) লটারী করতেন। যেভাবে আম্পায়ার বা রেফারীগণ লটারী করে থাকেন।
৫। এমন কি কোনো গান আছে- যে গানে নদী আর নদীর ঢেউয়ের কথা আছে, আকাশ ভরা কালো মেঘের কথা আছে, মানব-মানবীর ভালোবাসার কথা আছে, বিরহের কথা আছে । যে গান শুনে বুকের ভেতর হাহাকার করে উঠবে ।
২| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
জগদীশ বাবুর সময়, গাছ নিয়ে মানুষ বেশী চিন্তিত হননি; সম্প্রতি জনসংখ্যার বিস্ফোরণ ঘটাতে মানুষ গাছে প্রতি দৃষ্টি দিয়েছেন।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো পোস্টটি-- তথ্যপূর্ণ। তবে ৪ নাম্বারটা ঠিক কেন এলো, বুঝলাম না। শ্যামল মিত্রের "চেনা চেনা লাগে" গানটা শুনে দেখতে পারেন। আশা করি আশা পূর্ণ হবে। গানে নদী আছে,
'তুমি আমি যেন নদী
বয়ে গেছি নিরবধি
অজানা দেশে যেখানে এসে
সাগরে মেশে জোছনা
ভালবাস যদি কাছে আসো না
আ হা হা হা হা হা...
গান ভালো লাগলে ধন্যবাদ জানাতে ভুলবেন না আবার!
৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮
জাহিদ অনিক বলেছেন:
কোন স্ত্রীকে সফরে সাথে নিবেন সেজন্য রাসূল (স) লটারী করতেন। যেভাবে আম্পায়ার বা রেফারীগণ লটারী করে থাকেন। রেফারিরা তো খেলার আগে কয়েন দিয়ে টস করেন। দুইটা অপশন থেকে যে কোন একটা ওঠে। রাসুল এর তো দুই অধিক বিবি ছিল।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।