নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জুতোর পেরেক কোথায় ফোটে তা টের পায় শুধু জুতোটা যার পায়ে ...

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২০



১। মনে হচ্ছে আমি এক নিষ্কর্মা মানুষ । সারাদিন অকাজ করে যাচ্ছি । দুনিয়াতে যারা বড় মানুষ তারা মনে হয় বিশ্বকর্মা । তারা কত কী ভাবছে আর করে ফেলছে । সেই জন্যই তো দুনিয়াতে কত অশৈলী কান্ড ঘটছে । আকাশে এরোপ্লেন উড়ছে, চাঁদে মানুষ যাচ্ছে, লোকে টিভি দেখছে ঘরে বসে । ওসব তো আমার মতো বোকা মানুষের কর্ম নয় । ঝিমিয়ে ঝিমিয়ে বেঁচে আছি । নাড়ী চলছে, বুক ধুক ধুক করছে, খাচ্ছি, ঘুমাচ্ছি । আমি থাকলেই কি, গেলেই কি । দুনিয়ার লাভও নেই, লোকসানও নেই ।

২। রোগীঃ আশ্চর্য ব্যাপার ডাক্তার, আপনার নার্সের স্পর্শেই আমি অনেকটা সুস্থ!
ডাক্তারঃ হুম, স্পর্শের শব্দ আমি রুমের বাইরে থেকেই শুনতে পেয়েছি।

৩। মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল এবং জীবনানন্দ_ চারজন'ই অন্য ভাষার কবি-লেখকদের আত্মাকে শুষে নিয়ে নিজ ভাষায় সুপারনোভার মতো বিস্ফোরিত হয়েছিলেন।

৪। একবার এক পীর তার এক মুরিদকে একটা গাধা উপহার দিলেন। মুরিদতো মহা খুশি। তিনি খুব যত্ন সহকারে গাধাটিকে পালতে লাগলে।কিন্তু একদিন বাজার থেকে আসার পথে গাধাটি মারা গেলো। মুরিদতো চিন্তায় পড়ে গেলেন, এটা তার ওস্তাদের গাধা, এভাবে রাখলে গন্ধে মানুষের কষ্ট হবে। তাই তিনি গাধাটিকে কবর দিয়ে এর পাশে বসে কাঁদতে লাগলেন। কবরের পাশ দিয়ে যেই যায় লোকটিকে কাঁদতে দেখে টাকা দেয়। তখনি মুরিদের মাথায় এক বুদ্ধি এলো সে কবরটিকে লাল কাপড় দিয়ে ঢেকে দিলো আর একটা সাইনবোর্ড ঝুলালো এবং তাতে লিখলো গাধা শাহ এর মাজার।

অল্প কিছু দিনে মধ্যেই মাজার বেশ জমজমাট হয়ে গেলো। হাজার হাজার মুরিদের আর্বিভাব ঘটলো। নতুন মাজারের কথা একদিন তার পীর জানতে পারলো এবং তাকে ডেকে পাঠাল। হাজার হোক, পীরের কাছে তো আর মিথ্যা বলা যায় না। তাই তিনি সব খুলে বললেন। এই ঘটনা শুনে তার
পীর বললো চিন্তা করিস না, তোর ওখানে যার মাজার, আমার এখানে তার মায়ের মাজার।

৫। একটা ছেলে ৫ টাকার জন্য ঝগড়া করে বাস থেকে নেমে পড়লো। তারপর ১১ টাকা দিয়ে একটা সিগারেট কিনে মাথা ঠান্ডা করলো!

৬। ব্যক্তিত্ব জিনিসটা সবার থাকে না, কেউ কেউ ওটা নিয়েই জন্মায়। জন্মগত না হলে ব্যক্তিত্ব অর্জন করা সম্ভব নয়।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: প্রায়শই আমরা কারো মধ্যে একটু গাম্ভীর্য থাকলেই বলি -তার মধ্যে ব্যক্তিত্ব আছে, আবার কেউ অনেক উচ্ছ্বসিত হলে বলি তার ব্যক্তিত্ব নেই। আসলে কারো মধ্যে ব্যক্তিত্ব আছে আর কারো মধ্যে ব্যক্তিত্ব নেই, এই কথাটি ঠিক নয়। প্রত্যেকটি মানুষের মধ্যেই ব্যক্তিত্ব উপস্থিত, সেটি কেবলমাত্র ব্যক্তিভেদে আলাদা হয়। মনোবিজ্ঞানের ভাষায় ব্যক্তিত্ব হচ্ছে কোনো একজনের মানসিক প্রক্রিয়া ও আচরণের এমন এক স্বতন্ত্র ধরন, যা কেবল তার মধ্যেই বিদ্যমান থাকবে যেটি কিনা অন্যদের কাছ থেকে সেই ব্যক্তিকে আলাদা করবে।

তাই শেষ কথাটির সাথে একমত হতে পারলাম না ।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

আটলান্টিক বলেছেন: ভাল লিখেছেন।এইগুলো পড়ে কি আমার হাসা উচিত???

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ইচ্ছা হলে হাসুন।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

জাহিদ অনিক বলেছেন:
পারসোনালিটি সবার সমান থাকে না

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: অর্জন করতে হয়।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

সামিয়া বলেছেন: পোস্ট ভালো লাগলো।।

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:
আপনি একজন ছায়া লেখক! আপনার মাঝে হুমায়ুন আহমেদের ছায়া রয়েছে!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

সাইন বোর্ড বলেছেন: ৬ নং এ দ্বিমত হলো ব্যক্তিত্ব অর্জন করতে হয়, জন্ম সূত্রে কেউ পেতে পারে তবে তার জন্যও পরিচর্জা লাগে....বাকী লেখা ভাল লেগেছে ।

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সাইন বোর্ড এর সঙ্গে দল পাকাইলাম।

সাভারের শিমুলিয়ায় একটা ঘোড়াপীরের মাজার আছে। :)

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: সমস্ত মাজার বন্ধ করে দেওয়া উচিত।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ঘোড়াপীর শুনেছিলাম গাধা পীর শুনিনি কখনও।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১২

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: সুন্দর!

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

খায়রুল আহসান বলেছেন: ব্যক্তি হলেই তার ব্যক্তিত্ব থাকবে। তবে সেটা লঘু না গুরু, সুশোভন না অশোভন তা নির্ভর করবে ব্যক্তির আচরণের উপর। পারিবারিক ঐতিহ্য হয়তো কিছুটা কাজ করে, তবে সেটারও পরিচর্যা প্রয়োজন।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আমার মন্তব্য আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০

আরাফআহনাফ বলেছেন: ১,৩,৪ বেশ ভালো লাগলো।

আপনার লেখনীর সাথে ছবির সম্পর্ক বুঝলাম না ।
আপনি কি বেজিস্ট?

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: ছবির সাথে লেখার কোনো সম্পর্ক নেই। আবার আছেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.