নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

৮ ফেব্রুয়ারী যা ঘটবে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৬



চায়ের আড্ডায় এখন একটাই টপিক ৮ ফেব্রুয়ারী কি ঘটবে! নানানজন নানান কথা বলছে। আমি সবার কথা খুব মন দিয়ে শুনছি। বড় বড় অঘটন ঘটে হঠাৎ করেই। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা চললো প্রায় চার বছর ধরে। এই মামলায় খালেদা জিয়ার জেল-জরিমানা হবে। তিনি উচ্চ আদালতে আপিল করবেন। অন্তবর্তীকালীন জামিন তো পাবেনই। অথবা দেখা গেল- ৮ তারিখে রায় ঘোষনাই করা হলো না। রায় ঘোষনার তারিখ আরও পেছানো হলো। এ মামলায় অন্তত দেড়শ’বার তিনি সময় নিয়েছেন, আদালতে যাননি।

বিএনপি ৮ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যদি সংঘাতে লিপ্ত হয় তাহলে মানুষের জানমাল রক্ষায় কঠোর অবস্থান নেবে পুলিশ। এটা ফেব্রুয়ারী মাস। দুই দলেরই ভাষা শহীদদের প্রতি সম্মান রেখেই এ মাসে কোনো প্রকার ঝামেলা করা ঠিক হবে না। সর্বোপরি খালেদা জিয়া একজন ৭৩ বছর বয়স্ক নারী। জীবনের শেষ প্রান্তে এসেছেন বলা যায়। এদিকে সরকারের সময় ফুরিয়ে যাওয়ায় বিরোধী শিবিরে সাহস ও শক্তি বাড়ছে। সময় যত গড়াবে সরকারের অবস্থান ততই দুর্বল হবে? যদি বেগম জিয়ার কারাদন্ড হয় তাহলে তাকে কেরানীগঞ্জ বা কাশিমপুর কারাগারে কিন্তু নেয়া হবে না।

রায় ঘোষনার আগের দিন কি সরকার ঢাকা আসার পথ গুলো বন্ধ করে দিবে? সাধারণ মানুষ অসহনীয় দুর্ভোগে পরবে? ছাত্রলীগের পোলাপান ৮ ফেব্রুয়ারী কি করবে? রায়ের দিন যদি কোথাও কোনো জ্বালাও-পোড়াও বা ভাঙ্চুরের চেষ্টা করা হয়, তাহলে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেবে ছাত্রলীগ। ছাত্রলীগ যদি দাঁত ভাঙ্গা জবাব দেয়- তাহলে পুলিশ কি করবে? এরশাদ ছাড়া কোনো শাসককেই মামলায় জেল খাটতে হয়নি। রায়ের আগের দিন সন্ধ্যা থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করা হবে। এছাড়া একেহন থেকেই অনেক ফুটপাতে হকার বসতে দেয়া হছে না।

বিএনপির আইনজীবীরা জানান, রায় ঘোষণায় সাজা হলেও তাৎক্ষণিক উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করার পরিকল্পনা অনেক আগেই নেয়া হয়েছে। আরেকটা ব্যাপার মাথায় রাখা দরকার- জাতীয় নির্বাচনের প্রায় ১০ মাস বাকি। খালেদা জিয়ার সাজা হলে নেতা-কর্মীরা ঘরেও বসে থাকবে বলে আমার মনে হয় না। সরকার কি আইনি জটিলতার মাধ্যমে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায়? আজ বিকেলে একটা চায়ের দোকানে চা খাচ্ছি তখন একজন রিকশা চালক বলল- সরকার যা চায়, তাই হবে এই মামলার রায়। সরকারের উপরে মাতব্বরি করার কেউ নাই।

২৫ জানুয়ারির আগে মানুষের আলোচনার বিষয় ছিল- সাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এ মামলায় খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আবার বিচারক ইচ্ছা করলে দুই বছরও সাজা দিতে পারেন। খালেদা জিয়া এ মামলায় দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের প্রধান আসামি। ১/১১ র' সময় অনেক মামলা হয়েছিল। সেই সব মামলার কোনো খোজ খবর নেই। আসলে বিএনপির কোমর ভেঙ্গে গেছে। অথবা তাদের কোমর ভেঙ্গে দেয়া হয়েছে। তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না।

যদি সত্যিই কোনো গন্ডগোল হয় তাহলে বিপদে পড়বে সাধারন মানূষ। খালেদা জিয়া বা শেখ হাসিনা এবং নেতাদের কিছুই হবে না। অনেক মা বাবা ৮ তারিখ তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন বলে সিদ্দান্ত নিয়েছেন। অনেকে তাদের গাড়ি নিয়ে বের হবেন না। অনেকেই কর্মের খাতিরে বাইরে বের হলেও সেদিন সারাদিন ভয়ে ভয়ে থাকবে। হয়তো বাস পাওয়া যাবে না- হেটে হেটে গন্তব্যে যেতে হবে। ধরুন, সেদিন গোন্ডগোল হলো, আমাকে পুড়িয়ে মারা হলো, অথবা ধরুন কারো গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হলো। খারাপ যা কিছুই ঘটুক ভুক্তভোগী হবে দরিদ্র মানুষেরাই।

(বিঃ দ্রঃ লেখা খুব বেশি অগোছালো হয়েছে, বুঝতে পারছি।)

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৬

বিজন রয় বলেছেন: হোক কিছু একটা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: ভালো কিছু একটা হোক।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার সর্বাধিক জেল হওয়ার দরকার; বিচারক উনাকে ভৎসনা করার সময় বলা দরকার যে, উনি নিকৃষ্ট বাংগালী, উনার ১৪ গোষ্টী চোর, উনার বাবাও চোর ছিলো।

আদালত থেকে উনাকে সরাসরি জেলে নেয়ার আদেশ দিলে রায় ঠিক হবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: কঠিন সাহসী মন্তব্য করেছেন।
এই জন্যই আপনাকে আমি বিনা দ্বিধায় ওস্তাদ বলি।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

আবু তালেব শেখ বলেছেন: রিকশা চালক বলল- সরকার যা চায়, তাই হবে এই মামলার রায়। সরকারের উপরে মাতব্বরি করার কেউ নাই।,,,,,,,,,,,,,একজন রিক্সাওলা ও জানে যে কি রায় হবে?

চাঁদগাজি সাহেবের সাথে জিয়া পরিবারের কোন পূর্বশত্রুতা আছে নাকি????

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: চাদগাজী সাহেব সত্য কথাই বলেছেন।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


@আবু তালেব শেখ ,

আপনারা যদি জাতির সাধারণ মানুষের কষ্ট সঠিকভাবে বুঝতেন, তার কারণ খুঁজতেন, বেগম জিয়াকে আপনি নিজেই লাঠি নিয়ে দৌড়াতেন। আপনারা জানতে চাননি ৪৭ বছর পরও কেন বাংলাদেশের মানুষ পড়ালেখা জানে না; ভারত কেন "স্মার্ট বেড়া" দিচ্ছে, বাংগালী মেয়ে কেন দেহ বিক্রয় করে ভারতে, পাকিষ্টানে। আপনারা নিজে কোনভাবে হয়তো চলছেন, সেটা পুরো বাংলাদেশ নয়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: ওস্তাদ সঠিক কথাই বলেছেন।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: কিছুই না হবার সম্ভাবনা বেশী। অন্ততপক্ষে বিএনপি যেন কোন হঠকারী আন্দোলন না করে। মানুষ এখন ভোট দিতে পারে না, আওয়ামীদের কারনে কোনঠাসা অবস্থায় রয়েছে। কিন্তু বিএনপির এই আন্দোলনের ফলে মানুষ যদি ঘর থেকে বের হতে না পারে তবে তা হবে বোঝার উপরে শাকের আটি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৬

দূর আকাশের নীল তারা বলেছেন: বেগম জিয়া সেদিন বললেন, জনগণ, পুলিশ আর সশস্ত্র বাহিনী তাদের সাথে আছে। জনগণ না হয় উনার সাথে আছে, ঠিক আছে, কিন্তু সশস্ত্র বাহিনী উনার সাথে আছে, মানে কি? উনি কি আরেকটি অভ্যুথ্থান করতে চান? উনি কথায় কথায় সশস্ত্র বাহিনীকে টানেন কেন বুঝি না। সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্তের প্রতীক, কোন দলের লেজুড়গিরি করে না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: সহমত।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪১

মোহাম্মদ সাইফুজ্জামান খান বলেছেন: ...

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যে কোন দলের জন্যই ক্ষমতা আকড়ে থাকার প্রবনতা নিজেদের জন্যই বুমেরাং । ভাল লিখেছেন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বাবন ভাই।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ দেশের মানুষ সব সময় বেয়াদবের পক্ষে, আওয়ামীলীগ , বিএনপি যে যত বেশি বেয়াদবি করতে পারবে জনগন তার পক্ষে থাকবে।
বিস্তারিত দেখতে পারেন-''আমরা সব সময় বেআদবের পক্ষে ও একটি ১৮+ কৌতুক ।''

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: কথাটা একেবারে ভুল না।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯

আল ইফরান বলেছেন: বিএনপি কিছু করতে পারবে না বা করতে দেয়া হবে না এটা বুঝতে হলে খুব বেশী পড়তে হয় না।
তবে পরিবর্তনের হাওয়া কিন্তু অনেকসময় বিপরীতে দিক থেকেও প্রবাহিত হয়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: ??

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: !!

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২

সৈয়দ ইসলাম বলেছেন: বিশেষ দ্রষ্টব্য : এই অরাজকতা এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে না হলেও পারত। ___এটা জনগণের কথা। (তারা জানে, এই দু'দল তাদেরকে আজীবন পিষ্ট করে যাবে। তারা চায়, অন্তত তাদের শিশুরা যেন পিষ্ট না হয়)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: তারা শুধু নিজের কথা ভেবেই রাজনীতি করে।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

মোহাম্মদ বায়তুল্লাহ বায়েজীদ বলেছেন: আওয়ামীলীগ জানু খেলোয়াড় খালেদা জিয়াকে একটু নাড়া চাড়া করে বিরোঘীদলের কতটা শক্ত বা শক্তি জোগাড় করেছে তার পরীক্ষা করছে,৮ তারিখ খালেদা সময়ের আবেদন করবে বা সাজা হলে আগাম জামিনের ব্যবস্থা হবে সম্ভবনা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: আর একদিন পরই সব দিনের আলোর মতো পরিস্কার হবে।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৭

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:

রাজায় রাজায় যুদ্ধ হলে উলু খাগড়ার প্রাণ যাবে না তো?
জনগনের ভাগ্যাকাশে আজ দূর্যোগের ঘনঘাটা।কে শোনাবে আজ তাদের আশার বাণী?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: আশার বানী শোনাবার মতো কেউ নেই। নেই। নেই।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:

রাজায় রাজায় যুদ্ধ হলে উলু খাগড়ার প্রাণ যাবে না তো?
জনগনের ভাগ্যাকাশে আজ দূর্যোগের ঘনঘাটা।কে শোনাবে আজ তাদের আশার বাণী?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: কেউ নেই আশার বানো শোনাবার মতো।

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

ধ্রুবক আলো বলেছেন: সাধারন মানুষের বিপদের সীমা রেখার নিচেই থাকে সব সময়, আর কি বিপদ হবে!?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ভোগান্তি।

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Law= for everybody

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩

শিবলী আখঞ্জী বলেছেন: বেগম খালেদা জিয়াকে চল্লিশ বছরের ফাঁসি দেওয়া হোক

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৩

নাঈমুর রহমান আকাশ বলেছেন: ৮ ফেব্রুয়ারী মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.