নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সন্ধ্যা সাতটা।
অফিস থেকে বাসায় ফিরছি। মালিবাগ মোড়ে একটা খুব সুন্দরী মেয়ে আমাকে বললো- যাবেন? আমি তো প্রচন্ড অবাক! চিনি না, জানি না। তবু বলছে যাবেন? 'যাবেন' শব্দটা যেন আমার বুকে এসে লাগলো। আমি কসম খেয়ে বলতে পারি- ঢাকা শহরের কোনো মেয়ে এত সুন্দর করে বলতে পারবে না 'যাবেন'?
আমি মেয়েটাকে ভালো করে লক্ষ্য করলাম। সহজ সরল সুন্দর একটা মেয়ে। মুখটা ভীষন মিষ্টি। সেজেছেও খুব সুন্দর করে। মনে মনে ঠিক করে ফেললাম- যা আছে কপালে। আপাতত সুন্দরী মেয়েটার সান্নিধ্য কিছুক্ষন পাওয়া যাক।
ঠিক এই সময় মেয়েটা আবার বলল, যাবেন?
আমার বুঝার একটু ভুল হয়েছে। মেয়েটা আমাকে না, সিএনজিওয়ালাকে বলছে যাবেন?
আমার বুকটা যেন কাঁচের মতো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: না, জানে না।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২২
বিজন রয় বলেছেন: এরকম পোস্ট দেওয়ার দরকার কি?
সস্তা সেন্টিমেন্ট!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: সস্তা সেন্টিমেন্ট গরীবের জন্য সস্তা না।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭
তারেক_মাহমুদ বলেছেন: ইস
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮
পার্থ তালুকদার বলেছেন: আহারে .....
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: হুম।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এটা কোন ভালো পোস্ট ই না।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯
অপু দ্যা গ্রেট বলেছেন: এর চেয়ে সিএনজি চালক হওয়া ভালো ছিল
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩
ধ্রুবক আলো বলেছেন: মূল কথা হলো, ভাবি জানে?!
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭
জাহিদ অনিক বলেছেন: ইশ!!
ঠিক যেন আমারে নিবা মাঝি লগে?
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮
জনৈক অচম ভুত বলেছেন: মর্মান্তিক!
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫
আটলান্টিক বলেছেন: কোন সমস্যা না ভাই আপনিও ওই মেয়েটার সাথে সিএনজি তে উঠে যান
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০
সজিব ইসলাম বলেছেন: ইসসসসসসসসসসসরে
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০
আনিসুল ইসলাম ফয়সাল বলেছেন: lol
১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: গল্পিকা।
খুব সুন্দর উপস্থাপনা।
গল্পের বই কি করেছেন? জানাবেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২
রাজীব নুর বলেছেন: দু'টা বইয়ের কাজ শুরু করেছিলাম। একটা ফোটোগ্রাফী নিয়ে, আরেকটা দেশ ভাগ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস। শেষ করতে পারিনি।
ইচ্ছা আছে এ বছরের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ।
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১
প্রামানিক বলেছেন: এই খবর সুরভি কি জানে - - -- - জানলে কিন্তু খবর আছে -- - -
১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৫
আল ইফরান বলেছেন: আপনি নিজে সিএনজি হয়া গেলে কেমন হয়, রাজিব ভাই?
১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বুঝতে পারছি আপনার প্রেম মন্ধিরে অর্চনা ভালো করে হচ্ছে না।
১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০০
কাতিআশা বলেছেন: আপনার ন্যাকামীভরা লেখা আর ভালো লাগেনা!..Please grow up and respect women!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: আমি ঈশ্বরকে বলি- হে প্রভু আমাকে শক্তি দাও। মানুষের কটাক্ষ্য বহিবার।
১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২১
মিথী_মারজান বলেছেন: হা হা হা।
কতটা খরাপ লেগেছিল ভাইয়া যখন বুঝতে পারলেন মেয়েটি আপনাকে না ডেকে সি.এন.জি. ওয়ালাকে ডাকছিল?
এটা বোঝার আগ পর্যন্ত আমার নিজেরই খারাপ লাগছিল সুরভী ভাবীর কথা ভেবে।
একটা সুন্দর মুখ কি একটা সুন্দর মনের চেয়েও বেশি মোহনীয়?
রম্য হিসাবে লিখলে, লেখাটি মজার হয়েছে।
তবে সত্যিকারে এমনটা ভেবে থাকলে, ব্লগবাসী সবাই সুরভী ভাবীর পক্ষ নিয়ে আপনাকে বকুনি দিবে।
(আসলে আপনার প্রতিটা লেখার মাধ্যমে আমরা সবাই ভাবীকে খুব করে ভালবেসে ফেলেছি)
যাইহোক, একটা সিম্পল রম্য হিসাবেই লেখাটিকে বিবেচনা করছি।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার আবার স্কিপকরে প্রতিকমেন্ট এর অরিজিনাল অভ্যাস শুরু হলো ?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: না না।
বাসায় ঝামেলায় আছি। নেট স্লো।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২১
মোস্তফা সোহেল বলেছেন: সুরভি ভাবি এই কথা জানলে কি হবে?