নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নতুন দু\'টি বইয়ের খবর

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২

আমরা সাধারণত নতুন লেখকদের বই কিনি না। এতে করে আমরা তিনটা ভুল কাজ করি।
এক, নতুন লেখক বের হয়ে আসার পথ নষ্ট করি।
দুই, নতুন অভিজ্ঞতা, অনুভূতি আস্বাদনের পথ বন্ধ করি।
তৃতীয়টি মারাত্মক, ভাষা সাহিত্যের বিকাশের পথ বন্ধ করি।

তাই প্রতিবার বই মেলায় অন্তত দুজন নতুন লেখকের বই কিনুন। একটা বিষয় দারুণ সত্য যে পৃথিবীর সবচেয়ে খারাপ বইও অন্তত একটা ভাল লাইন আপনাকে আস্বাদন করতে দেবে। সবচেয়ে অপ্রয়োজনীয় বইও মগজকে একবার নাড়া দিবে।

প্রতিদিন চায়ের কাপের পাশে বই থাকুক, মনিটরের পাশে থাকুক বই, বিছানায় বালিশের পাশে থাকুক বই, বই থাকুক বাথরুমে, জ্যামের বাসে, কিবা যাত্রা পথে। ইলেকট্রিক বিল অথবা ব্যাংকে লম্বা লাইনে দাড়িয়ে আপনার হাতে একটা বই থাকতেই পারে। সময়কে উপভোগ করতে চান বা সময় থেকে পালিয়ে থাকতে চান বই হোক শ্রেষ্ঠ সঙ্গী।




এই বইটি লিখেছেন আমার বড় ভাই। তিনি একজন সাংবাদিক। খুব পরিশ্রমী একজন মানুষ। একবার ফাহাদ ভাই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। আমি দেখেছি 'আমাদের বঙ্গবন্ধু বই লিখতে তাকে কি পরিমান পরিশ্রম করতে হয়েছে। আমার মনে হয় এই বইয়ের প্রথম পাঠক আমি। প্রকাশকের কাছে পান্ডুলিপি জমা দেয়ার আগে ফাহাদ ভাই বইটি আমাকে পড়তে দিয়েছেন। এজন্য আমি গর্বিত। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন এবং যারা বঙ্গবন্ধুকে জানতে চান তারা অবশ্যই বইটি সংগ্রহ করবেন।


লেখকের প্রথম উপন্যাস ‘বসন্ত রোদন’। বইটি পড়লে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। বইয়ের কয়েকটা লাইন তুলে দিলাম- ''সাত্তার তেহারি ঘরের সামনে প্রকাণ্ড এক হাতি দাঁড়িয়ে আছে। দেয়াল ঘড়ির ঘণ্টার মত সুর দোলাচ্ছে। সাধারণত কোনো কিছুর ঘ্রাণ নেয়ার জন্য হাতি শুঁড় দোলায়। ভয়ে লোকজন কাছে ভিড়ছে না। দূরে গোল হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তাঘাটে প্রায়ই এ ধরনের দৃশ্য দেখা যায়। একটা হাতি শরীর দুলিয়ে হাঁটছে। দোকানে দোকানে গিয়ে শুঁড় বাড়িয়ে দিচ্ছে। দোকানি টাকা দিলে সে শুঁড়ের মাথায় নিয়ে তার পিঠে বসা মনিবের কাছে দিয়ে আবার অন্য দিকে যাচ্ছে। কিছু মানুষ হাতির পিছু পিছু যায়। কেউ হাঁটে গলাগলি ধরে। এদের দেখলে বোঝা যায়, এই শহরে শুধু ব্যস্তই না, বেকার মানুষও আছে। এদের মধ্যে একশ্রেণি আছে উৎসুক জনতা। যেকোনো কিছুইতেই তাদের অতি উৎসাহ। সুপার সারপ্রাইজড পিপল। এদের চোখে কয়েক হাজার পাওয়ারের বিস্ময় ক্ষমতা। পথে দগদগে ঘাঁ ওয়ালা ভিখারি দেখলেও এরা দাঁড়িয়ে পড়ে। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে।
সাত্তার তেহারি ঘর অবরোধ করা হাতিটির পিঠে দশ-বারো বছরের এক কিশোর বসা। সে লাঠি দিয়ে হাতিটির কুলার মতো কানের গোড়ায় আঘাত করছে। সম্ভবত হাতিটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কাজ হচ্ছে না। হাতিটি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। একচুলও নড়ছে না। মাঝেমধ্যে শুড় উঁচিয়ে ফোঁস ফোঁস শব্দ করছে। ভিড় ঠেলে সামনে গেলাম। সাত্তার ভাইকে এতক্ষণ দেখা যাচ্ছিল না। তিনি উঁচু টুলের ওপর বসে তেহারির ডেকচি ধরে আছেন। আমাকে দেখে চিৎকার করে উঠলেন।
জিতু ভাই! আমাকে বাঁচান।
সমস্যা কী ভাই?
সমস্যার কথা কী বলব ভাই। এক ঘণ্টার উপরে হাতিটা দোকান অবরোধ করেছে। তেহারির ডেকচি নেওয়ার অবরোধ। ডেকচি না নিয়া নড়বে না। একশ টাকার কড়কড়া নোট দিলাম। নিলো না। জীবজন্তুর কী আবদার দেখেন! এখন আমি কী করবো বুঝতেছি না।
হাতি তেহারি খায় নাকি?''

উল্লেখ্য, গত বছর ফাহাদ ভাইয়ের ''দানামাঝির বউ' বইটি পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়া তার 'তিন যোদ্ধার মুখোমুখি' সাক্ষাৎকার ভিত্তিক বইটি সূধী জনের নজর কেড়েছে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: লিখেছেন বসন্ত রোদন লেখকের প্রথম উপন্যাস। তাহলে গত বছর সাড়া ফেলা দানামাঝির বউ কি ধরণের রচনা ?

নতুন লেখকের বই কেনা প্রসঙ্গে আপনার যুক্তিগুলো চমৎকার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: ''দানামাঝির বউ' গল্প গ্রন্থ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০

তারেক_মাহমুদ বলেছেন: শুভ কামনা রইলো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: একজন নতুন লেখকের শুভ কামনা আর অভিনন্দন এর চেয়ে বেশি প্রয়োজন দুই এক কপি বই কেনা। তাকে উৎসাহ দেয়া।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

সামিয়া বলেছেন: অভিনন্দন রইলো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: শুধু অভিনন্দন দিলে হবে না। বই কিনতে হবে। তাহলে নতুন লেখকরা উৎসাহ পাবে।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬

আটলান্টিক বলেছেন: আহা রাজীব ভাই আপনার বই কবে আসছে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: আগামী বছর আসবে।
দুইটা বইয়ের কাজ শুরু করেছি কিন্তু এখনও শেষ হয় নি।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩

গালিব আফসারৗ বলেছেন: শুভকামনা লেখকের জন্য।চেষ্টা করব কিনতে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই কিনবেন।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

ধ্রুবক আলো বলেছেন: আপনার বইয়ের জন্য অপেক্ষা রইলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: আগামী বছর।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

এম এল গনি বলেছেন: চমৎকার বলেছেন। লেখক হিসেবে যাঁরা বিশেষ পরিচিত হয়ে গেছেন তাঁদের অনেকে আর কোয়ালিটির দিকে মন দেন না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.