নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার ক্ষমতা থাকলে, তসলিমা নাসরিনকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনতাম

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৭



১। আমাদের দেশের নিয়ম হচ্ছে- সকলের মন রক্ষা করে চলা, মানে তেল দেওয়া। সাহিত্যিক, সাংবাদিক, চাকরীজীবি, ব্যবসায়ী, দালাল সবাইকে তেল দেওয়া।
আজকাল তো কারো মধ্যে মনুষ্যত্ব দেখি না! এযুগে প্রান ভরে প্রেম করা যায় না। ভালোবাসা যায় না। এমনকি প্রান ভরে কাউকে ঘৃ্নাও করা যায়।

২। স্পিকার: মাননীয় সাংসদ, আপনার প্রশ্ন উত্থাপন করুন ।
সাংসদ: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ । ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, ডটার অব পিস, শান্তির পায়রা, দেশের লক্ষ্মী শেখ হাসিনাকে জানাই শত সহস্র সালাম । তিনি এ দেশের জন্য যে আত্মত্যাগ…
স্পিকার: আপনি প্রশ্ন করুন, মাননীয় সাংসদ । সাংসদ: ধন্যবাদ, মাননীয় স্পিকার । আজ আমাদের দেশ ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে । আমাদের দেশ পরিচালনায় নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে মাইলফলক স্থাপন করেছেন, তা যুগ যুগ ধরে…স্পিকার: আপনি আপনার প্রশ্ন করুন, মাননীয় সাংসদ… সাংসদ: জি, জি, মাননীয় স্পিকার । ধন্যবাদ । এই মহান সংসদে দাঁড়িয়ে আমি শুধু বলতে চাই, আমাদের দেশ ও জাতি এখন যে সোনার বাংলায় বাস করছে, যা একদিন স্বাধীনতার একমাত্র ঘোষক, শ্রেষ্ঠ বাঙালি, এ দেশের স্বাধীনতার নায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন, তা শুধু সম্ভব হয়েছে তাঁরই যোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে এবং…
স্পিকার: প্রশ্ন করুন, প্রশ্ন করুন, মাননীয় সাংসদ । আপনি প্রশ্ন করুন । সাংসদ: ধন্যবাদ, মাননীয় স্পিকার । ধন্যবাদ আপনাকে এই মহান সংসদে কথা বলার সময় এবং সুযোগ দেওয়ার জন্য । আমি এই মহান সংসদের সময় নষ্ট করতে চাই না । আমার খালি একটা কথা বলার আছে । আজকে জনগণ যেভাবে জেগে উঠেছে, বঙ্গবন্ধুর লালিত সোনার বাংলা বাস্তবায়নে যে প্রচেষ্টা, পরিকল্পনা, ও উন্নতির জোয়ার বয়ে যাচ্ছে, তা…
স্পিকার: ধুৎ !

৩। এই ঢাকা শহরে একটা কলেজ আছে। এই কলেজের ছাত্রলীগের সভাপতি এখন অনেক টাকার মালিক। হাতে তিনটা আংটি। গলায় সোনার চেন। নিজের গাড়ি আছে। এটা কিভাবে সম্ভব? সে তো আসলে ফকিন্নির পোলা। যাই হোক, সে বিয়ে করলো। তারপর তাকে কলেজের ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি করা হয়। ফ্লাইওভাবের পিলারে তাদের বিশাল বিশাল ছবি। এই ছবি দেয়ালে লাগিয়ে তারা কি বুঝাতে চায়?
পুরো কলেজে তার বিশাল বিশাল ছবি। আবার বর্তমান যে সভাপতি তারও ছবি। বিল্ডিং এর দেয়াল দেখা যায় না। মনে হয় এটা কলেজ না। তাদের বাপের সম্পত্তি। তাদের কি একটুও লজ্জা করে না? সবচেয়ে বড় কথা এই কলেজে তাদের একটা রুম আছে। ভিআইপি রুম। সেই রকম ডেকোরেশন। এসি আছে। কলেজের শিক্ষকদের রুমে কি এসি আছে?

সহজ কথায়, ছাত্রদের জন্য পড়াশোনা করাই হচ্ছে মূখ্য বিষয় । বৃটিশ-বিরোধী আন্দোলন, পাকিস্তান-বিরোধী আন্দোলন, সমাজতন্ত্র কায়েমের আন্দোলন- এগুলোর দিন শেষ হয়ে গেছে অনেক দিন আগেই । বৃটিশ-রা চলে গেছে, পাকিস্তানী-দের বিতাড়িত করা হয়েছে এবং পৃথিবীতে সমাজতন্ত্রের পতাকাও প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে । আমাদের দেশের জন্য ছাত্র রাজনীতি কতো-টা জরুরী, তা ভাবার সময় অনেক আগেই এসেছে কিন্তু একমাত্র প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল এরশাদ ছাড়া আর কোন রাজনীতিবিদ এই বিষয়-টা তেমন ভাবে ভেবেছেন এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে কিছু বলেছেন বলে মনে হয় না ।
মিছিলে যেতে হবে, ভাংচুর করতে হবে, লাঠি, রাম-দা, ছুরি, পিস্তল নিয়ে বিপক্ষ দলের উপর ঝাঁপিয়ে পড়তে হবে, চাঁদাবাজি করতে হবে, টেন্ডারবাজী করতে হবে, শিক্ষক-দের হুমকি দিতে হবে, এই সব ।

মন্তব্য ৭২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: সামাজিক সংকটের একটি পোস্ট।শুভ শক্তির জয়, একদিন হবেই হবে।
রইল অনন্ত শুভেচ্ছা।

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি ক্ষমতায় গেলে দেশের অবস্থা আরো খারাপ হবে।

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: না না।
ভালো হবে।

৩| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৩

নাহিদ০৯ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। এত সুন্দর পোষ্ট এর সাথে সাথে আমাদের কে পোষ্ট এর নিচে কমেন্ট করবার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার এই পোষ্ট টি না হলে আমরা মন্তব্য ও করতে পারতাম না। পরিশেষে এই বলি যে, অযথা কমেন্ট করে ব্লগের স্পেস নষ্ট না করি :)

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: মানে কি?

৪| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫

সোহানী বলেছেন: সুপার লাইক পোস্টে.................... সবই তো বলে দিয়েছেন, নতুন কিছু বলার নাই।

স্পীকারেরটা অসাধারন..............

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৫| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: লেখাটা ভালো ছিল,
কিন্তু, লেখার সাথে শিরোনামের মিল খুঁজে পেলাম না।
আজকালকার নিউজপোর্টালের মতো অবস্থা।

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: ঠিক।

৬| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯

কলাবাগান১ বলেছেন: "আমার ক্ষমতা থাকলে, তসলিমা নাসরিনকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনতাম" এটা আপনার পোস্টের টাইটেল
আপনি যে গভীর জলের মাছ তা এই পোস্টের মাধ্যমে আবার বুঝালেন...সাপ ও মারলেন লাঠি ও ....

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: এই কারনে আপনার ক্ষমতা নেই।
আর কি লিখলেন বুঝলাম না। নামের সাথে কামের কোন মিল নাই।

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: বুঝে নিতে হবে।

৮| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ২ নাম্বার টা বেশ হয়েছে। :) :) :)

আমি ছাত্র রাজনীতির পক্ষে। ছাত্ররা রাজনীতি না বুঝলে দেশ চালাবে কে??? :P তবে বর্তমানে যে মোসাহেবি, দলকানা, প্রতিহিংসার রাজনীতি চলছে তাতে ছাত্র রাজনীতি সমাজের কোন কাজেই আসছে না। X( X( X(

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০০

নতুন নকিব বলেছেন:



সহজ কথায় দেশের কঠিন বাস্তবতা তুলে ধরেছেন। ধন্যবাদ।

বাই দা ওয়ে, এত সুন্দর পোস্টের শিরোনামটায় ঐ অভদ্র মহিলার নামটি কেন রাখলেন? বিষয়টি দৃষ্টিকটু মনে হল। দৃষ্টি আকর্ষনের কত কৌশলই তো আপনার জানা। তা, ডাস্টবীনের জিনিষকে ডাস্টবীনেই থাকতে দিন না। পুঁতি দুর্গন্ধময় বাসী পচা আবর্জনা নিয়ে এখন আর কেউ মাথা খাটাতে চায় না। লাজ-লজ্জা, হায়া-শরম, দ্বিধা-সংকোচের অস্তিত্বে অবিশ্বাসী ঐ নারীর চ্যাপ্টার মোটামুটি ক্লোজড। নতুন কিছু ভাববার সময় এখন।

অনেক ভাল থাকুন।

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: নকিব ভাই ধন্যবাদ।
আমি ভুল করে করেই শিখি। আমাকে শিখতে দেন।

১০| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৫

আকিব হাসান জাভেদ বলেছেন: সমাজ বদলানোর জন্য আপনিই যথেষ্ট । হাত তুলে নিলাম । আমরা আছি থাকবো। তাছলিমা নাছরিনকে আনলে কি সুখ পাবেন। তা বোধগম্য হল না।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: তসলিমা নাসরিন দেশে নেই তাতে কি সুখ পাচ্ছেন?

১১| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমাদের বর্তমান ছাত্র রাজনীতি থেকে দেশের কিছু পাওয়ার নেই। বরং তাদের (ক্ষমতার অপব্যবহারে) দাপটে সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপরমহলের অবস্থা আরো নাজুক। চাটুকার, দলকানা, মিথ্যাবাদীরাই বড়বড় আসনে।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: এইসবের অবসান চাই।

১২| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩২

আছির মাহমুদ বলেছেন: ভাল লিখেছেন। সোনার বাংলার সোনার ছেলেদের কথা লিখেছেন!!

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: ওরা সোনার ছেলে নয়।
গত বিশ বছরে ওরা দেশের জন্য কি কি ভালো কাজ করেছে?

১৩| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯

গ্রীনলাভার বলেছেন: তসলিমা নাসরিনের কি আপনার ভালো লেগেছে তা একটু বলুন। এটা ঠিক তসলিমা নাসরিন ইসলামিষ্টদের মন রক্ষা করে চলতে পারেননি।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: তার লেখা আমার ভালো লাগে। তিনি সত্য কথা লিখেন।
লেখকরা লিখেন, লিখে যান। এটাই নিয়ম। কিন্তু লারো মন রক্ষা করা লেখকদের দায়িত্ব না।

১৪| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮

কানিজ রিনা বলেছেন: স্পিকার ট্যাপ্টার ভাল হয়েছে সংসদ নেতারা
প্রতিদিন যে বক্তব্য পেশ করে সেটা হুবহু
তুলেছেন। তয় তসলিমা নাছরিনের এদেশে
ফিরিয়ে এনে কোনও পতিতা লয়ের মালিকের
সাথে নিকাহ্ দিলে তিনি স্ত্রীর মর্যাদা পেত।
পতিতালয় চলেতো সরকারী পৃষ্টপোশকতায়।
তাহলে তছলিমা সেটা পেলে ক্ষতি কি?
অবস্য একটা ইসলামিক দল বলেছে তসলিমা
যদি সব ছেরে আল্লাহর রাস্তায় ফিরেআসে
তাকে স্বাগত জানিয়ে দেশে ফিরে আনার
চেষ্টা করা হবে। আমি বুঝিনা দেশে সোসাইটি
গুলতে বিল্ডিং ভারা করে এত পতিতারা
বসবাস করছে তাতে সমাজের কোনও
অসুবিধা হয়না। যত দোশ তসলিমার। ধন্যবাদ
দারুন উপস্থাপন করেছেন।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪২

বনসাই বলেছেন: যে যাই বলুক ভাইইইইইই আমার সোনার হরিণ চাইইইইইইইই।

আপনি চলেছেন আপনার পথেই :P

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: আমার পথ টা ভালো নয়?

১৬| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১০

মহসিন ৩১ বলেছেন: তসলিমা নাসরিন বিতর্কিত হওয়ার কারন সুপ্ত নারীবাদী প্রতিবাদী ভুমিকার জন্য নয়, আমার মতে ----তিনি আসলে কোন কালজয়ী লেখকও হতে পারবেন না; শুধুমাত্র সমাজের অন্ধ কিছু সংস্কার কে নাড়া দিতে পেরেছেন মাত্র। তিনি যেসব আসলে নিজের জন্য লিখেছেন ,কিছু বাক্তিগত প্রতিশধের তাগিদ থেকেই হয়তবা।------ আর আমাদের সমাজ তো এখনও সেকুলারিজমের ধারে কাছেও যেতে পারছে না,-----মিডিয়াও যেখানে নিজেদের সঠিক অবস্থানকে চিহ্নিত করতে পারে নাই তসলিমা বিতর্কে তখন তো এ ধরনের লেখকরা শাভাবিক ভাবেই মৌলবাদীদের রোষানলে পড়ে যাবে।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: ধরে নিলাম, তসলিমা দুষ্টলোক, কিন্তু তার চেয়ে হাজার গুন বেশি দুষ্টলোক এই আমাদের দেশে আছে।

১৭| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শিরোনামের সাথে লেখার মিল নেই। আপনার মনের অবস্থা আগের মতই আছে।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: না, আপনি ঠিক বলেন নাই।
মাঝে মাঝে শিরোনামের সাথে লেখার মিল থাকে।

১৮| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার সময় তসলিমা যদি দেশে না আসে, সে কখন আসবে?

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: আমার মনের কথা বলেছেন।

১৯| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৫

জাহিদ অনিক বলেছেন:


অনেকগুলো চোখ আমাদের অজান্তেই আমাদের ফলো করে, আমরা টের পাই না।
অথচ আমরা মনে মনে যে দুইটা চোখ কামনা করি; সে চোখ আমাদের দেখে না। দেখলেও না দেখার ভান করে।

এতগুলো চোখের মধ্যে কয়েকটা চোখ হয় সুন্দর। মনের চোখ সুন্দর হয়। আপনার মনের চোখ সুন্দর। আর অনেকগুলো কুৎসিত চোখ রয়ে গেছে আপনার আশেপাশেই।

ভালো থাকুন।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যে বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট।
এই জন্যই আপনাকে আমি পছন্দ করি।

২০| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩১

আবু তালেব শেখ বলেছেন: তসলিমা নাসরিন কে এনে বিরোধি দলীয় নেত্রী করা হোক

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: ডোন্ট বি সিলি আবু ভাই।

২১| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো লিখছেন,
তবে বিতর্কিত কিছু
রয়েছে যা সবার পক্ষে
হজম করা সম্ভব নয়।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নূর ভাই।

২২| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১২

গ্রীনলাভার বলেছেন: আমার স্কুলের সহপাঠীদের কাছে তসলিমা নাসরিন ক্লাসিক্যাল পর্নো রাইটার হিসেবে সুপরিচিত। রসময় গুপ্তের সামাজিক সংস্করন। আমার একজন আতেল বন্ধু এখন স্বপ্নে বিভোর - তসলিমা নাসরিন কবে রাস্তার পাশের ড্রেনে প্রশ্রাব করবে আর সে পাশে দাঁড়িয়ে দেখবে। - এই হলো তসলিমা নাসরিনের পরিচয়।

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: প্রচুর পড়াশোনা করতে হবে। তা না হলে চিন্তা ভাবনার পরিবর্তন হবে না।

২৩| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:০১

নয়ন বিন বাহার বলেছেন: তসলিমা নাসরিন যাদের শত্রু সমাজে তাদের ভূমিকা কি?

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: তাদের কোনো ভূমিকা নাই।

২৪| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪০

তারেক ফাহিম বলেছেন: বিতর্কে আসলে বিতর্ক হবে।

কিন্তু সবাই তা হজম করতে পারবে না, আমাদের নুরু ভাই বলেছেন।

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: হুম।

২৫| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: সম্পূর্ণ রাজনৈতিক পোস্ট! অপ্রিয় অনেক কথাই বলেছেন। সবগুলোই প্রাসঙ্গিক!

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৬| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৭:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত। সেই সাথে বন্ধ করা উচিত আপনার অপ্রাসঙ্গিক শিরোনাম দেয়া। আমার ক্ষমতা থাকলে নাস্তিকদের সংখ্যালঘু ঘোষণা করতাম। তবে ধর্মের বিরুদ্ধে বললে জেলে ভরতাম...

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: রাগ টা একটু কমান।

২৭| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৫১

তারেক_মাহমুদ বলেছেন: লেখার চেয়ে এই কমেন্ট এর এই উওরটা বেষ্ট

লেখকরা লিখেন, লিখে যান। এটাই নিয়ম। কিন্তু কারো মন রক্ষা করা লেখকদের দায়িত্ব না।

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৮| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৩

ধ্রুবক আলো বলেছেন: লেখার টপিক ভালো লাগলো। সুন্দর লিখেছেন।
কিন্তু শিরোনামের সাথে তো মিল নেই। তসলিমা নাসরিন আসুক, তার যে ইসলাম বিদ্বেষী মানসিকতা সেটা ফেলে রেখে আসুক।

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: জ্বী।

২৯| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর,আজকাল আবার.....ভাবী জানে বিষয়টা ? :)

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: না জানে না।

৩০| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: কোন মতামত দেবনা।

১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: এটাই ভালো।

৩১| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: :(

১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: হুম।

৩২| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: সমাজতন্ত্রের পতাকা যেদিন বাংলাদেশে উঠবে সেদিন আমরা হারিয়ে যাবো।

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: না আমরা হারিয়ে যেতে চাই না।

৩৩| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৫

মো ফরহাদ বলেছেন: আপনার মনে হয় লেখার মধ্যে মন্তব্য না পড়লে ভালো লাগে না তাই আপনি মন্তব্যের আশায়, তালহীন শিরোনম ‍দিয়ে লেখা শুরু করতে ভলো বাসেন তাই না ?
আর একটা কথা আপনার লেখার পুরা মর্মটাই আমার খুব ভালো লেগেছে কিন্তু শিরোনাম একে বারেই ভালো লাগে নি। কারণ তসলিমা বাংলাদেশে আসলে সিওর মানুষের এইডস বৃদ্ধি পাবে।
পরিশেষে একটা কথা বলি সেটা হলে এক মন দুধে এক ফোটা পায়খানা পড়লে যেমন সেটা অখাদ্য হয়ে যায়। তেমন এক গাদা পরিমান সত্যের বানী লিখে, এক লাইন ফাউল লিখলেও তার হাল খুব খারাপ হবে। আশা করি বুঝতে পেরেছেন।

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আমি আমার ভুল গুলো শুধরে নিব।

৩৪| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১২

ডাঃ সাইফুল বলেছেন: অনেক ভাল বলছেন ।

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩৫| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৬

টারজান০০০০৭ বলেছেন: যাহারা তাসলিমারে সর্বাধিক সমর্থন করিত, তাহার বাক স্বাধীনতার পক্ষে গলা ফাটাইত, 'ক' প্রকাশের পর তাহাদেরই হাইকোর্টে দৌড়াইতে হইয়াছে উহা বন্ধ করিবার জন্য ! আজ যাহারা হাত খুলিয়া তাহারে সমর্থন করিতেছে, তাহার দেশে আসার পক্ষে ওকালতি করিতেছে, সে দেশে আসিলে তাঁহাদেরই 'খ' প্রকাশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করিতে হয় কিনা ইহা লইয়া জাতি শংকিত !!!
ছাত্ররা পড়াশোনা বাদ দিয়া অছাত্র হইয়া রাজনীতি করুক সমস্যা নাইক্কা ! ছাত্র হইয়া যেন না করে ! তবে ছাত্র রাজনীতি বন্ধ করিবার আগে শিক্ষক রাজনীতি বন্ধ করা উচিত ! বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের সেচ্ছাচারিতাও বন্ধ করার ব্যবস্থা দরকার !

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: ্মূল্যবান মন্তব্য করেছেন।

৩৬| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোন লেখককেই দেশ ছাড়া করা উচিত নয়। দেশ সবার।

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.