নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছেলেটা আমি মেয়েটা সুরভি

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫



একদিন দুপুরবেলা হুট করে রোদ চলে গেল। তারপর চারপাশ অন্ধকার হয়ে গেল। আকাশ ভরা মেঘ জমতে শুরু করলো। আকাশে মেঘ জমতে শুরু করলেই শহরবাসী কিছুটা রোমান্টিক হয়ে উঠে। এক রিকশাওয়ালা তো বলেই ফেলল- আরে আল্লাহর কি কেরামতি, মুহূর্তের মধ্যে কড়া রোদ চইল্লাহ গেল। চাইরদিক আন্ধার হইয়া গেল! চারদিক আন্ধার হওয়ার খুশিতে সে রাস্তার পাশের চায়ের দোকান থেকে এক কাপ চা খেল তারপর একটা বেনসন সিগারেট ধরিয়ে উদাস ভঙ্গিতে আকাশের দিকে তাকালো। অকারনেই শহরবাসী খুব বেশি ছোটাছোটি শুরু করলো।

ঠিক এই রকম সময়ে একটা মেয়ে নীলক্ষেত মোড়ে দাঁড়িয়ে আছে। সে যাবে খিলগাঁ। একটাও রিকশা নেই। অন্য সময় রিকশা জট পাকিয়ে বসে থাকে। মেয়েটা খুব সুন্দর। নীল রঙের একটা জামা পড়েছে। খুব বেশি সাজেনি তবে চোখে মোটা করে কাজল দিয়েছে, কপালে ছোট্র একটা টিপ। আর দুই হাত ভরতি কাঁচের চুড়ি। তাতেই মেয়েটা খুব সুন্দর লাগছে। মেয়েটা অসহায়ের মতো আসে পাশে তাকাচ্ছে। কিন্তু একটাও রিকশা নেই। আকাশের যে অবস্থা, যে কোনো মুহূর্তে ঝুম বৃষ্টি নেমে যাবে। মেয়েটার ইচ্ছা করছে একটা রিকশা নিয়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়াতে। সাথে থাকবে প্রিয় একজন মানূষ। নাটক সিনেমাতে তো এরকমই হয়। বাস্তব মাঝে মাঝে নাটক সিনেমাকেও ছাড়িয়ে যায়।

বাইকে বসে একটা ছেলে চা খাচ্ছিল নীলক্ষেত মোড়ে। চায়ের কাপ হাতে নিয়ে এক আকাশ অবাক চোখে নীল জামা পরা মেয়েটার দিকে তাকিয়ে আছে ছেলেটা। সুন্দর একটা মেয়ের দিকে সুন্দর করে তাকিয়ে থাকতেও এক ধরনের আনন্দ হয়। মেয়েটা রিকশা পাচ্ছে না, তাই দেখে ছেলেটার খুব কষ্ট লাগছে। ছেলেটার ইচ্ছা করছে ঢাকা শহরের সমস্ত রিকশা নিয়ে মেয়েটার সামনে হাজির করতে। দুই এক ফোঁটা করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে, সাথে আকাশে মেঘের বিশাল গর্জন। আর চারিপাশে কি ঠান্ডা বাতাস। বাতাসে মেয়েটার মাথা ভরতি চুল উড়ছে।

দেখতে দেখতে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। ছেলেটা মেয়ের সামনে গিয়ে বলল- আমার বাইকে উঠুন। ভিজে যাচ্ছেন তো! মেয়েটা বলল- বাইকে উঠলে কি বৃষ্টিতে ভিজবো না? তারপর দুইজন'ই হেসে ফেলল। সহজ সরল সুন্দর হাসি। অতপরপর যা হয় আর কি... দু'জন মিলে অনেকক্ষন বৃষ্টিতে ভিজল বাচ্চাদের মতোন। তারপর শীতে থরথর করে কাঁপতে শুরু করলো। ছেলেটা বলল- চলুন কফি খাই। তাতে ঠান্ডা কিছুটা কমবে। মেয়েটা বলল চলুন।

পর-পর দু'জনে চার মগ কফি খেয়ে ফেললো। মুখে কোনো কথা নেই। কিন্তু চোখে চোখে কোটি কোটি কথা হয়ে গেল। এদিকে বৃষ্টি আর কমে না। রাস্তায় পানি জমে গেছে। বিশাল বিশাল ঢেউ। বাংলা সিনেমাতে যা হয় তাই'ই হলো। ছেলেটা তার বাইকে করে মেয়েটাকে তার বাসায় পৌঁছে দিয়ে আসে। ছেলেটা ভদ্র এবং ভালো, তাই ইচ্ছা করে দুষ্ট প্রেমিকদের মতো একটু পর-পর হার্ডব্রেক করেনি। বাসায় ফিরেই মেয়েটা জ্বরে পড়ে। ছেলেটাও। শুধু বাংলা সিনেমাতে এমন হয় না, বাস্তবেও হয়।

মন্তব্য ৬৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: রাজিব ভাই লিখনীতে আপনি প্রকাশ করেন সুরভী ভাবীকে আপনি অনেক ভালো বাসেন ছবিতে কিন্তু তা প্রকাশ পায়না। আমি লক্ষকরে দেখেছি একি কাপড়ে অনেক গুলো ছবি সুরভী ভাবীর সাথে আপনাকে কতো কাপড়ে দেখেছি হিসাব নেই। জবাব চাই এমন দ্বীমূখীতা কেন!

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: প্রথম হয়েছেন, আগে চা খান।
সুরভি যে কোনো অকেশনে জামা কিনে। আলমারিতে আর জায়গা নেই। প্রতিমাসে সে পাচ সেট করে জামা বানায়।
জামা কাপড় নিয়ে আমি কি খুব বেশি বিলাসিতা করি?

২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৭

নূর-ই-হাফসা বলেছেন: গল্প ভালো লাগলো

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: আসলে গল্প নয়।
বাস্তব।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

অপ্রত্যাশিত হিমু বলেছেন: খুব+++++

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হিমু।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৯

পবন সরকার বলেছেন: আপনাদের এখন ছেলে মেয়ের খাতায় নাম নাই, আপনারা এখন স্বামী স্ত্রী, দু'দিন পরে হবেন বুড়োবুড়ি।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: বুড়ো হতে অলরেডি শুরু করেছি।
মাথার চুল সাদা হতে শুরু করেছে।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩০

আবু তালেব শেখ বলেছেন: হ্যাপি কাপল নিঃসন্দেহে

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: তা বলাটা খুব অযৌক্তিক হবে না।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইনিইকি তাহলে আমাদের সুরভি ভাবি । :) এই প্রথম ফটক দেখলাম। B-)

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

বিজন রয় বলেছেন: ব্লগটা কি পারিবারিক ছবির এ্যালবামের ব্লগ?

আপনাকে এর আগেও অনেকবার বলেছি, কিন্তু কোন কাজ হলো না।
হবে কি করে, বাংলাদেশিদের মানসিকতা কোন পর্যায়ে আছে তা এখানকার সামাজিক চিত্রই বলে দেয়।

ন্যাকামির একটা সীমা থাকে!!!

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

গালিব আফসারৗ বলেছেন: "সুন্দর একটা মেয়ের দিকে সুন্দর করে তাকিয়ে থাকতেও এক ধরনের আনন্দ হয়।"

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: দেখলাম। পড়লাম। ভাবলাম।
কিছু বল্লাম না।
শুধু ভাই আর ভাবীকে অনেকটুকু আশীর্বাদ করে গেলাম।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: খুব খুশি হলাম আপনি পরেছেন বলে।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৪

গালিব আফসারৗ বলেছেন: আর ভাবীকেও প্রথম দেখলাম, ভালোবাসা অফুরান। ইচ্ছেরাঙা স্বপ্নে ভাসুক জীবন।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: জীবনের বাস্তবতাকে তুলে ধরেছেন।সত্যি আসাধারন।
ভাবীর সেদিনের চেহারা আজকের চেহার বিপুল পার্থক্যের কারন টা কি?

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: এটা অনেক আগের ছবি।
আগের, পরের ছবি দেই।
আসলে লেখার সাথে সামঞ্জস্য বজায় রাখতে গিয়ে দেখা যায় নতুন ছবি দেই আবার কখনও তিন বছর বা তারও আগের ছবি দেই।

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা বাইক কেনার শুরু করতে পারে।
আপনারা সুখে থাকুন।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: না না। বাইক কেনার দরকার নেই।
বাইক খুব খারাপ জিনিশ।
বাইক এর একসিডেন্ট খুব ভয়াবহ।

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৩

জাহিদ অনিক বলেছেন:



ভীষণ রোমান্টিক।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: আসলেই এক সময় দারুন রোন্টিক ছিলাম।

সংসার জীবনে প্রবেশ করে রোমান্টিকতা পুরোপুরি হারিয়ে গেছে।

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

মাআইপা বলেছেন: নায়ক নায়িকা সহ ছবি, সাথে গল্প (গল্প হলেও সত্যি) খুব ভাল লেগেছে
শুভ কামনা রইল আপনাদের জন্য

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৫

জাহিদ অনিক বলেছেন:

এখন তাহলে পুরানো দিনের কথা রোমন্থন করে কিছুটা শিহরিত হচ্ছেন !!!!

মনে হল আপনার ডাইরী আমাদের পড়তে দিচ্ছেন রোজ একটু একটু করে।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: আমি আপনাদের মনে প্রানে আপনজন ভাবি-
তাই সুখ দুঃখ গুলো আপনাদের সাথে শেয়ার করি।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৩

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সত্যি বলছি রাজীব ভাই, সিম্পল একটা ঘটনা, এত মজা নিয়ে পড়লাম।
আপনি নিয়মিত গল্প লিখতে শুরু করে দেন ভাই।
ভাল থাকুন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
এবং আপনাকেও সত্য কথা বলি- এই রকম গল্প আমার মাথায় লক্ষ কোটি।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৮

সুদীপ কুমার বলেছেন: রাজিব ভাই,এইটা কি বিয়ের আগের ঘটনা?
সুন্দর লিখেছেন।
আপনার অজান্তেই হুমায়ন আহমেদের ছাপ পড়েছে আপনার লেখায়।।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: জ্বী বিয়ের আগে।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৭

ধ্রুবক আলো বলেছেন: বৃষ্টি বিঘ্নিত রোমান্টিক ঘটনা :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: হুম।

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৮

উম্মে সায়মা বলেছেন: রাজীব ভাইয়ের গপ তো একেবারে সিনেমাকেও হার মানায় :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: হি হি হি .।.।.।

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৩৪

বনসাই বলেছেন: এতো কাপ কফির দাম দিয়েছিল কে?
ভাবী দেখি আপনার চেয়ে সাহসী, রোমান্টিক; অচেনা যুবকের বাইকে ঝড় সন্ধ্যায় চড়া চাট্টিখানি কথা নয়।
ভালো থাকুন ভাবী, আপনি ও মামনি।

ছবি দেয়াতে কি সমস্যা হলো?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: আমার চোখে ছবি দেয়াতে কোনো সমস্যা হয়নি।

২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৬

আটলান্টিক বলেছেন: আপনাকে মিসির আলির মতো দেখাচ্ছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

আলোরিকা বলেছেন: বাহ !! :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪

এম এম করিম বলেছেন: আপনি তো হুমায়ূন আহমেদের মত লিখেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: আসলে আমি ইচ্ছা করেই হুমায়ূন আহমেদকে নকল করতে চেষ্টা করি।

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিমন্ত্রণের অপেক্ষাতে আছি,
আপনার শখ পুরণে আমরা
থাকবো।

বিঃদ্রঃ আপনি বলেছিলেন আপনার খুব শখ ব্লগারদের নিমন্ত্রণ করে
শুরভী ভাবীর হাতের যাদু দেখাবেন, চাখাবেন !!

ভাই ভাবীকে ধন্যবাদ
তাদের চমৎকার সুচনা পর্ব তুলে ধারার জন্য

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর লিখেছেন স্যার। পাঠে আনন্দ পেলাম।
পাতায় আমন্ত্রণ রইল।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর অজস্র অভিনন্দন জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা-সর্বদাই
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: মন্তব্য করার জন্য এক আকাশ ধন্যবাদ।

২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

মানিজার বলেছেন: এইভাবে ছবি না দিলে হয় না ? পিলিগ লাগে ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: আমি বুঝি না ছবিতে সমস্যা কোথায়?

২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছেলেটা ভদ্র এবং ভালো আমরাও বলি রাজিব ভাই ভালা পুলা =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

দিলের্‌ আড্ডা বলেছেন: আশা করি একদিন বাংলাদেশের সব মানুষের মধ্যে ‍গড়ে উঠবে সুস্থ চিন্তার মানসিকতা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: আমিও।

৩০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

মনিরা সুলতানা বলেছেন: নুর ভাই অনেক অনেক শুভ কামনা আপনাদের জন্য !
গল্প সিনেমার মত অতপরঃ তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো ,আপনাদের জন্য ও সেই শুভ কামনা ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জীবন ।

৩২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮

সোহানী বলেছেন: হাহাহাহাহা...... আপনাদের দেখেই কিন্তু এহতেশাম ছবি বানিয়েছিল .....।

চির জীবন এমন করেই কাটুক সারাবেলা............

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সোহানী।

৩৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

বালু চর বলেছেন: অনিন্দ্য সুন্দর

৩৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যাক, ভাইয়া ভাবীর সূচনালগ্ন সম্পর্কে জানা হয়ে গেল। দারুণ লিখেছেন ভাই।
তবে, বৃষ্টির প্রতি আপনার কৃতজ্ঞতা রাখা উচিৎ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: তা তো অবশ্যই।

৩৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০৮

দেশী পোলা বলেছেন: বিবাহ করা ফরজ ও বিবাহ অনেক রোগের মহৌষধ, বিবাহ করে সওয়াব হয়, বেশী বেশী করে বিবাহ করেন, বেশী বেশী সওয়াব হবে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: বেশি বিবাহের দরকার নেই।
একটাই যথেষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.