নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দেশ যাচ্ছে কোথায়? আপনার আমার সিদ্ধান্তই নির্ধারন করে দিবে- বাংলাদেশের ভবিষ্যত ...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২



১। খ্রিস্টের জন্মেরও আগে ভারতের রাজা ছিলেন সম্রাট অশোক। তিনি প্রজাদের জন্য পাথরের বইয়ে অনেক কথা লিখে রেখে গেছেন। তার মধ্যে কয়েকটি কথা হলো- “সৎপথে থেকে পিতা-মাতাকে ভক্তি করবে। সব সময় সত্য কথা বলবে। অযথা পশু হত্যা করবে না। কখনো অন্যায় কাজ করবে না ।”--- এরকম আরও অনেক কথা তিনি লিখে রেখে গেছেন তার পাথরের বইয়ে ।

২। আপনি কি জানেন? আজ থেকে ৪০০০ বছর আগে বঙ্গোপসাগরের পাড় ছিল ঢাকার শ্যামলীর আদাবরের কাছে।

৩। মুসলমান সমাজের বয়স নিতান্ত কম নয় । কিন্তু এত দীর্ঘকালের মধ্যে, একজন রুশো, একজন পিকাসো, একজন নিউটন জন্মাননি । এই সমাজ একজন রাজা রামমোহন, একজন বিদ্যাসাগর, একজন রাম তনুলাহিড়ী তৈরি করতে পারেনি । তার কারন, আমাদের সু-শিক্ষা নাই । জ্ঞানের মর্যাদা বুঝি না । সাহিত্যের আদর করি না । তাই আমাদের মধ্যে বিদ্বান নাই, বৈজ্ঞানি নাই , সাহিত্যিক-দার্শনিক ঐতিহাসিক নাই ।

৪। নদীর পাড়ে রোদ পোহাচ্ছে এক কুমীর, পাশ দিয়ে যেতে যেতে এক শেয়াল দেখে কুমীরের সারা গায়ে জোঁক, রক্ত খাচ্ছে । শিয়াল বলল, আরে ব্যাটা কুমীর, লেজটাও ঝাড়লে তো পারিস । কিছু জোঁক তো ঝাপটা খেয়ে মরে পালিয়ে যায় । রক্ত শূন্য হয়ে মরে যাবি তো শেষে । কুমীর বলল, রক্ত যা খাবার খেয়ে নিঃসাড়ে পড়ে আছে, এখন গা থেকে এগুলোকে আর সরিয়ে দিতে চাই না, সরালে আবার নতুন জোঁক আসবে, নতুন করে রক্ত খাবার পালা শুরু হবে, কাজ নেই তাতে । আমাদের এই দেশে তো- এক রাজাকে তাড়িয়ে আরেক রাজা...

৫। মানুষ আজকাল বাক্সবন্দী হয়ে যাচ্ছে । বিশেষ করে মেয়েরা । এক সময় নারীরা বাইরে বের হওয়ার জন্য আন্দোলন করতো । আর এখন তারা সারাদিন ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে, কম্পিউটারে চ্যাটিং করে, মোবাইলে কথা বলে । পৃথিবী যত উন্নতির দিকে যাচ্ছে, মানুষ ততই নিজেকে চার দেয়ালের মাঝে বন্দি করে ফেলছে । যদিও বর্তমানে সংসারে ছেলেদের চেয়ে মেয়েদের রেসপনসিবিলিটি অনেক বেশী । ভূপেন হাজারিকার সেই গান মনে পড়ে যায়- "পৃথিবী আমারে আপন করেছে, আপন করেছে পর...আমি এক যাযাবর...।"

৬। কথার ভিতর লুকিয়ে থাকা কথা বুঝতে পারি না, এমন নয় । না-বোঝার ভান করে থাকি । ভান যে শুধু অপরকে ধ্বংস করার জন্যই কাজে লাগে, আমি বিশ্বাস করি না । ভালো মনূষত্ব অর্জন করার জন্যও মাঝে মাঝে ভানের দরকার হয় ।

মন্তব্য ৪৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


২০০ বছরের মাঝে বংগোপসাগর আবার ঢাকা অবধি আসার সম্ভাবনা আছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার ৩ নং পয়েন্টের সত্যতা কি? সোর্স কি? যা ইচ্ছা হয় তাই লিখবেন? ছবি তুলেন সেই কাজই করেন। সব বিষয়ে পান্ডিত্য জাহির করতে হবে না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: ৩নং টা মিথ্যা লিখিনি। প্রমান আছে।

শুনুন শুধু ছবি তুললে তিনবেলা পেট ভরে খেতে পারবো না। তাই আরও অনেক কাজ করতে হয়।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯

Sahinuzzaman বলেছেন: ৬ নাং পয়েন্টা অসাধারন,ভালো মনুষ্যত্ব অর্জন করার জন্যও মাঝে মাঝে ভানের দরকার হয়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ছয় মিশালি লেখ জন্য ধন্যবাদ।
৩ নং এর উত্তর ভাবুন পেয়ে যাবেন। আর না পেলে আপনিই শুরু করুন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: আপনি এ বিষয় নিয়ে একতা পোষ্ট করুন।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সোলায়মান (আঃ) নবী দাউদ (আঃ) ও বাথসেবার সন্তান এবং একজন প্রত্যাদিষ্ট নবী । তিনি ছিলেন ইসরায়েলের প্রথম এবং গুরুত্বপূর্ণ একজন রাজ়া । তাঁর জন্ম আনুমানিক ১০১১ খ্রীষ্টপূর্বাব্দে এবং মৃত্যু আনুমানিক ৯৩১ খ্রীষ্টপূর্বাব্দে; এবং তাঁর রাজত্ব কাল ছিল প্রায় ৯৭০ থেকে ৯৩০ খ্রীষ্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী। কথিত আছে তিনিই জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন। সোলায়মান ছিলেন পুরো বিশ্বের সম্রাট। খ্রিস্টপূর্ব ৯৭০-৯৩১ পর্যন্ত টানা ৪০ বছর সোলায়মান পুরো পৃথিবী শাসন করেন। তিনি শুধু মানুষের সম্রাটই ছিলেন না ছিলেন উদ্ভিদ ও প্রাণীকূলেরও সম্রাট ছিলেন। সোলায়মান জীব-জগতের সকলের ভাষা হৃদয়ঙ্গম করতে পারতেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: পশু পাখির ভাষা বুঝে লাভ কি? তাতে দেশ ও দশের কি উপকার হয়?
ভুলে গেলে চলবে না, আমরা আধুনিক জগতে বাস করি।
আলিফ লায়লার দিন শেষ।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

কামরুননাহার কলি বলেছেন: ১ নং পয়েন্টি ভালো লেগেছে ভাইয়া।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫

আখেনাটেন বলেছেন: ভান করা অনেকক্ষেত্রেই চতুরতা ও ভণ্ডামীর বহিঃপ্রকাশও।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: কিন্তু মাঝে মাঝে ভান করতে হয়। তা না হলে পিছিয়ে পড়তে হয়।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২০

নতুন নকিব বলেছেন:



মুসলিম বাবা-মায়ের ঘরে জন্ম নিয়েও আমরা অনেকেই আমাদের সত্যিকার পরিচয় জানি না। এরচে' দুর্ভােগ্যের আর কী থাকতে পারে? আত্মভোলা জাতির করুন পরিনতি বুঝি এমনই হয়ে থাকে।

আপনার ৩ নং পয়েন্টটি লেখার জন্য আপনাকে ধন্যবাদ। এই পয়েন্টের উপরে আমার স্বতন্ত্র একটি পোস্ট দেয়ার ইচ্ছে জাগলো। তাই এখানে আর উত্তরে যাচ্ছি না।

অনেক ভাল থাকবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের অপেক্ষায় থাকলাম।
নিরপেক্ষ থাকবেন পোষ্ট লেখার সময়।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩

সৈয়দ ইসলাম বলেছেন: ভালো লেখছেন। সব পয়েন্টগুলোই ভালো লাগলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লিখছেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মাস্টারমশাই।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাইয়া পড়লাম। পড়ার পর মনে হলো ৩ নং পয়েন্ট নিয়ে অনেকের আপত্তি থাকা স্বাভাবিক।যেহেতু ৩ নং পয়েন্টটি আপনার একটি "statement" তাই আশা করবো কেন মানুষজন এটা মেনে নিতে চাইছে না তা একবার তদন্ত করবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: হুম, দুইজন সম্মানিত ব্লগার এ বিষয়টি নিয়ে ব্লগ লিখবেন। আশা করি তখন ব্যাপারটা পরিস্কার হবে।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো বলেছেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: থাকেন তো শুধু প্রেমের গল্প নিয়ে?
"আপনি শুরু করুন" মানে আপনাকে দিয়েই মুসলিম মনিষীর অগ্রযাত্রা শুরু হোক ।
আপনার মেধা আছে, বয়স আছে। কাজের কাজ করতে থাকুন। রুশো, নিউটন বা বিদ্যাসাগর মত, হলেও হতে পারেন??

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: দাদা আমাকে ক্ষমা করেন। আমার পক্ষে সম্ভব না। ভালো কিছু লিখতে হলে অনেক পড়াশোনা করতে হয়। সেই সময় আমার নেই। চাকরি আমার সব সময় কেড়ে নিচ্ছে।

এই কাজটা আপনিই করুন।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

ইমরান আশফাক বলেছেন: ৩ নং মন্তব্যের ভিত্তি নেই। এখন হয়তো আমাদের সুশিক্ষার অভাব আছে কিন্তু ইসলামের প্রথমদিকে সেটা ছিল না। মুসলমানরা বীজগনিত, জ্যামিতির কিছু ফান্ডামেন্টাল, শুন্যের ব্যবহার, সৌর ও চন্দ্র বৎসরের সঠিক হিসাব, আলকেমি ও মানুষের শরীরের রক্ত সংবহনতন্ত্র, দৃষ্টি বা চোখের গঠনপ্রনালী, কিভাবে আমরা দেখি ইত্যাদি অনেক কিছুই উদ্ভাবন করেন।

যদি সুযোগ থাকে আমি মহাকাশ সংক্রান্ত ব্যাপারে আল- কোরআনে অজস্র আয়াত আছে সেইগুলি জানানোর চেষ্টা করবো। যেমন মহাবিশ্বের তৈরী ও গঠনপ্রনালী, ব্লাক হোল, গ্রহনক্ষত্র ও অন্যান্য তারকাপূন্জী, সময়ের ধারনা, বিগবান্কের নিখুত বর্ননা, প্যারালাল ইউনিভার্সের ধারনা ইত্যাদি ইত্যাদি।

বিজ্ঞানের অনেকগুলি ফান্ডামেন্টাল বিষয় আছে যেগুলি মুসলমান মনিষারাই প্রথম সুত্রপাত করেন যদিও পাশ্চাত্যের পন্ডিতরা সেইগুলি ছিনতাই করেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের অপেক্ষায়।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

বারিধারা ২ বলেছেন: মুসলিম জাতির জ্ঞানের এক বিশাল সংগ্রহ ছিল বাগদাদের সুবিশাল পাঠাগার - ত্রয়োদশ শতকে বর্বর হালাকু খানের বাহিনি তা ধ্বংস করে মুসলিম সভ্যতার এক অপূরণীয় ক্ষতি করে ফেলে। গণিত, রসায়ন ও চিকিৎসাশাস্ত্রে উমাইয়া খলিফাদের অধীনস্ত পন্ডিতদের গবেষণা আধুনিক বৈজ্ঞানিক তত্ত্বের ভিত্তি দাঁড় করিয়েছিল। নারী পুরুষ সকলেরই জ্ঞানের রাজ্যে এ্যাক্সেস ছিল এবং খেলাফত সব ধরণের গবেষণা কর্মের পৃষ্টপোষকতা করত। আন্দালুসিয়া নগরী তখন এসব নাম না জানা বিজ্ঞানীদের তীর্থকেন্দ্র ছিল, যা রাজা ফারডিনান্ডের নেতৃত্বে ১৪৯১ সালে স্পেনিশ নাইটরা নিশ্চিহ্ন করে ফেলে। ক্রিস্টোফার কলম্বাস গ্রানাডার এক মুসলিম বিজ্ঞানীর ম্যাপ রানী ইসাবেলার কাছে দাখিল করেই আমেরিকা আবিষ্কার অভিযানের জন্য প্রয়োজনীয় ফান্ড যোগাড় করেছিলেন। বিখ্যাত পর্যটক মার্কোপলো তার ভারতযাত্রার সিদ্ধান্ত মিশর থেকেই নিয়েছিলেন বলে জানা যায়।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: মুসলিম জাতিতে অনেক হহানী গুনী ছিলেন। তারা অনেক কিছু আবিস্কার করেছে। হ্যান করেছে ত্যান করেছে। আসলে তারা কিছুই করেনি। সব মনগড়া।
সত্য কথা হলো মানূষের জন্য কল্যান কর যা কিছু আছে সব করেছে- ইহুদি নাসারা।

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৪

সোহানী বলেছেন: ৩ নং পয়েন্টে আপত্তি অনেকের মতো আমারো আছে। কারন গনিত ও জ্যোতি শ্রাস্ত্রের মূল জ্ঞান মুসলিমদের কাছ থেকে ছড়িয়েছে। এরকম অনেক কিছুতেই কিন্তু মুসলিম অবদান আছে। তবে রুশো বা পিকাসো জন্মাইনি সত্য কারন মুসলিমদের ছবি তোলা বা আকাঁ নিয়ে একটু বাধাঁ নিষেধের ঝামেলা আছে। তারপর ও অনেকেই আছেন। মুসলিম ইতিহাস কিন্তু অনেক গৈারবের ইতিহাস, যদিও এখন ধুলোয় লুটাচ্ছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: তাহলে ইহুদি নাসারা রা কি করেছে?

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

ফ্রিটক বলেছেন: আমার কাছে ৪ নং টা ভাল লেগেছে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩

ওমেরা বলেছেন: তাহলে ইহুদি নাসারা রা কি করেছে? উনারা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: রাগ না করে ঠান্ডা মাথায় ভাবুন।

এই যে ইন্টারনেট ব্যবহার করছেন তা তো ইহুদিদের আবিস্কার।

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন ভাই,
২ নং আমি জানতাম না, জেনে বিস্মিত হলাম, সাথে জানার আনন্দ
৪ নম্বরে আমারও মত
নারীকুল এখন সিরিয়ালময় হয়ে যাচ্ছে হা হা হা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশ বদলাতে চাইলে প্রতিটি নাগরিকের ভেতর -বাহির, চরিত্র বদলাতে হবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
আসুন আপনাকে দিয়েই শুরু করি।

২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০১

নরাধম বলেছেন: আমার ধারণা আপনি অমুসলিম/হিন্দু। নাহয় নির্বোধ/অশিক্ষিত মুসলিম। তা নাহলে কোন শিক্ষীত মুসলিম ৩ নং কমেন্ট লিখতে পারে না। কি পরিমান অজ্ঞ/অশিক্ষিত হলে ইতিহাস সম্পর্কে কেউ এত ছাগলামিপূর্ণ কথা লিখতে পারে?

ইউরোপের রেনাঁসাই হয়েছে মুসলমানদের জ্ঞানের হাত ধরে, এটা প্রতিষ্ঠিত সত্য। বাকিটা আর বললাম না, কেননা আপনি ছাগলমার্কা বেকুব লোক অথবা হিন্দু হয়েও মুসলমান সাজার চেষ্টা করছেন, তাই সত্যটা বুঝা সম্ভব না আপনার পক্ষে।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: আমি ক্ষমা প্রার্থী।

২৩| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: "মুসলিম জাতিতে অনেক হহানী গুনী ছিলেন। তারা অনেক কিছু আবিস্কার করেছে। হ্যান করেছে ত্যান করেছে। আসলে তারা কিছুই করেনি।"

ইতিহাস দেখছি আপনি কিছুই জানেন না।

আপাতত টেলিগ্রাফের এবং নিউ ইয়র্ক টাইমসের লিংক দিলাম দেখতে পারেন। নিউ ইয়র্ক টাইমসের লেখায় ইতিহাসের ক্রোনোলজি পাবেন। মূলত মধ্যযুগটি ছিলো মুসলিমদের পুরো নিয়ন্ত্রনে। অনেক বিজ্ঞানীই রয়েছেন উল্লেখ করার মত। তবে আমার কাছে রসায়নের জনক জাবের, বীজগনিতের জনক খাওয়ারিজমী, দার্শনিক ইবনে রুশদ এবং চিকিৎসক ইবনে সিনার অবদান বেশী উল্লেখযোগ্য মনে হয়। ইউরোপ চার্চের নিয়ন্ত্রনে থাকায় এবং চার্চ জ্ঞান বিজ্ঞানে বিধি নিষেধ আরোপ করায় মুসলিমরা তখন একচ্ছত্র রাজত্ব করেছিল। তা সত্ত্বেও ক্রীশ্চান সমাজে তখনকার সময়ে আয়া সোপিয়ার মত বেশ কিছু স্থাপনা উল্লেখযোগ্য (এখনকার তুরষ্কে অবস্থিত)।

How Islam Won, and Lost, the Lead in Science
http://www.nytimes.com/2001/10/30/science/how-islam-won-and-lost-the-lead-in-science.html


Science: Islam's forgotten geniuses
https://www.telegraph.co.uk/news/science/science-news/3323462/Science-Islams-forgotten-geniuses.html

মধ্যযুগের পরে এই ট্রেন্ড কমে আসে। তখন ইউরোপে শুরু হয় রেনেসা। কিন্তু চার্চ তখনও বেশ সক্রিয় ছিল। গ্যালিলিওকে চার্চ অভিযুক্ত করে মুরতাদ হিসেবে।

মধ্যযুগের পরে মুসলিমরা পিছিয়ে যায়। তবু মুসলিমদের মাঝে সেসময়েও এসেছিলেন মিমার সিনান। মিমার সিনান একজন আর্কিটেক্ট। কিছুদিন আগে বসনিয়াতে তার গড়া সেতুটি ইউনেস্কো হেরিটেজের সম্মান পেয়েছে । দীপ্ত টিভির ধারাবাহিক সুলতান সুলেমানে এক পর্বে তাকে স্বল্প সময়ের জন্যে আনা হয়েছিল। ভারতের তাজমহল নির্মানেও তার আইডিয়া অনুসরন করা হয়।

২৪| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.