নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সুরভি ঘুমায়, আমি জেগে থাকি

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫



গতকাল রাতের কথা।
বিছানায় গেলাম বারোটায়। একটুও ঘুম নাই চোখে। এপাশ-ওপাশ করছি শুধু। ওপাশ-ওপাশ করতে-করতে রাত তিনটা বেজে গেল। খুব বিরক্ত লাগছে। আমার পাশে সুরভি গভীর ঘুমে। মিথ্যা বলব না, আমার খুব হিংসা হচ্ছে। এমন তো কথা ছিল না। বিয়ের আগেই আমি সুরভিকে বলেছিলাম- আমার ঘুমের সমস্যা আছে। আমি যতক্ষন পর্যন্ত না ঘুমাবো ততক্ষন পর্যন্ত তোমাকে জেগে থাকতে হবে। সুরভি কথা রাখেনি। সে আরাম করে ঘুমাচ্ছে আর আমি জেগে আছি। আসলে প্রেম ভালোবাসার সময় ছেলে-মেয়েরা যত কথা দেয়, বিয়ের পর তার সিকি ভাগও রাখে না।

ঘুম না আসলে আমি বই পড়ি। কিন্তু সুরভি'র জন্য আমি বইও পড়তে পারছি না। লাইট জ্বালালে সুরভির ঘুমের সমস্যা হবে। আমি বিছানায় ছটফট করছি। ঘুম না এলে কী যে যন্ত্রনা! আস্তে করে বিছানা থেকে নেমে ব্যলকনিতে গিয়ে সিগারেট ধরালাম। ঘরে যেন ধোয়া না ঢুকে তাই ব্যলকনির দরজা লাগিয়ে দিলাম। এক কাপ চা খেতে পারলে ভালো লাগতো। সুরভি'র সাথে বিয়ের আগে কথা ছিল- আমি যদি রাত দুই টায় ডেকে বলি, চা বানাও তার হাসি মুখে চা বানাতে হবে। বাস্তব বড় কঠিন। আচ্ছা, এখন যদি সুরভিকে ডেকে বলি- সুরভি চা বানাও। ব্যাপারটা কি খুব অমানবিক হবে?

হঠাৎ শুনি মসজিদে আযান দিচ্ছে। তার মানে ভোর হতে শুরু করেছে। সকালে অফিস আছে। না ঘুমালে অফিসে কাজ করতে পারব না। এক গ্লাস পানি খেয়ে ঘুমাতে গেলাম। অন্ততপক্ষে দুই তিন ঘন্টা না ঘুমাতে পারলে অফিসে কোনো কাজই করতে পারব না। কি আশ্চর্য বিছানায় যাওয়া মাত্র ঘুমিয়ে গেলাম। গভীর ঘুম। আনন্দময় ঘুম। সুন্দর ঘুম হওয়া দারুন একটা ব্যাপার! মনটা খুশিতে ভরে যায়। শরীরটা একেবারে ঝরঝরে লাগে। মনটা প্রফুল্ল হয়ে যায়। ঘুমের দরকার আছে। আমি তো নেপোলিয়ন নই।

এখন, আমি আসল কথায় আসি। যে জন্য এই লেখার অবতারনা। ঘুমিয়ে গেলাম। আর স্বপ্ন দেখা শুরু করলাম। স্বপ্নে দেখি- আমি একজন মাঝি। সন্ধ্যা নদীতে আমি নৌকা চালাই। কীর্তনখোলা নদীর পাশের ছোট্র নদী সন্ধ্যা। আমার নৌকায় করে প্রতিদিন অসংখ্য মানুষ নদী পার হয়। নদীর এপার ওপার দুই পাড়ের সবার সাথে আমার বেশ সখ্যতা আছে। একটা মেয়ে আমার নৌকায় করে রোজ নদী পার হয়। মেয়েটাকে আমার ভালো লেগে যায়। কি সুন্দর হাসি। কোমর পর্যন্ত চুল। সাজ বলতে চোখে মোটা করে কাজল আর কপালে একটা টিপ। কি যে মায়াময় একটি মুখ!

একদিন মেয়েটা আমাকে বলেই ফেলল- আপনি আমাকে ভালোবাসেন?
আমি মাথা নিচু করে রইলাম।
.....এইভাবে শুরু হলো আমাদের প্রেম পর্ব।

বেশ ভালোই চলছি। হঠাত শুনি মেয়েটার বাবা মেয়েটার বিয়ে ঠিক করে ফেলেছে। আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল। আমি কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। আমি রেগে মেগে, মেয়েটার বাসায় চলে গেলাম। সরাসরি মেয়ের বাবাকে বললাম- জনাব, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই।
মেয়ের বাপ আমাকে একটা থাপ্পড় দিল। আমি তিন হাত দূরে ছিটকে পড়লাম।
মেয়ের বাপ দাঁত কিটমিট করে বলল- হারামজাদা তুই দুই পয়সার মাঝি। চালচুলা নাই। কত্ত বড় সাহস আমার মেয়েকে বিয়ে করতে চাস!! মেয়ের বাপ কষিয়ে আরেকটা থাপ্পড় মারল আর আমার ঘুম ভেঙ্গে গেল।

মন্তব্য ১১৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

নতুন নকিব বলেছেন:



নতুন করে হুমায়ূন আহমেদকে পড়ছি কি?

লেখা ঝরঝরে। গতিময়তা আছে।

আচ্ছা, ছবির ব্যাপারে আমি কিন্তু কিছু বলব না।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: নকিব ভাই, লেখার সাথে তো ছবির সামঞ্জস্য আছে।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: স্বপ্নটা ভালই লাগলো, ভাবী জানলে ঝগড়া বেধে যেতে পারে রাজীব ভাই,
আমার বউ এর কথা অন্য কোন মেয়েকে স্বপ্ন ও দেখা যাবে না।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: স্বপ্ন তো আর আমি ইচ্ছা করে দেখিনি।

অবশ্য স্বপ্নের কথা সুরভিকে বলি নাই।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


চা খেতে ইচ্ছে হলে আমি নিজে চা বসাই, আমার নিজের হাতের চা আমার কাছে খুবই ভালো লাগে; অনেক সময় আমি অন্যদের হাতে তৈরি চা খাই না।

আমি চা বানাতে স্ত্রীর জন্যও বানাই; সে না খেলে, আমি সেটুকুও খেয়ে ফেলি।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: আমি তো চা বানাতে পারি না। অবশ্য কখনও চেষ্টাও করি নাই।

আপনি চা বানাতে পারেন !!!!(?)
তাহলে অবশ্যই একদিন আপনার হাতের চা খাবো।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

শায়মা বলেছেন: হা হা হা থাপ্পড় খেয়ে ঘুম ভাঙ্গলো ভাইয়া??? :P


মনে হচ্ছে ঐ মেয়ের সাথে বিয়ের স্বপ্ন দেখায় সুরভীভাবীই তোমাকে থাপ্পড় মেরেছে ভাইয়া!!!! B:-)


:P

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: না না সুরভি না।
সুরভি আমাকে প্রচন্ড ভালোবাসে।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

শায়মা বলেছেন: তাই বলে তুমি অন্য মেয়েকে বিয়ের স্বপ্ন দেখবা আর ভালোবাসবে না!!!!!!!!!

স্বপ্নে অন্য মেয়েকে বিয়ের স্বপ্ন দেখতে পারো তবে এই স্বপ্ন দেখার পরে ভাবীজী ভালোবাসবে তাহা স্বপ্নেও ভেবোনা ভাইয়ু!!!!!!!!

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: তা ঠিক বোন।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা
মেয়ের বাপটা মনে হয় ভাবিই ছিল ভাই!! আপনার প্রেম করা দেখে ক্ষ্যাপা হয়ে থাপ্পড় দিছে।

তবে ভাই, স্বপ্নে হলেও, মেয়ের বাবার ব্যবহার এক্কেরে চামারের মতো মনে হল। খুব খারাপি করেছে সে।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: না মেয়ের বাপেরও খুব একটা দোষ নাই।
কোনো মেয়ের বাপ কি চায় তার মেয়েকে ফকিরের কাছে বিয়ে দিতে?

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

শায়মা বলেছেন: ৬. ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১ ০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা
মেয়ের বাপটা মনে হয় ভাবিই ছিল ভাই!! আপনার প্রেম করা দেখে ক্ষ্যাপা হয়ে থাপ্পড় দিছে।

তবে ভাই, স্বপ্নে হলেও, মেয়ের বাবার ব্যবহার এক্কেরে চামারের মতো মনে হল। খুব খারাপি করেছে সে



হা হা হা হা কিসের চামারি!!!!!!!

একদম ঠিক আছে!!!!!!!!

জামাই এর প্রেম করার সাধ মিটিয়ে দেবে না নাকি!!!!!!!!

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: তবে পুরো স্বপ্নটা দেখতে পারিনি।
আমি ঠিকই অই মেয়েকে জয় করতে পারতাম।

দাবার চাল তো কিছু জানা আছে আমার, বোন।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সন্ধা নদীর মাঝি। তয় মাঝি ভাড়া কত ছিল?

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: ভাড়া টা মূখ্য বিষয় নয়।
মাঝির মনেও তো প্রেম ভালোবাসা থাকতে পারে।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

আমার আব্বা বলেছেন: For the post ++ & Gold life cigarette +++++++++ I'm heavy smoker. gold life cigarette++++ This is for you
Miles to go before you sleep
Miles to go before you sleep

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: হুম।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি ভাবছিলাম সুরভি ভাবিই থাপ্পড় দিছে :P

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: না না।
মানুষ কি স্বপ্নের মধ্যে ঢুকতে পারে?

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:



লেখাটা মজাদার। উপভোগ্য!

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: কারন লেখাটা ১০০% সত্য।

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

আল ইফরান বলেছেন: জীবনটা এরকমই ভাই। সুরভী ভাবি ও আপনার জন্য অনেক শুভকামনা। ধানমন্ডির দিকে আসলে একদিন আপনার জন্য কফির দাওয়াত রইলো।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: ধানমন্ডির দিকেই আমার সবচেয়ে কম যাওয়া হয়।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩০

দীপঙ্কর বেরা বলেছেন: বাহ
দারুণ দারুণ

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:

যাক,লাইক দেওয়াটা ১০০ ভাগ সার্থক!

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: এটা আপনার মহানুভবতা।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: নিজের চা নিজে বানিয়ে খাওয়ার শান্তিই আলাদা ।
কবি সাহিত‍্যিক হলে কিংবা প্রেমিক হলে বলতেন, সুরভি ঘুমিয়ে থাকলে আমার পরম শান্তি অনুভিত হয় ওর নিষ্পাপ মুখ দেখলে ।
কিন্তু বাস্তবতা বিয়ের পর ঘুম দেখলে হিংসা লাগে ।
আপনি ভাবী কে পাশে রেখে অন্য মেয়েকে স্বপ্নে দেখে যে বেঁচে আছেন , সে আপনার ভাগ্য বটে ।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: স্বপ্ন তো আমি আর ইচ্ছা করে দেখিনি।
তবে আপনাকে চুপি চুপি বলি- স্বপ্ন দেখে কিন্তু অনেক আণন্দ পেয়েছি।

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার মতো প্রেমিক হলে মেয়ের বাপের কপালে শনি আছিল শায়মাপু......!
বুঝিয়ে বললেই হল, তাই বলে থাপ্পড় মারবে...!!!

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: মাঝি দরিদ্র।
দরিদ্র কে তো মারবেই।
এটাই অলিখিত নিয়ম।

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

জনৈক অচম ভুত বলেছেন: ভয়ঙ্কর দুঃস্বপ্ন!

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: রোমান্টিক স্বপ্ন ছিল।
মেয়ের বাপ থাপ্পড় দিয়েই স্বন টা নষ্ট করে দিয়েছে।

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫০

নূর-ই-হাফসা বলেছেন: দাড়ান ভাবীকে জানাচ্ছি । এই এলো বুঝি । আল্লাহ এমন স্বপ্ন কোন দুশমন এর বর ও যাতে না দেখে । #:-S

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: না না।
সুরভিকে বলার কোনো দরকার নেই।

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০০

বিজন রয় বলেছেন: আবার শুরু হলো আপনার প্যানপ্যনানি!!

এসব বাদ দিন।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: ঠিক আছে। বাদ দিলাম।

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০২

প্রামানিক বলেছেন: থাপ্পর খাইয়া ঘুম যখন ভাঙছে তখন থাপ্পর নিয়ে সন্দেহ লাগতেছে।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: সন্দেহের কোনো অবকাশ নেই।

২১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৬

হাফিজ হুসাইন বলেছেন: কেমন আছেন রাজিব ভাই

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: আলহামদুলিল্লাহ, ভালো আছি।

২২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার সপ্ন যেন ইহজনমে সত্যি না হয়।ভাবিটার কথা ভাবলে আমার ভয় হয়।
ভাবির জন্য শুভ কামনা।পারলে ওনার কাছে একটু ধার নিয়েন।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ স্বপ্নই সত্যি হয় না।

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪

মাআইপা বলেছেন: ভিলেন বাবা



খুব ভাল লেগেছে

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: স্বপ্নটাতো বেশ ভালোই দেখেছেন। এমন স্বপ্ন তাবিরে বলে আপনি একজন ভালো মানুষ, পরোপকারী মানুষ। হয়তো সময়ে অসময়ে পারিপাশ্বিকতার বেড়াজালে পড়ে বদ মানুষ দ্বারা অনিষ্টের সম্মুখীন হতে পারেন। তবে মুরুব্বীদের নজর আছে আপনার উপর।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
সুন্দর ব্যাখ্যা দিয়েছেন।
ভয় কেটে গেল।

২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন :)

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: আহ্ কি দারুন রোমান্টিক স্বপ্ন!! এমন স্বপ্নের জন্য আমি আরো একটা চড় ফাও হিসাবে খেতে রাজি :-P

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: হা হা হা---

২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:২৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভাবীর পাশে শুয়ে পরনারীর স্বপ্ন !!! আপনি তো ভাই ভয়াবহ সাহসী লোক !

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে অতি নির্বোধদেরও সাহস অতি বেড়ে যায়।

২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি মনে হয় ইদানীং স্বপ্ন দেখতে পাইনা। সকালে উঠেই অফিস যাওয়ার তাড়া। মনে করারও সময় পাইনা।০ অফিস থেকে বাসায় ফিরে অলস শরীর বিছানায় এলিয়ে দিলেই রাজ্যের ঘুম চলে আসে। এই যে আজ ছুটির দিন, সারাদিন বাসায় ছিলাম। এটা ওটা করলাম। এখন রাত মাত্র সাড়ে ন'টা, মারাত্মক ঘুমে চোখ বুজে আসছে। থাপ্পড়ের কথা পড়তেই ঘুম কিছুটা পালালো =p~ লিখার জন্য ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: কাজের মাঝেই আনন্দ খুঁজে নিতে হবে।

২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৭

ওমেরা বলেছেন: স্বপ্নের বাকী অংশ কবে দেখবেন ?

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: কোনো একদিন দেখে ফেলব।

৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: থাপ্পড়ে অনেক জোড় ছিল, তাই না দাদা ভাই? :D

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: তা ছিল।

৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬

খাঁজা বাবা বলেছেন: একবার বিয়ে করে আবার বিয়ে করতে গেলে স্বপ্নেও থাপ্পর খেতে হয়। ;)

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: স্বপ্ন তো স্বপ্নই।

৩২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

মোস্তফা সোহেল বলেছেন: রাজীব ভাই চা বানানোটা শিখে ফেলেন ভাবির কাছ থেকে।

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: বউ আছে না। আমি চা বানানো শিখে কি করবো?

৩৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২২

আটলান্টিক বলেছেন: লুসিড ড্রিম দেখার প্রেকটিস করুন রাজিব ভাই।গল্পে লাইক দিসি !:#P

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: আপনার কাছ থেকে লাইক পেয়ে লোভ বেড়েই চলেছে।

৩৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

হাসান রাজু বলেছেন: অনেক আগে উন্মাদের একটি কার্টুন মনে করিয়ে দিলেন । স্বপ্ন আর বাস্তবতা । ব্যাপারটা ছিল এমন -

স্বপ্নঃ প্রতিপক্ষের ১১ জনকে নাকানি চুবানি খাইয়ে গোলপোস্টের দিকে ফুটবলে কিক ......
বাস্তবতাঃ বাচ্চার কান্নার শব্দে ঘুম ভেঙ্গে দেখেন বাচ্চা মশারীতে ঝুলছে । বাচ্চার মা !!! অগ্নিমূর্তি ।
স্বপ্নঃ ফায়ার ব্রিগেডের একজন সাহসী কর্মী হয়ে বিশাল মার্কেটের অগ্নি নির্বাপণ করছেন, জল কামান দিয়ে। বীরের মত জানের পরোয়া না করে ।
বাস্তবতাঃ শীতের রাতে ভিজা বিছানায় বাকি রাত্রি যাপন ।

সারাংশ হলঃ থাপ্পড়ের রহস্য উন্মোচন করেছেন ? প্রামানিক ভাই এরই মধ্যে সন্দেহ পোষণ করেছেন। খেয়াল করে দেখুন, আপনার মতিগতি ভাবী বুঝে ফেলেন নি তো ? স্বপ্নের আইডি পাসওয়ার্ড ভাবী জানেনা তো ?

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: সুরভি আমাকে থাপ্পড় দিবে???!!!!!!!!!

ব্যাপারটা ভাবতেই কষ্ট হচ্ছে।

৩৫| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

এম এম করিম বলেছেন: স্বপ্নটা ভাল ছিল!!!
সুন্দর লেখা।

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩৬| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

তারেক ফাহিম বলেছেন: স্বপ্ন স্বপ্নই থাকে।

মাঝি ভাই খেয়া ভাড়া কত ধার্য করেছন?

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: ৫ টাকা।
জিনিস পত্রের দাম যা বেড়েছে।

৩৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭

জাহিদ অনিক বলেছেন:


রাজীব ভাই আমি ব্লগে আসলে আপনার লেখা খুজি।
আপনার লেখাগুলো বেশ সহজ সরল বোকাবোকা :-B তবে এটাই ভাল লাগে, প্রচন্ড টানে।

আপনি চা বানাতে পারেন না !
সত্যিই পারেন না !
গ্যাসের চুলা জ্বালিয়ে পাতিলে পানি বসিয়ে দিবেন। এক মগ চা খেলে দেড় মগ পরিমান পানি দিবেন। ওয়াটার হিটার ব্যবহার না করাই ভাল। ওয়াটার হিটারে পানির মধ্য দিয়ে তড়িৎ পাস হয়, পানির অনু ইলেকট্রোলাইড হয়ে যায়; স্বাদ অক্ষুণ্ণ থাকে না।

পানি ফুটে গেলে মগে নামিয়ে নিবেন। চা এর জন্য মশলাপাতি না দেয়াই ভাল। শুধু আধা পিস লেবুর রস নিবেন। এক একটা টিব্যাগ !
ব্যাস কাজ শেষ !
সুরভী ভাবাইকেও তো মাঝেমাঝে আপনি চা বানিয়ে খাওয়াতে পারেন। সব সময় সেই কেন আপনাকে বানিয়ে দিবে!

ভাল থাকবেন আপনারা।

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আহ হা আমি কেন চা বানানো শিখবো??
সুরভি আছে না। তাছাড়া সুরভি বাসায় না থাকলে হোটেল থেকে খেয়ে আসবো।

৩৮| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: একবার বানাতে পারলেই বার বার বানাতে পারবেন।

চা বানানো খুবই সহজ।

এমন স্বপ্ন ঘুম না এলে দেখাটাই স্বাভাবিক।

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩৯| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০

রোকসানা লেইস বলেছেন: স্বপ্ন আসলে কোন অলিক পুরীতে নিয়ে যায়। বাবাটা থাপ্পর দিয়ে তো সুরভির ভালো করেছে
বউ আছে জানলে না আরো বেশী মাইর দিত
মাঝরাতে চা না খাওয়াই ভালো ঘুমের তেরটা বেজে যাবে

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: স্বপ্নে তো আমি বিয়ে করি নাই। তাই বিয়ে করতে চেয়েছিলাম।
স্বপ্নে আমার নাম ছিল- হারু মাঝি।

৪০| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২১

অপ্‌সরা বলেছেন: ভাইয়া এই নাও আরেক রকম চা বানাবার তরিকা :)

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: হায় হায়----

৪১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৫

নাদিয়া রহমান চুমকি বলেছেন: নিজের বউকে পাঁশে রেখে যারা এমন স্বপ্ন দ্যাখে- What is the defination of them ?

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: আরে ভাই এটা তো স্বপ্ন। আর স্বপ্ন তো আমি ইচ্ছা করে দেখি নাই।

৪২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৩

হাসান রাজু বলেছেন: আরে ভাই গল্পের খাতিরে ।

বাস্তবে আপনি যেমন ভাবির বাহিরে কাউকে কল্পনা করেন না, তেমনি ভাবী ও আপনাকে খুব ভালবাসে । এমনই চিন্তা করি আমরা । বুঝেন না কেন ?

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: বুঝছি বুঝছি----

৪৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৪

ন্যায়দন্ড বলেছেন: নতুন এলাম ব্লগে।

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: সাথেই থাকুন।

৪৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ফাগুন পূর্ণিমা রাতে পালিয়ে গেলেই ভালো করতেন।

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪৫| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩

নাদিয়া রহমান চুমকি বলেছেন: ইচ্ছে করে দেখেননি, কিন্তু ইচ্ছে করে লিখেছেন।

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: স্বপ্নে দেখেছি বলেই- লিখতে ইচ্ছে হলো লিখেছি।
কোনো অপরাধ?

৪৬| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮

নাদিয়া রহমান চুমকি বলেছেন: একটা মেয়েকে পাঁশে রেখে আর একটা মেয়ে নিয়ে স্বপ্ন দ্যাখা নিশ্চয় অপরাধ। সেটা আবার লিখে সবাইকে জানানো ভয়ংকর অপরাধ।

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: আহ হা বোন, আপনি ভুল বুঝছেন।
স্বপ্নের উপর মানূষের হাত থাকে না।

তাছাড়া এই স্বপ্ন কেন দেখেছি তার ব্যাখ্যা আমার কাছে আছে।

৪৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

নাদিয়া রহমান চুমকি বলেছেন: কেন দেখেছেন বলুন।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: জ্বী স্বপ্ন দেখাটা ভুলই হয়েছে।

৪৮| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহা দারুন গল্প। তবে কষ্ট লাগলো মনে মিষ্টি ভাবিকে পাশে রেখে অন্য মেয়েকে স্বপ্ন। X((

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: আমার ভুল্লললল হয়ে গেছে।

৪৯| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুরভি ভাবি ঠিক কাম করছে ঘুমিয়ে থেকে তবে অন্যায় করছেন আপনি। :)

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: আমার অন্যায় টা আমি খুজে পাচ্ছি না।

৫০| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২১

অর্ক বলেছেন: হে ঋষি, হে মহাপুরুষ, হে মানবরূপ ধারণ করা ফেরেশতা। এ স্বপ্ন নয় হে মহামানব, এ স্বপ্ন নয়। এ ঐশী ইশারা। উপর থেকে আসছে। এ সাধারণ মানুষের সাধারণ স্বপ্ন নয়, এ মহাপুরুষের দেখা স্বপ্ন। নিশ্চয়ই কিছু নিগূঢ় অর্থ লুকিয়ে আছে এর পিছনে। এখন সেটা বের করার দায়িত্ব আমাদের সবার। নইলে উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে।

রাজ জ্যোতিষীর দৃষ্টি আকর্ষণ করছি। মিল্টন দেওয়ান চিশতী'কে দরকার।

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: হা হা হা---

আরে না না-----------

কয়দিন আগে এরকম একটা নাটক দেখেছিলাম। তার ফল এই স্বপ্ন।

৫১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

জুন বলেছেন: আপনাদের যুগল ছবি দেখলে বিশ্বাস হয়না সুরভী ভাবী এই কাজ করতে পারে ।
এমন কি এমন ঘটনা বাস্তবে ঘটলেও মনে হয়না সুরভী ভাবী আপনাকে কিছু বলবে রাজীব নুর :(
তবে প্রামানিক ভাইয়ের মন্তব্যে একটু সন্দেহ :P

+

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: ছবি কিন্তু মানুষের সাথে সবচেয়ে বেশি প্রতারনা করে।

৫২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

কিরমানী লিটন বলেছেন: সুরভী ভাবীর প্রশ্রয়েই ওমন স্বপ্ন দেখার সাহস পান। ছুঁয়ে যাওয়া অনুভূতি ড়েখে গেলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: আসলেই।
সুরভি খুব বেশি সহজ সরল।

৫৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

ধ্রুবক আলো বলেছেন: স্বপ্ন টা ভালো ছিলো ;)
যাক আমি এখনও অবিবাহিত :)

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: তাড়াহুড়া।

৫৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: ব্যয়াম করে স্বাস্থ্য কমান।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: আরে না আমি ঠিকই আছি।

৫৫| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: হা হা এই পোস্টের কমেন্টগুলো পড়ে হাসতে হাসতে মরেও যেতে পারতাম। বিশেষ করে চুমকিআপু আর উম্মু আবদুল্লাহ আপুদের মন্তব্য পড়ে হা হা হা ........ :P

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: হাসুন। হাসা ভালো।

৫৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২০

সোহানী বলেছেন: নাদিয়া রহমান চুমকি বলেছেন: একটা মেয়েকে পাঁশে রেখে আর একটা মেয়ে নিয়ে স্বপ্ন দ্যাখা নিশ্চয় অপরাধ। সেটা আবার লিখে সবাইকে জানানো ভয়ংকর অপরাধ।...........................হাহাহাহাহাহাহাহা

কঠিনভাবে সহমত....................

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ !!!

৫৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৮

সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্ন তো আর মানুষ ইচ্ছা করে দেখে না। কঠিন স্বপ্ন।তাই বলে থাপ্পর । B-)

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

রাজীব নুর বলেছেন: কপালে ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.