নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৪৪

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২


জীবনের ছুটে চলা, জন্ম থেকে মৃত্যু... " - ছবিটা একই সাথে আমাদের অনেক কিছুই শিখাচ্ছে...

১। আমাদের জীবনের আয়ু তো সীমিত। বইপত্র নিয়ে এলোমেলো পড়তে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়। বইটি পড়ার আগে ভাবতে হবে আমি এই বইটি কেন পড়ব, বইটি থেকে কী চাই। যা পড়া হয়, তা আত্মস্থ করা গুরুত্বপূর্ণ। বই পড়ার মূল উদ্দেশ্য থাকতে হবে আত্মিক উন্নয়ন। বই পড়া শেষে সারমর্ম টাইপের উপলব্ধি ও শিক্ষা লিখে ফেলা যেতে পারে যা হয়ত নিজের এবং অন্যদের কাজে লাগতে পারে। টেলিভিশন দেখে জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না।

২। রবীন্দ্রনাথের বিসর্জন নাটকে একটি সংলাপ আছে যে, 'এইবার ফসল খুব বেশি হয়েছে। না জানি কৃষকের ভাগ্যে কী দুর্গতি আছে। 'আমার মনে হয় একশটি বাক্যে যা বলা যেত না তিনি একটি মাত্র বাক্যে বা সংলাপে তা বলে দিয়েছেন।

৩। যাদু আমার প্রিয় একটি বিষয়-
পানির উপর দিয়ে হেঁটে যাওয়া, মানুষ কেটে দু'টুকরো করা অথবা শূন্যে ভেসে থাকা।
এই সব ম্যাজিক দেখে আমি মুগ্ধ!
দিনের পর দিন ভাবতাম- কিভাবে করে? কিভাবে সম্ভব?
এই সব ম্যাজিকের ট্রিকস গুলো জানার পর- আমি অবাক!! এত সহজ। কিন্তু কখনও তো আগে এই কৌশল গুলো ধরতে পারিনি।

৪। মানব দেহের মধ্যে প্রানটা কোথায় থাকে? খুব জানতে ইচ্ছা করে মানুষের আত্মাটা শরীরের ঠিক কোথায় থাকে? ডাক্তাররা কি জানেন?
প্রায় সব ধর্মেই আত্মার কথা বলা হয়েছে।

৫। নতুন কোনো লেখকের বই বের হলে, সবাই তাকে শুধু শুভেচ্ছা আর অভিনন্দন জানায়। ব্যাপারটা খুব দুঃখজনক।
সহজ সরল সত্য কথা হলো- লেখকরা শুভেচ্ছা আর অভিনন্দন চায় না। চায় সবাই এক কপি করে বই কিনুক।
শুভেচ্ছা আর অভিনন্দনওয়ালারা দয়া করে বই কিনতে শিখুন।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৭

আটলান্টিক বলেছেন: আহা রাজিব ভাই চমৎকার পোষ্ট।ভাল লাগছে খুব।
++++
(রবোটিক মন্তব্য)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ যখন এনাটোমী, ফিজিওলোজী জানতো না, তখনও শরীরের প্রতিটি অংশসকে নাম দেয়া হয়েছে; লজিক্যাল নাম দিয়েছেন সায়েন্সের লোকজন। সাহিত্যকেরাও তাদের মতো করে নাম দিয়েছেন; "আত্না" একটি সাহিত্যক টার্ম মাত্র; শরীরের ফিজিওলজিক্যাল ফাংশান হলো 'প্রাণ"।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,




বই পড়ার আগে কিছু ভাবার দরকার নেই । বই পড়তেই হয় কিছু জানার জন্যে , ভালো কিম্বা মন্দ ।

সুন্দর লেখা ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর পোস্ট।
আত্না সারা দেহ জড়িয়ে আছে।
হুম।বই কিনার ধরকার তাইলে লেখকের খরচ উঠে আসবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: বই কিনবেন নিজের জন্য।
লেখকের খরচ উঠানোর দায়িত্ব আপনার নয়।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

আবু তালেব শেখ বলেছেন: রাজিব ভাই পানির হাটা বা অন্য ম্যাজিক গুলো শুধু ট্রিকস নাকি ব্লাকম্যাজিক। আপনি যখন জানেন আমাদের কেও একটু জানান

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: ইউটিউব এ ম্যাজুক গুলোর রহস্য আছে। দেখুন।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জানার আগ্রহ থাকুক। তাহলে খারাপ থেকে দূরে থাকবেন...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

তারেক_মাহমুদ বলেছেন: রবীন্দ্রনাথের বিসর্জন নাটকে একটি, সংলাপ আছে যে, 'এইবার ফসল খুব বেশি হয়েছে। না জানি কৃষকের ভাগ্যে কী দুর্গতি আছে। 'আমার মনে হয় একশটি বাক্যে যা বলা যেত না তিনি একটি মাত্র বাক্যে বা সংলাপে তা বলে দিয়েছেন।

এই লাইনটা তুলে ধরার জন্য ধন্যবাদ ,এই লাইনের জন্য লাইক দিলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।
ভালো থাকুন।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

শিখণ্ডী বলেছেন: আমি নিজে সামনে যা পাই তাই পড়া শুরু করি। কয়েক পাতা পড়ার পরে সিদ্ধান্ত নেই পড়ব কি না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: আমিও এই রকম করি।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

জাহিদ অনিক বলেছেন:


*মানব দেহে প্রানের অস্তিত মৃত্যু পর্যন্তই থাকে। আমার মনে হয় ক্ষুধাই জীবন। ক্ষুধা যেখানে শেষ জীবনও সেখানে শেষ।
* বই কেনার আগে অবশ্যই ভেবেচিন্তে কেনা উচিত।
* নতুন লেখকদের কাছে যারা সৌজন্য কপি চাউ, তারা সৌজন্যবোধ জানে না

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫

পার্থ তালুকদার বলেছেন: ৫ নং টা বেশ লেগেছে । সবাই শুধু বই খুঁজে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.