নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো স্মৃতিঃ মুহাম্মদ জাফর ইকবাল

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৪



১। আমি মুহাম্মদ জাফর ইকবাল স্যারের 'কাঁচ সমুদ্র' বইটা প্রথম পড়ি। তারপর 'টুকুনজিল'। এরপর একে একে সব বই পড়ে ফেলি। তারপর তার ভক্ত হয়ে যায়। বই বের হয় কিন্তু পড়তে দেরী করি না।

একবার বইমেলাতে তাকে দেখি একটা গাছের নিচে আরাম করে বসে খুব সুন্দর করে অসংখ্য ছেলে মেয়েকে একজন একজন করে অটোগ্রাফ দিচ্ছেন। মুখটা হাসি হাসি। অবশ্য এমনিতেই তার মূখ সব সময় হাসি। তিনি মনে হয় রাগ করতে জানেন না!

যাই হোক, ছেলে মেয়েরা লাইন ধরে তার কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছেন। তখন অবশ্য মোবাইল ছিল না, তাই সেলফি তোলার বিষয়টি ছিল না। আমি ভিড় ঠেলে-ঠূলে স্যারের সামনে একটা বই মেলে ধরলাম- অটোগ্রাফের জন্য। স্যার চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকালেন। আমি কসম খেয়ে বলতে পারি স্যারের মতো এত সুন্দর করে চশমার ফাঁক দিয়ে আর কেউ তাকাতে পারবে না।

স্যার বললেন, নাম কি?
আমি বললাম, রাজীব।
স্যার বললেন, ি (ই-কার) না ী (ঈ-কার)
আমি বললাম, একটা দিলেই হবে।
স্যার বললেন, তুমি কি দাও?
আমি বললাম, দু'টাই দেই।
স্যার হেসে ফেললেন! সহজ সরল সুন্দর হাসি।
অটোগ্রাফ দেওয়া শেষে বললাম, স্যার এটা কিন্তু আপনার লেখা বই না।
স্যার আবারও হেসে দিলেন। সহজ সরল সুন্দর প্রানবন্ত হাসি।

২। একবার আমরা কয়েকজন বন্ধু মিলে সিলেট গেলাম। জাফলং যাবো, মাধবকুন্ড যাবো, জৈন্তা যাবো আর যাবো হাসান রাজার বাড়ি। কি মনে করে সবার আগে চলে গেলাম জাফর ইকবাল স্যারের দেখা করতে। স্যার মাত্র ক্লাশ শেষ করে বিশ্রাম নিচ্ছেন। আমি বললাম, স্যার আপনাকে দেখতে আসছি আমরা। কেমন আছেন? তারপর নানান বিষয় নিয়ে নানান রকম গল্প হলো। কখনও সন্ধ্যা হয়ে গেছে আমরা টেরও পাইনি।
জাফর ইকবাল স্যার অন্যসব স্যারদের মতোন নয়। উনি সবার থেকে আলাদা। তার কথা বলার ভঙ্গি সুন্দর। ঘন্টার পর ঘন্টা তার কথা শুনলে একটূও বিরক্ত লাগে না। ইচ্ছে করে তার গল্প শুনতেই থাকি। স্যার কাউকে অবহেলা করেন না। সবার কথাই খুব মন দিয়ে শুনেন। কে আপন, কে পর অথবা কে পরিচিত আর কে অপরিচিত তা স্যারের কাছে কোনো ব্যাপার না। কেউ তার সাথে ছবি তুলতে চাইলে আগ্রহ নিয়ে ছবি তুলেন। স্যার দেশ নিয়ে অনেক ভাবেন।

৩। একবার আমি খুব হতাশায় নিমজ্জিত হলাম। ভয়াবহ অবস্থা আমার। এক আকাশ হতাশা ভর করেছে আমার উপর। হতাশা থেকে বের হবার কোনো উপায় পাচ্ছিলাম না। আমার সমস্যার কথা জানিয়ে স্যারকে একটা ম্যাসেজ দেই মোবাইলে। স্যার সাথে সাথে ম্যাসেজে আমার হতাশা কাটানোর জন্য কিছু উপায় বলে দেন। স্যারের পরামর্শতে কাজ হয়েছিল। আমি হতাশামুক্ত হতে পেরেছিলাম। স্যারকে যখনই ম্যাসেজ দিয়েছি, তিনি আমার ম্যাসেজ অবহেলা করেননি। দেরীতে হলেও উত্তর দিয়েছেন। আসলে স্যার সবার ম্যাসেজের'ই উত্তর দেন।
স্যারের সাথে অনেক অনুষ্ঠানে দেখা হয়েছে। দূর থেকেই হাত উঁচু করে সালাম দিয়েছি। স্যারও হাত উঁচু করে আমার সালাম গ্রহন করেছেন। নানান অনুষ্ঠানে স্যারের অসংখ্য ছবি তুলেছি।

স্যার ভালো থাকুক। সুস্থ থাকুক। জয় বাংলা।

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৫

শামচুল হক বলেছেন: সুন্দর কাহিনী, ধন্যবাদ

২| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:



তিনি এই বিশৃংখল বাংলায় একজন ভালো মানুষ।

০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: জ্বী, ঠিক বলেছেন।

৩| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৪৩

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো পোস্টটি ভাই! সর্বজন শ্রদ্ধেয় প্রিয় একজন মানুষ। আপনি সৌভাগ্যবান, বেশ কবারই সান্নিধ্য পেয়েছেন তাঁর। নিশ্চয়ই ঋদ্ধ হয়েছেন। কথাটা সত্যি যে, তাঁর হাসি ছাড়া মুখের কোনও স্মৃতি আমার নেই। এমনকি তাঁর অগ্রজ স্বনামধন্য ‘হুমায়ুন আহমেদ’র মৃত্যুর সময়ও দেখেছিলাম একইরকম স্মিত মুখ। নিঃসন্দেহে আড়ালে ভাই হারানোর গভীর ব্যথা লুকিয়েছিল!
আমি তাঁর দীর্ঘ সুখী জীবন কামনা করি। কষ্ট হয়, প্রায়শ তাঁকে লাঞ্ছিত হতে দেখে! প্রতিবাদ ও ধিক্কার জানাই...

ধন্যবাদ।

০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: ্সুন্দর মন্তব্য করেছেন।
ধন্যবাদ।

৪| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৬

শামছুল ইসলাম বলেছেন: স্যারের সাথে আপনার ব্যক্তিগত কিছু স্মৃতিচারণ খুব ভালো লাগলো ।
উনি সবার প্রতি সমান ব্যবহার, মনোযোগ দিয়ে থাকেন জেনে খুশি হলাম ।
আল্লাহ উনাকে দ্রুত সুস্থ করে তুলুন ।
আমীন ।

৫| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২২

বিলিয়ার রহমান বলেছেন: লোকটাকে আমারো ভালোলাগে!

তবে আমি ওনার সকল দর্শনের সাথে একমত নই!!

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫০

উম্মু আবদুল্লাহ বলেছেন: মানুষের সাথে মিলে মিশে একাকার হয়ে যাবার অসাধারন দুর্লভ এক ক্ষমতা উনার রয়েছে। যার ফলে উনাকে অপছন্দ করা প্রায় অসম্ভব। সেকারনেই বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে পক্ষপাতমূলক প্রান্তিক অবস্থান নিলেও কেউ উনার কোন ক্ষতি করতে পারেনি। উনার বিভিন্ন আদর্শিক এবং রাজনৈতিক অবস্থান আমার কাছে যতটাই বিরক্তিকর, উনার অসাধারন সাবলীল ব্যক্তিত্ব আমার কাছে ঠিক ততটাই প্রিয়। বিরক্তি এবং ভালবাসা - এই দুয়ে মিলেই জাফর ইকবাল।

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন।

৮| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২০

বারিধারা ২ বলেছেন: আপনার মত ঠিক এরকম স্মৃতি আমারো আছে। গাছের নিচে ওনাকে বসে থাকতে দেখে তড়িঘড়ি করে উনার লেখা একটা বই কিনে দেখি অটোগ্রাফের লাইনে ১০/১২ জন জমে গেছে। আমি ছোট বোনকে লাইনে ঢুকিয়ে দিলাম। উনি সবাইকে অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন। যখন আমার বোনের পালা এল, তার গালে হাত দিয়ে নাম, ক্লাস, বয়েস জিজ্ঞেস করে একটা ছড়া শুনতে চাইলেন। আমার ৮ বছরের বোন তখন খুকি ও কাঠবিড়ালি কবিতা শুনালো, উনি মুগ্ধ হয়ে শুনলেন, পেছনে যে ভীড় জমে যাচ্ছে - এ ব্যাপারে কোন তাড়া দেখলাম না। ওনার অটোগ্রাফ নিয়ে আমি বইটি ডঃ ইয়াসমিনের দিকে বাড়িয়ে দিলাম, যেটা অন্য কেউ করেনি। তিনি একটু অপ্রস্তুত হয়ে গেলেন। তারপর দ্রুত সামলে উঠে একটা পাখির ছবি এঁকে নিচে লিখলেন, "আমার ছোট্ট পাখি সিমিকে অনেক অনেক আদর ও আশীর্বাদ"।

ও আচ্ছা, জাফর ইকবাল লিখেছিলেন, "মানুষকে মুগ্ধ করার ক্ষমতা তোমার দিনকে দিন বেড়ে উঠুক"

সিমি যখন পিএইচডি করতে আমেরিকা যায়, তখন ঐ বইটিও সাথে করে নিয়ে যায়।

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: অসাধারন।

৯| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আমিও একবার একজনকে ইমদাদুল হক মিলনের বই ওনার অটোগ্রাফ নিতে দেখেছিলাম।
আমি যেবার অটোগ্রাফ নিতে দেখাম , তখন মেলায় প্রচুর ধাক্কাধাক্কি , উনি সামান্য বিরক্ত ছিলেন।আমার সাথে কোনো কথা বার্তা হয়নি :(
তবে উনি ভালো হয়ে উঠে আবার প্রবন্ধ লেখা শুরু করলে ভালো হয়।

০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫০

সৈয়দ ইসলাম বলেছেন:
স্যারের সাথে মিলে ছবি তুললে আমরা দেখতে পেতাম :-0

স্যারের সুস্থতা কামনা করি।

০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলতে কি নানান ছবি তুলতে গিয়ে নিজের ছবি আর তোলা হয় না।

১১| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: স্যার-কে বোকা বানিয়েছেন!!! হা,হা,হা!

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: তাহলে বুঝুন আমি কত বুদ্ধিমান।

১২| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি অবশ্য ওনার সব বই পড়িনি।

তবে তার অনেক লেখা যেমন-সাইন্স ফিকেশন ভাল লাগে।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: সাইন্স ফিকশন ছাড়া অন্য বই গুলোও বেশ তাড়াতাড়ি পড়ুন।

১৩| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৫

রসায়ন বলেছেন: দারুন সব স্মৃতি । স্যারের সুস্থতা কামনা করছি

০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.