নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নদী, নারী ও পাপ

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬



নদী। এই নদীতে প্রতিদিন কতশত পাপ হয় তা কি আপনারা জানেন? কোনোদিন জানতে চেষ্টা করেছেন? নদীতে পাপ যখন খুব বেশি হয়, নদী আর সহ্য করতে পারে না, তখন নদী রেগে পাপীদের শাস্তি দেয়। বাংলাদেশে নদীর অভাব নেই। নদীর নাম গুলোও খুব ভীষন সুন্দর হয়। একটি নদী থেকে অসংখ্য নদী সৃষ্টি হয়। পৃথিবীর সব দেশেই নদীকে ঘিরে বড় বড় বন্দর গড়ে উঠে। বাংলাদেশের নদ-নদীর মোট দৈর্ঘ্য প্রায় ২৪,১৪০ কিমি। ছোটবড় মিলিয়ে প্রায় ৭০০ নদী পুরো বাংলাদেশ রয়েছে। নৌপথের দুঃখজনক ঘটনা গুলো নিয়ে নজর নেই কারও। খুব বেশি অবহেলিত নদী ও নদী পাড়ের মানুষেরা।। নদীর নাব্য কমে যাওয়ায় ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নৌপথ। নদী না বাঁচালে যে মানূষ বাঁচবে না, সেদিকে কারো লক্ষ্য নেই।

এই সমাজের মানুষগুলো সত্য-সত্যই নদীর মতো কখনো সরল এবং কখনো নদীর মতোই বাঁকা। নদীর সঙ্গে নারীর মিল শুধু কবিতা আর সাহিত্য সৃষ্টিতে নয়। পুরাণের বহু জায়গায় নদী ও নারী এক হয়ে মিশে আছে। পুরানে, কবিতায়, সাহিত্যে, চিত্রে, মানুষের মন ও মননে এভাবেই নদী আর নারী যেন পাশাপাশি অবস্থান করে। এক সময় নৌপথকে ভাবা হতো নিরাপদ যাত্রাপথ হিসেবে। প্রতি বছর অসংখ্য মেয়েকে ধর্ষণ করে নদীতে ফেলে দেয়া হয়। অসংখ্য মানূষ হত্যা করে নদীতে ফেলা হয়। নদীতে বেশ কিছু ডাকাতের দল আছে। তারা হঠাত আক্রমন করে সাধারন মানূষের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। নদী পাড়ের গ্রাম গুলোতে খুব বেশি ডাকাতি হয়। নদীতে যারা ডাকাতি করে তাদের জলদস্যু বলা হয়। নদীতে মাছ ধরা নিয়ে কত হানাহানি হয়। বিয়ে করে নদী পথে বউ নিয়ে যাওয়ার সময় হঠাত করে জলদস্যুরা আক্রমন করে সব নিয়ে যায়।

নৌ পথ চোরাচালানীদের স্বর্গরাজ্য। চোরাচালান প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। একজন লঞ্চ মালিক ইচ্ছা করে চোরাকারবারিদের কাছে তার লঞ্চ ভাড়া দেয়। বিনিময়ে সে অনেক টাকা পায়। নৌ পুলিশ তাদের না ধরে বরং আরও সহযোগিতা করে। কর্ণফুলী নদী পথে প্রতিমাসে ২০ থেকে ৩০ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন ও গামারী কাঠ পাচার হচ্ছে। মানূষের পাপের কারনে, লোভের কারনে নদী ভাঙ্গে। তাই নদী ঘর-বাড়ি সব তলিয়ে নিয়ে যায়, মানূষকে শিক্ষা দেয়। গত ৪৬ বছরে হাজার হাজার গ্রাম বিলীন হয়ে গেছে। নদী ভাঙনে প্রতি বছর ২৫ হাজার একর জমির ফসল নষ্ট হয়ে যায়। তারপরও মানূষের শিক্ষা হয় না। প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও ভাঙন কিন্তু বন্ধ হচ্ছে না। প্রতি বছর ত্রিশ হাজারের বেশি লোক পানিতে পড়ে মারা যায়। মানুষের লোভ খুব বেশি। লোভের জন্যই তার এত বেশি খামখাম ভাব। কিন্তু তার এত সম্পদ সে পুরোপুরি ভোগ করে যেতে পারবে না। মরে যাবে, কবরে পচবে। তারপরও আরও চাই..., আরও চাই ...

নদী আমার ভীষন ভালো লাগে। বিশাল বিশাল নদী। পদ্মা নদীতে কত লাফালাফি করেছি। নদী পথে নৌকা করে এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যেতাম। নৌকায় করে মাছও ধরেছি। রবীন্দ্রনাথ নদী খুব পছন্দ করতেন। তার নিজের দু'টা বজরা নৌকা ছিল। তিনি নৌকায় অনেক সময় কাটাতেন। নৌকায় বসে কত কবিতা গান লিখেছেন তার ইয়ত্তা নেই। নদীর যে সৌন্দর্য- তা আমাকে বারবার মুগ্ধ করে। কীর্তনখোলা নদীটা খুব উপভোগ করেছি। সারারাত লঞ্চের ছাদে বসে নদীর সৌন্দর্য মন ভরে খেয়েছি। নদী নিয়ে কত গল্প কবিতা আর উপন্যাস লেখা হয়েছে তার হিসাব নেই। অনেক সিনেমা হয়েছে।

গানটা শুনে দেখুন ভালো লাগবে- ''পদ্মার ঢেউ রে মোর শুণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে ...''

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


বুড়িগংগা তো ঢাকাবাসীদের পায়খানা বুকে ধারণ করে, নিজেই নিজের কাছে অপবিত্র হয়ে গেছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: শুনেছি এখন নাকি অনেকটা পরিস্কার করা হয়েছে। আগের মতো তীব্র পচা গন্ধ নেই।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:



নগরবাসী জানে না, তাদের সুয়েরেজ কোথায় যাচ্ছে, এরা কোন ধরণের নগরবাসী?

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: ওস্তাদ বড় বড় চিন্তা করি তো- তাই ছোট ছোট বিষয় গুলোর হিসাব রাখা হয় না।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: নদী নিয়ে সুন্দর পোস্ট।+

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০

কাছের-মানুষ বলেছেন: আমাদের নদীগুলো বরাবরই অবহেলিত।প্রভাবশালীরা নদী দখল করে নদীর আয়তন দিন দিন ছোট করছে , মানুষের বজ্র নদীতে মিশছে প্রতি নিয়ত !
নদী নিয়ে ভাল পোষ্ট।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: আমাদের একজন দক্ষ নৌ মন্ত্রী দরকার। শাহজাহান সিরাজ সাহেবকে দিয়ে হবে না।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইউরোপ, আমেরিকা তো নদীদের ডেভেলপ করছেই, কিন্তু আরবরা যদি আমাদের মত এত নদী পেত তাহলে দুনিয়াতেই স্বর্গ বানিয়ে ফেলত...

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: আমাদের যোগ্য লোক দরকার। সৎ এবং ভালো মানুষ।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল নদীপ্রেমের কথা...

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

কামরুননাহার কলি বলেছেন: লেখাটি পড়ে ভালো লাগলো।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিস্তীর্ণ দুপাড়ে অসংখ্য মানুষের হাহাকার শুনেও
ও গংগা তুমি বইছো কেন?????

গানটাই মনে পড়ল!

+++

২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৭

জাহিদ অনিক বলেছেন:



নদীমাতৃক বাংলাদেশ;
ভালো থাকুক নদী
ভালো থাকুক জল
বেঁচে থাকুক জীবন

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: তাই যেন হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.