নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৪৪

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০



১। আমার কাছে একটি ভালো বই একটি ভালো সফটওয়ার। সফটওয়ার যেমন কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্ট ফোনের কাজের প্রকৃতি পাল্টে দেয় তেমনি একটা ভালো বইও মানুষের দেখার দৃষ্টি, ভাবনার পদ্ধতি পাল্টে দেয়।
তাই আমার মতে বই মানুষের জন্য সেরা সফটওয়ার। আর একেকটা সেরা বই পড়া হচ্ছে একেকটা সফটওয়ার ইন্সটল করা; তার মানে জগতকে একেকবার একেকটি দৃষ্টিতে দেখার সক্ষমতা অর্জন করা।

২। যারা খাবারের বিলটা সবসময়ই নিজে দিতে চায়, তার মানে এই নয় যে তার টাকা উপচে পড়ছে, এর কারন সে টাকার চেয়ে বন্ধুত্বকে বড় করে দেখে।

৩। বিবেকানন্দের মৃত্যুর বহু বছর পরে, রবীন্দ্রনাথ ঠাকুর ফরাসি নোবেল লরিয়েট রম্যাঁ রল্যাঁকে বলেছিলেন, "যদি তুমি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে জানো। তাঁর মধ্যে সবকিছুই ইতিবাচক, নেতিবাচক কিছু নেই।

৪। বাইবেলে বলা হয়েছে, “God created man in His own image”। বাইবেলের কথাটা বদলে বলা যায়, “Man created God in his own image”। প্রায় সব ধর্মেই তাই। তাই ঈশ্বরও মানুষের মতো। তিনি জীবের দুঃখে কাতর হন, আনন্দে উল্লসিত, ক্রোধে উন্মাদ।
তাই বলা যায় ঈশ্বর আসলে সৃষ্টির সেরা গুজব।

৫। আমার মনে হয় আমার চারপাশে ওরা সবাই আছে। হাজার হাজার লক্ষ লক্ষ। আজ অবধি যারা জন্মেছে এবং মরে গেছে তারা সবাই। খুব বন্ধুর মতো লাগে তাদের। তারা আশে পাশেই আছে, ডিস্টার্ব করে না, শুধু সাথে থাকে। আমি খুব ফিল করি তাদের। অনেক সময়ে তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টাও করি।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯

সৈয়দ ইসলাম বলেছেন: সঠিক কথাগুলোই প্রকাশ করলেন। ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
”আল্লাহ এক,অদ্বিতীয়,অতুলনীয়। তার কোন অংশ বা অংশিদার বা শরিক নেই। তিনি কারো মুখাপেক্ষি নন, বরং সকলেই তার মুখাপেক্ষি । তার কোন কিছুর অভাব নেই । তিনিই সকলের অভাব পূরণকারী। তিনি কারো পিতা নন, পুত্র নন, তাঁর সমতুল্য কেউ নেই । একমাত্র তিনি সবকিছুর সৃষ্টিকর্তা,রক্ষাকর্তা ও পালনকর্তা । কোন জ্ঞান বা চক্ষু আল্লাহ তাআলাকে আয়ত্ব করতে পারেনা । তিনি চিরকাল আছেন এবং থাকবেন। তিনি অনাদি ও অনন্ত । অাল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই । তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য । “ তিনি সর্বশক্তিমান।আল্লাহ তায়ালা দুনিয়াতে ঘটমান সব কিছু দেখতে ও শুনতে পান।

"বলুন, তিনি আল্লাহ, এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাঁকে জন্ম দেয়নি এবং তাঁর সমতুল্য কেউ নেই।"১১২:১-৪[১০]

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

আটলান্টিক বলেছেন: অনেক সময়ে তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টাও করি
ভাইয়া পরে তাদের সাথে কখনো যোগাযোগ হয়েছে :) :) ?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: ্মাঝে মাঝে হয়।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

গালিব আফসারৗ বলেছেন: ঈশ্বর আসলে সৃষ্টির সেরা গুজব। [/si

পুরো লেখাটাই ভালো লাগলো। শুভ সকাল রাজীব ভাই।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬

করুণাধারা বলেছেন: ঈশ্বর সৃষ্টির সেরা গুজব হতেই পারেন- কিন্তু আল্লাহ একক, চিরঞ্জীব, স্বাধিষ্ঠ, বিশ্বধাতা; তিনি চিরসত্য।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩১

জাহিদ অনিক বলেছেন:



ক্ষুধার চেয়ে বড় কোন ধর্ম নেই; হিন্দু মুসলিম বৈদ্ধ ক্রিশ্চান সব ধর্মের মানুষেরই ক্ষুধা লাগে।
ক্ষুধা নিঃশেষ হয়ে গেলে জীবন বিনাশ হয়ে যায়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: দারুন বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.