নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পার্থিব

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪



বাড়ির কাউকে না বলে একবার পাখি শিকার করতে গেলাম পাশের গ্রামের রফিক চাচার সাথে। তখন আমি অনেক ছোট। দাদা একবার বলেছিলেন- পাখি মারা ঠিক না। কেউ কেউ উড়ন্ত পাখিকে নিরাপদে চলে যেতে দেন।
মাঝি তীর গতিতে নৌকা চালিয়ে নিয়ে গেল এক চরে। সেখানে নির্জনতা, আর এক ঝাঁক পাখি।

রফিক চাচার হাতের টিপ ভালো, সে দু'টা পাখি মেরে ফেলেছেন। সে আমার হাতে বন্ধুক দিয়ে বললেন- দেখ চেষ্টা করে। পারিস কিনা। আমি একটা বেলে হাস মেরে ফেললাম। অজানা এক উত্তেজনায় কাঁপছিলাম। একটু পরে আমার সাহস বেড়ে গেল। একটা ডাহুক মেরে ফেললাম।

খুব ভাব নিয়ে বাড়ি ফিরলাম। দাদা বললেন, পাখিরা খুব নিরিহ হয়। ওদের মারায় কোনো বীরত্ব নেই।


হাসান রাজার একটি গানের লাইন- ''ঘুড্ডি উড়াইলো মোরে মৌলা'র হাতে ডোরী''
ভাবার্থ হলো- একটি ছেলের হাতে সূতায় বাঁধা উড়ন্ত ঘুড়ি যেরুপ, আল্লাহর হাতে মানুষও সেরুপ।
অর্থাৎ মানুষ যখন আত্মাতে নিবিষ্ট হয়, তখন সে সৃষ্টিকর্তার সঙ্গে তার সম্পর্ক খুঁজে বেড়ায়।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: স্মৃতিচারণ বেশ হয়েছে
কিছু কথা যেন তবু বাকি রয়েছে।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: আসলেই কিছু বাকি আছে।

২| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!
কি দারুন কথা ।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন সুলতানা।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬

বিলিয়ার রহমান বলেছেন: ভাগ্য ভালো আপনার সাহস আরো বাড়ে নাই!!!


বাড়লে হয়তো দু চারটা..........!:)

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: হে হে হে .।.।.।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ আত্মাতে নিবিষ্ট হয়ে যখন সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্হাপনের চেষ্টা করে, তখন সৃষ্টিকর্তার সাথে কি সংযোগ হয়?

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: এই তো ঝামেলায় পরে গেলাম।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

ওমেরা বলেছেন: আমার বড় মামা অনেক পাখি শিকার করত, একবার একটা অনেক বড় পাখি মেরেছিল নাম মনে নাই ।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: বক ? নাকি বেলে হাঁস? অথবা অতিথি পাখি?

৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

প্রামানিক বলেছেন: মারলেন পাখি শেষে প্যাচাইলেন আল্লারে। এই জন্য তো চাঁদগাজী ভাই প্যাচাপ্যাচি শুরু কইরা দিছে।

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

ওমেরা বলেছেন: বক তো অনেক শিকার করতেন বড় পাখিটার নাম মনে নাই আমি তখন ছোট ছিলাম ।

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: হুম।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

মিথী_মারজান বলেছেন: দারুণ অনুভূতি!
শেষের কথাগুলো অনেক ভাব গাম্ভীর্যপূর্ণ।
এবং অবশ্যই সুন্দর।

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

বানেসা পরী বলেছেন: আপনার দাদা ঠিক কথা বলেছিলেন।
হাসন রাজার গানের লাইনটাও সুন্দর।
আপনি কি ছোটবেলায় দুষ্টু ছিলেন বেশি?
ছোটবেলার ছবির চোখ আর হাসিটাতে একটা মিষ্টি দুরন্তপনার ছায়া আছে।

১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

রাজীব নুর বলেছেন: না মন ভরে দুষ্টমি করতে পারিনি।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

জাহিদ অনিক বলেছেন:


সেই অর্থে পাখি শিকার করা নাই আমার এখনও, কেবল জবাই টবাই করেছি।
তবে পাখি শিকারের ইচ্ছে আছে, হরিণ বা বাঘ টাঘও মারার ইচ্ছে আছ।
"তোমার মৃত্যু আমার হাতে, এটা একটা পৈশাচিক খেলা"।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: এইসব তো এক হিসাবে হত্যা।
কোনো হত্যাই আমার কাছে ভালো লাগে না।

১১| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব মামা চাচার কথা গল্প বা নাটকে দেখেছিলাম। কিন্তু বাস্তবে আমার মামা, চাচা কেউ শিকারী ছিলেন না...

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: বাস্তবে শিরাকী না থাকাই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.