নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সমসাময়িক

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০



১। বিয়েতে বেশি খরচ করার কোনো মানে হয় না, মাত্র কয়েক ঘন্টার একটা অনুষ্ঠান। মানূষ খেয়ে যাবে, তারপর বদনাম করবে-খাবার ভালো হয়নি। অমুক বিয়ের খাবারটা ভালো ছিল। ধর্মীয়ভাবেও বলা হয়েছে বিয়ে শাদীতে বেশি খরচ না করতে। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) শুধু খেজুর খাইয়ে বিয়ের কথা বলেছেন। এক হাদীসে তিনি বলেছেন- যে বিয়েতে খরচ যত কম হয়, সেই বিয়েতে আল্লাহ তত খুশি হন। কাজেই যারা বিবাহ করবেন- মিতব্যয়ী হবেন। অযথা ফালতু খরচ করবেন না। আর যদি আপনাদের টাকা বেশি হয়ে থাকে- তাহলে দরিদ্র মানূষদের সাহায্য করেন। শীতের মধ্যে বিয়েসাদী বেশি হয়। অপচয়ও বেশি হয়। আর শীতে দরিদ্র মানূষেরা বেশি কষ্ট করে, তাদের শীতের জামা নেই। কম্বল নেই।

২। ফক ফেস্টিবল, না কি যেন হয়। আরও নানান ফেস্টিবল আছে। একদম মধ্যরাত পর্যন্ত এসব অনুষ্ঠান হয়। যারা এইসব অনুষ্ঠান আসেন- তারা অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কি দেখেন না- কত মানুষ রাস্তায় শুয়ে আছে। মারাত্মক মানবতার পরাজয়। তারা এক শ' জন ঐ সব অনুষ্ঠানে না গিয়ে, সবাই মিলে গৃহহীনদের জন্য কিছু করতে পারেন না? নানান অকেশোনে নানান জায়গায় নানান ধরনের কনসার্ট হয়। সে সব কনসার্ট না করে দরিদ্র মানূষদের জন্য কিছু করা যায় না? মানুষ হয়ে জন্মেছেন, তাই দুস্থ মানবের জন্য কিছু করার দরকার আছে না? লেখা পড়া শিখেছেন, চাকরি বা ব্যবসা করছেন- বিয়ে করেছেন- ৬০/৭০ বয়সের মধ্যে তো মরেই যাবেন। তাই মরে যাওয়ার আগে মানূষের জন্য কিছু করুন। এটা আপনার দায়িত্ব। আপনার যতটুকু সাধ্য আছে- তার মধ্যেই করুন।

৩। এই যে প্রতিদিন সকালে লক্ষ লক্ষ ছেলে ধোয়া পরিস্কার শার্ট প্যান্ট আর সু পড়ে, ক্লিন সেভ করে অফিসের উদ্যেশে বের হয়। অফিসে যায়। অল্প কয়েকজন ছাড়া তারা কিন্তু কেউ সুখী নয়। চাকরিতে সুখী নয়, সংসারেও সুখী নয়। কর্পোরেট দুনিয়াটা খুব খারাপ। খুব নিষ্ঠুর। এই দুনিয়াতে সবাই তাল মিলিয়ে চলতে পারে না। সরকারী অফিস গুলোতে অযোগ্য লোকদের ভিড়। কারন সেখানে চাকরি হয় মামা, চাচা আর টাকার জোরে। যোগ্যতা লাগে না। অবশ্য মামা চাচা আর দুলাভাই এর কল্যাণে অনেক অযোগ্য লোক বড় বড় পদ দখল করে আছে। আর সত্যিকার যার যোগ্যতা আছে- সে হয়তো ছোট একটা পদে কোনো রকমে টিকে আছে। আমি সব মানূষের মুখের দিকে খুব মন দিয়ে তাকিয়ে থাকি। ছেলেটা বা মেয়েটা যতই হাসি খুশ ভাব দেখাক কিন্তু আমি তারপরও তাদের গোপন দুঃখ কষ্ট গুলো ঠিক টের পাই। মুখের মধ্যে অদৃশ্য হাজার হাজাত কষ্টের ছাপ দেখতে পাই।

৪। দেশের অবস্থা ভালো না। শিক্ষা খাত প্রায় ডুবতে বসেছে। স্বাস্থ্যখাতের অবস্থাও ভালো না। সরকারি হাসপাতালে গেলেই বুঝবেন দেশ চিকিৎসাখাতে কত দূর এগিয়েছে। সবাই তো স্কয়ার বা ল্যাব এইড যেতে পারে না। নদী ভাঙ্গন অব্যহত আছে। চুরী ছিনতাই খুব বেড়েছে। সরকারি অফিস গুলোতে দুর্নীতির মাত্রা বেড়েই চলেছে। বাজারে নকল পণ্যে সয়লাব। জিনিস পত্রের দাম বেড়েই চলেছে। বিশেষ করে পেঁয়াজ আর চাল। প্রতিটা গলিতে নেশা দ্রব্য খুবই সহজলব্য। হাত বাড়াতেই পাওয়া যায়। পতিতাদের সংখ্যাও খুব বাড়ছে। রাস্তার একপাড়ে মসজিদ অন্যপারে ব্রোথেল। চাকরির বাজার মন্দা। অল্প কিছু মানুষের হাতে টাকার অভাব নেই। আর বেশির ভাগ মানুষের কাছেই টাকা নেই। ঢাকা শহরে যারা বাসে চলাচল করে তাদের কষ্টের শেষ নেই। দুঃখ-কষ্ট ভরা মানূষের জীবন। যত যাই'ই হোক, সামনে নতুন বছর আসছে- এই বছরে সব কিছু ঠিক হয়ে যাবে, এই ভাবনাটাই এখন ভাবতে চাই।

মন্তব্য ৪৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

তারেক_মাহমুদ বলেছেন: পড়লাম, আপনার নিজের মনের কথাগুলো সুন্দর করে গুছিয়ে লিখেছন, বাস্তবতাও এমনি। নতুন বছরের শুভেচ্ছা।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

জাহিদ অনিক বলেছেন:

মানুষ আশায় বেঁচে থাকে।
ঘাসের ডগায় একবিন্দু পানি দেখলে মনে করে আকাশের তারা।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১

এস এম মামুন অর রশীদ বলেছেন: ছবিটি কি ৩ নং অনুচ্ছেদের জন্য দেয়া হয়েছে? আপনার বক্তব্য সুন্দর, কিন্তু অপ্রাসঙ্গিক ছবি আপনার ও আপনার বক্তব্য সম্পর্কে মানুষকে ভুল ধারণ দিতে পারে।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: এই টাই আমার সবচেয়ে বড় দোষ।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


সম্পদের পরিমাণ সীমিত; উহা কয়েকজনের হাতে চলে গেলে, বাকীদের হাত খালি; এটাকে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে হলে, অর্থনীতি বুঝতে হবে, ফাইন্যান্স বুঝতে হবে। মুহিত সাহেব নিজের দলের ও পরিচিতদের মাঝে ফাইন্যান্সকে সীমাবদ্ধ করে, মানুষের হাত খালি করে ফেলেছে।

নববর্ষের শুভেচ্ছা

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: এর থেকে পরিত্রান এর কোনো উপায় নেই?

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬

মনিরা সুলতানা বলেছেন: হয়ত ঠিক হয়ত না ; তবে আশা কিন্তু ফুরাবে না ।
শুভেচ্ছা নতুন বছরের ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০

ভ্রমরের ডানা বলেছেন:


আপনি মাটির খুব কাছেই থাকেন। সফলতায় মাটির থেকে নিজের দূরত্ব বাড়তে দিয়েন না! শুভকামনা!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

মরুচারী বেদুঈন বলেছেন: আমিতো খুব কম খরচে বিয়ে করব! হা হা হা!
শসসসসস
কাউকে বলিয়েন না!তাহলে পরে....
চট্রগ্রামেরতো...!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: কয়জন আর সৎ পথের টাকায় ধূমধাম করে বিয়ে করে?

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

সনেট কবি বলেছেন: আশা করার মত কিছু দেখছি না।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: না না, তবুও আমাদের বড় বড় আশা করতে হবে।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আজকে আপনার দিনটি ভালো গেছে। সাম্নের দিন আরো ভালো যাবে- এই কামনা থাকল।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সম্পদ সীমিত, চাহিদা অনেক
এই অনেক চাহিদার মাঝে যে টুকু
পাওয়া গেল সেটুকুকে সাদর গ্রহণ করি!
কি পেতাম, কি পাবে তা না ভেবে কি পেলাম
তা নিয়ে সুখী হতে পারলে আর দুঃখ বোধ থাকবেনা।
বি পজেটিভ !!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই বি পজেটিভ।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

দীপঙ্কর বেরা বলেছেন: ঠিক কথা। তবু সামাজিকতার কথা ভাবতে হয়।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: সামাজিকতা রক্ষা এই কথাটা একেবারেই বলবেন না।

কিছু নির্বোধ সামাজিকতা রক্ষা করতে গিয়েই মরে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অথবা ব্যাংক থেকে লোন করে, বড় করে অনুষ্ঠান করে। আর এই লোন পাচ বছরেও শোধ করতে পারে না। শুরু হয় সংসারে অশান্তি।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০২

জুন বলেছেন: সবগুলো পয়েন্টের সাথে একমত রাজীব নুর ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই একমত হবেন।
আমি তো আর কোনো মিথ্যা বলি নাই।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৩

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: খরচ কমের মানে যেন আত্মীয় স্বজনদের মনে ফিসফিস না হয়, সেদিকটা দেখা উচিত।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: যারা ফিসফিস করবে তারা দুষ্টলোক।
দুষ্টলোকদের দূরে রাখাই উচিত।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। "

-শেখ হাসিনার উচিত ২০০/৩০০ অর্থনীতিবিদ ও ব্রাজিলের লুলুকে নিয়ে একটি রিসার্চ সেল খোলা।




৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: শেখা হাসিনার উচিত- তার দলে থাকা কিছু নির্বোধকে কান ধরে দল থেকে বের করে দেয়া। যারা গত আট বছরে দেশ বা জাতিকে কিছুই দিতে পারেনি।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। দেশের মধ্যবিত্তদের অবস্থা খুবই করুণ। মাস চালাতে হিমশিম খেতে হচ্ছে...

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: আমার ক্ষমতা থাকলে দেশের জন্য অনেক কিছু করতাম। মধ্যবিত্তদের কষ্ট লাঘবের চেষ্টা করতাম।
আর দুষ্টলোকদের কানে ধরে শিক্ষা দিতাম।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭

কলাবাগান১ বলেছেন: ১৭০ টাকায় নেহারি আর নান রুটি দিয়ে নাস্তা না করে, ঘরে বসে শুধু পাউরুটি খেয়ে নাস্তা খেতে পারতেন। বাকী টাকাটা কোন গরীবকে দান করতে পারতেন গতকাল

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: ভালো প্রশ্ন করেছেন।
আমি খুব হিসাব করে চলি সব সময়। হিসাব করে না চলে আমার উপায় নেই। মাস শেষে অল্প কিছু টাকা বেতন পাই। এই টাকা দিয়ে সারা মাস চলতে হয়।
দরিদ্র লোকদের আমি সব সময়ই সাহায্য সগযোগিতা করি। কিন্তু মাসে এক দুই দিন অপ্রয়োজনীয় খরচ করি। এই অপ্রয়োজনীয় খরচ টা ইচ্ছা করেই করি- আত্মাকে শান্তি দেয়ার জন্য।
আমি দরিদ্র লোককে বাসায় ডেকে নে খাওয়াই। জামা কাপড় দেই। ওষুধ পত্র কিনে দেই। যদিও এইসব কথা বলা ঠিক না। আপনার প্রশ্নের উত্তরে এই সব কথা বলতে হলো।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৯

কলাবাগান১ বলেছেন: "এই অপ্রয়োজনীয় খরচ টা ইচ্ছা করেই করি- আত্মাকে শান্তি দেয়ার জন্য। "

যারা সারারাত গান শুনলেন, তারা ও এর জন্যই করে..তারা যে শুধু গান শুনে তা না, তারা দান খয়রাত করে বলেই বিশ্বাস

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: জ্বী।

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: "রাস্তার একপাড়ে মসজিদ অন্যপারে ব্রোথেল"
খুব সুন্দর কথা।
অল্প খরচে বউ পালন সম্ভব নয় বলে ছেলেরা আজ ব্রথেলমুখী।
যাদের পকেট, শরীর, মন প্রশান্ত তারা মসজিদমুখী।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০০

মরুচারী বেদুঈন বলেছেন: মন অশান্ত কেন সেটা অনুসন্ধান করেছেন? @আব্দুল্লাহ আল কাফি

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: অনুসন্ধান করার ক্ষমতা আমার নেই।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৯

গরল বলেছেন: বিয়ের আচার অনুষ্ঠান সংস্কৃতির একটা ধারক বাহক এবং মানুষের জীবনের একটা স্বরণীয় মূহুর্ত, অতএব এই অনুষ্ঠানটা সবাই একটু সাধ্যমত চেষ্টা করে স্বরণীয় করে রাখতে। আর আরবের সংস্কৃতি আলাদা, তারা বিয়েও করে প্রতি বছরে, মুহাম্মদ নিজেও করেছে ডর্জন খানেকের বেশী, তাই তাদের কাছে বিয়ে হল নতুন নতুন কাজের(সেক্স) বুয়া যোগার করা। তাই তাদের কাছে বিয়ের অনুষ্ঠান আর আমাদের বিয়ের অনুষ্ঠান এর ভ্যালু সম্পূর্ণ আলাদা।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: সুসময়ের অপাক্ষায়............

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১০

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: আপনাকেও।

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গড়ল তোমার জিহ্বায় লাগাম টানো !
সবখানে গড়র ঢেলোনা।

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

আটলান্টিক বলেছেন: একদম বাস্তব কথা লিখেছেন রাজীব ভাই।আপনার প্রতিটা লেখাই আমাকে স্পর্শ করে।আমার সবসময় মনে হয় "বেত মারার যুগে" ফিরে গেলে ভাল হয় যখন পড়া না পারলে ছাত্রদের প্রচন্ডভাবে বেত মারা হতো।তখনকার লেখাপড়া উম্নত ছিল।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.